স্টেট ব্যাঙ্কের শাখা খুলল কেশপুর সদরে। মঙ্গলবার এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশপুরের বিডিও মহম্মদ জামিল আখতার, স্টেট ব্যাঙ্কের মেদিনীপুর শাখার এজিএম সুবীরকুমার মুখোপাধ্যায়। কেশপুর ব্লকের খেতুয়ায় স্টেট ব্যাঙ্কের শাখা রয়েছে। তবে ব্লক সদরে কোনও শাখা ছিল না। দীর্ঘদিন ধরে ব্লক সদরে স্টেট ব্যাঙ্কের শাখা খোলার দাবি ছিল স্থানীয় মানুষের।
|
লিটারে ৩৫ পয়সা বাড়ল পেট্রোলের দাম। যা কার্যকর হয়েছে মাঝরাত থেকেই। ইন্ডিয়ান অয়েলের বিবৃতি অনুয়াযী এর ফলে কলকাতায় দাম কর সমেত ৪৮ পয়সা বেড়ে দাঁড়াল লিটারে ৭৫.০৩ টাকা। এর আগে অক্টোবর ও নভেম্বরে দাম কমিয়েছিল তেল সংস্থাগুলি।
|
আগামী ২৮ ফেব্রুয়ারি ভারতী এয়ারটেলে ভারত ও দক্ষিণ এশিয়ার চিফ এগ্জিকিউটিভ পদ থেকে সরছেন সঞ্জয় কপূর। ১ মার্চ থেকে ভারতে সিইও হচ্ছেন গোপাল ভিত্তল। তিনি গোষ্ঠীর বিশেষ প্রকল্পগুলির ডিরেক্টর।
|
মারুতি-সুজুকির বিভিন্ন গাড়ির দাম বাড়ছে ২০ হাজার টাকা পর্যন্ত। সিওও ময়াঙ্ক পারেখের দাবি, ডলারে টাকার দাম পড়া ও গাড়ি তৈরির খরচ বাড়ায় ক্ষতি সামলাতে এই সিদ্ধান্ত। |