দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করার অভিযোগে সাসপেন্ড হলেন দুই কনস্টেবল। মহম্মদবাজারের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় আশুতোষ ঘোষাল নামে ওই ছাত্র তার তিন-চারজন বন্ধুর সঙ্গে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। পুলিশের দাবি, মহম্মদবাজারের কাঁইজুলি স্কুলরোড ধরে তারা বাড়ি ফিরছিল। তখন তাদের পাশ দিয়ে যাওয়া পুলিশের গাড়ি লক্ষ্য করে কটূক্তি করে বলে পুলিশের দাবি। আশুতোষের বাবা রক্ষাকর ঘোষালের অভিযোগ, “ছেলেরা কিছু করেনি। অথচ পুলিশ গাড়ি থেকে নেমে আমার ছেলেকে ধরে মারধর করেছে। থানায় বলতে গেলে ওসি আমাকেও চড় মারেন।” বাসিন্দাদের দাবি, প্রতিবাদে রাতে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার সময়ে পুলিশ গিয়ে লাঠি চালায়। রক্ষাকরবাবু জানান, ছেলে সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সমস্ত ঘটনা তিনি বীরভূমের এসপি মুরলীধর শর্মার কাছে লিখিত ভাবে জানান। এসপি বলেন, “দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।” ওসি দেবাশিস ঘোষ অবশ্য থানায় চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন।
|
ন’ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। নলহাটির ঘটনা। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রিয়াজুল শেখ নামে ওই যুবককে ধরা করা হয়। সোমবার সমবয়সী কয়েক জনের সঙ্গে মাঠে ঘাস কাটতে গিয়েছিল ওই বালিকা। অভিযোগ, পড়শি ওই যুবক তাকে জোর করে মাঠের এক আলের ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বালিকার চিৎকারে রিয়াজুল পালিয়ে যায়। ওই দিন রাতে পরিবারের তরফে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় এবং রামপুরহাট হাসপাতালে ওই বালিকার ডাক্তারি পরীক্ষা হয়। তবে ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। বাসিন্দাদের দাবি, আগেও অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল।
|
বধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মুক্তিপদ দাস। সোমবার কাঁকরতলা থানা এলাকার পরশুণ্ডি গ্রামে শ্বশুরবাড়ি থেকে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় সুখী দাস (৩২) নামে ওই বধূর। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার তাঁর স্বামীকে ধরে পুলিশ।
|
গ্রাম্য বিবাদকে ঘিরে গণ্ডগোল বাধল ময়ূরেশ্বরের ঢেঁকা গ্রামের ব্রহ্মদৈত্য মেলায়। মঙ্গলবার ওই ঘটনার জেরে দোকান লুঠপাট, ভাঙচুর এবং পুলিশের গাড়ি ভাঙচুর হয়। পুলিশ জানায়, লুঠপাট ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের খোঁজ চলছে। |