জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জখম হলেন পাঁচ জন। মঙ্গলবার পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েতের রাহাতপুর গ্রামের ঘটনা। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেফতার করেছে। জখম গ্রামবীসদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নদিয়ার প্রতাপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাহাতপুর গ্রামের বাসিন্দা হামিদ শেখ ও কুদরুস শেখের মধ্যে প্রায় আড়াই বিঘা জমি নিয়ে দীর্ঘ দিনের বিবাদ। তাঁরা সম্পর্কে খুড়তুতো ভাই। কুদরুসের অভিযোগ, হামিদ সম্প্রতি কিছু জমি জবরদখল করে রেখেছে। এ নিয়ে মামলাও দায়ের করেন তিনি। পুলিশ জানায়, ওই মামলায় কুদরুস জয়ী হয়। পুলিশ গিয়ে তাঁকে দু’বার জমির দখলও দেয়। তা সত্ত্বেও জমি নিয়ে দ্বন্দ্ব লেগেই ছিল। এ দিন সকালে কুদরুস লোকজন নিয়ে জমির দখল নিতে যান। অভিযোগ, এর পরেই হামিদ দলবল নিয়ে হামলা চালায়। তির ও লাঠি নিয়ে দু’পক্ষের লড়াই বেধে যায়। জখম হন বাবর আলি খান, মুজিবর শেষ, গুলাম নবি শেখ, ফিরোজ শেখ এবং অনাদি রায়। কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গ্রেফতার করা হয় হাসমত শেখ, কালো শেখ, মকবুল শেখ ও আজিবুল শেখ নামে চার জনকে। এলাকায় পুলিশি টহল চলছে।
|
হোমে ঠাঁই তরুণীর
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
মুর্শিদাবাদের একটি হোমে পাঠানো হল পূর্বস্থলী থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন তরুণীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বছর পঁচিশের ওই তরুণীকে পূর্বস্থলীতে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় মানুষজন। নিজের নাম-পরিচয় জানাতে পারছিলেন না তিনি। এলাকার মানুষ বিষয়টি কালনার মহকুমশাসককে জানান। মহকুমাশাসক শশাঙ্ক শেট্টির নির্দেশে প্রথমে ওই তরুণীর ঠাঁই হয় কালনার পূর্ব সাতগাছিয়ার একটি সরকারি হোমে। সেখান থেকে এ দিন তাঁকে কালনা আদালতে তোলা হয়। আদালত তাঁকে মুর্শিদাবাদের হোমে রাখার নির্দেশে দেয়। |