হলদিয়া পেট্রোকেমিক্যালস-এর শেয়ার নিলামে অংশগ্রহণ করতে আগ্রহী ইন্ডিয়ান অয়েল (আইওসি)। সে জন্য সম্ভাব্যতা সমীক্ষার কাজও চলছে বলে মঙ্গলবার এক অনুষ্ঠানে জানান আইওসি এগ্জিকিউটিভ ডিরেক্টর (রাজ্যের কো-অর্ডিনেটর) ইন্দ্রজিৎ বসু। তবে তিনি এটাও জানিয়েছেন যে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংস্থার পরিচালন পর্ষদের কর্তারাই।
এ দিন ইন্ডিয়ান অয়েলের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হল ১৫ দিন ব্যাপী তেল ও গ্যাস সংরক্ষণ পক্ষ। সেখানেই হাজির ইন্দ্রজিৎবাবু জানান, হলদিয়া পেট্রোকেম (এইচপিএল) কারখানার পাশেই আইওসি -র তেল শোধনাগার। যেখান থেকে খুব সহজেই পাইপ দিয়ে এইচপিএলে উৎপাদনের মূল কাঁচামাল ন্যাপথা নিয়ে যাওয়া যাবে। তবে শেষ পর্যন্ত কী হবে, তা নির্ভর করছে পরিস্থিতির উপর।
বহু দিন থেকেই এইচপিএলে অংশীদারি বাড়াতে আগ্রহী আইওসি-র হাতে এখন রাজ্যের এই সংস্থার ৮.৯% শেয়ার। সম্প্রতি রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, আগামী মার্চের মধ্যেই এইচপিএলের শেয়ার বেচে প্রকল্প থেকে সরে আসবে। কারণ লোকসানে চলা এই সংস্থা হাতে রাখতে চাইছে না তারা। নির্দিষ্ট সময়ে প্রক্রিয়াটি শেষ করতে নিযুক্ত হয়েছে শেয়ার বিক্রির বিষয়ে পরামর্শদাতা সংস্থা ডেলয়েট। তারা শেয়ারের মূল্য কত হতে পারে, তা খতিয়ে দেখছে। রাজ্য আগেই জানিয়েছে, যারা বেশি দর দেবে তারাই মালিকানা পাবে। তবে ওই দামে শেয়ার কেনার প্রস্তাব দেওয়া হবে রাজ্য সরকার ছাড়া সংস্থার অপর প্রোমোটার চ্যাটার্জি গোষ্ঠীকে। কারণ, প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার তাদেরই। চ্যাটার্জি গোষ্ঠী অসম্মত হলে সর্বোচ্চ দরদাতা সংস্থাকেই শেয়ার বেচবে রাজ্য।ইন্দ্রজিৎবাবুর মতে, রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে আইওসি অস্বাভাবিক দর দিতে পারবে না এইচপিএলের জন্য। তাদের বহু বিধি মেনে নিলামে অংশ নিতে হয়। |