|
|
|
|
বাংলা সিনেমায় আবার এমজি |
আপাদমস্তক হাসির গল্প। কমিক রোলে মিঠুন চক্রবর্তী। লিখছেন অরিজিৎ চক্রবর্তী |
মহাগুরু মিঠুন চক্রবর্তীকে আবার দেখা যাবে বাংলা সিনেমায়।
আড়াই বছর বিরতির পর আগামী ছবি ‘হোয়াইট মিসচিফ’-এ তিনি পুরোদস্তুর এক কমিক রোলে। পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ভাষায় ‘আ কমপ্লিট হ্যাপি ম্যান’।
“গল্পের আইডিয়াটা প্রায় চার বছর আগের,” জানালেন পরিচালক, “মিঠুনদাকে মুম্বইতে যখন গল্পটা প্রথম শোনাই, তৎক্ষণাৎ রাজি হয়ে যান। কিন্তু আমি ‘স্বভূমি’, ‘গণ্ডি’ সিনেমাগুলো বানাতে ব্যস্ত হয়ে পড়ায় ‘হোয়াইট মিসচিফ’ করা হয়ে উঠছিল না। অবশেষে হতে চলেছে ছবিটা।”
যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে অষ্টমী ফিল্মস্ আর উজ্জ্বল চ্যাটার্জি ক্রিয়েশনস্। নির্ভেজাল এই হাসির সিনেমার পরতে পরতে লুকিয়ে আছে আরও অনেক ‘লেয়ার’। “বিকাশ ওরফে ভিকির এক রিক্রুটমেন্ট এজেন্সি আছে। তার অ্যাট্রাকটিভ পার্সোনালিটির জন্য সব সময় এয়ার হোস্টেসরা তাকে ঘিরে থাকে। সেটা নিয়ে আবার তাকে সন্দেহ করে স্ত্রী দিব্যা। সন্দেহবাতিক স্ত্রীর সঙ্গে যোগ হয় ভাই আকাশ আর আকাশের ফিঁয়াসের সমস্যা। সব সমস্যাই মজার ছলে সুন্দরভাবে সমাধান করে সে। যদিও অনেক সমস্যা সে নিজে পাকায়, আবার সেগুলোর জটও ছাড়ায় নিজে বুদ্ধি করে। আসলে ‘হোয়াইট মিসচিফ’ ভদকার মতোই ‘লাইট’ ভিকি। জীবনে আনন্দ দেওয়াটাই তার লক্ষ্য,” জানালেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। |
|
ছবিতে ভিকি বা বিকাশের চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। “সব সময় বাংলা সিনেমা করতে চাই। ‘নোবেল চোর’-এর পর এ রকম একটা সিনেমা পেয়ে তাই ভীষণ আনন্দ পেয়েছি। যত দূর জানি আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবে গার্গী আর নায়িকার চরিত্রে অভিনয় করবে পাওলি। এদের সবাইকেই অনেকদিন থেকে চিনি। তাই এক সঙ্গে কাজ করতে পারলে খুব খুশিই হব,” বললেন মিঠুন।
আবির চট্টোপাধ্যায় অভিনয় করবেন বিকাশের ভাই আকাশের ভূমিকায়। আকাশের ফিঁয়াসের ভূমিকায় আছেন পাওলি। “দীর্ঘ দিন ধরেই চাইছিলাম মিঠুনদার সঙ্গে কাজ করতে। এত পরিচিতি ওঁর। তাই উজ্জ্বল চট্টোপাধ্যায়ের ফোনটা পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই ছবিটা করতে। ‘হোয়াইট মিসচিফ’ নামটাও ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। গল্পটা শুনে বুঝতে পারি গল্পটাও তেমনই ইন্টারেস্টিং। আদ্যোপান্ত বাঙালি গল্প, কিন্তু গল্পের ফ্লো-টা ভীষণ মডার্ন,” জানালেন গার্গী রায় চৌধুরী। “আর একটা আগ্রহের জায়গা ছিল কমিক চরিত্রে অভিনয় করা। কারণ আমার মনে
হয় কমেডি ছবিতে অভিনয় করাটা সব থেকে শক্ত কাজ,” বললেন গার্গী। “মিঠুনদার সঙ্গে এতবার দেখা হয়েছে। কিন্তু কাজ বলতে এই প্রথম,” জানালেন পাওলি। আর বললেন, “অভিজ্ঞতাটার জন্য মুখিয়ে আছি।” মঙ্গলবারই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আর এক কথাতেই রাজি হয়ে গিয়েছেন পাওলি। |
|
|
|
|
|