উত্তরবঙ্গ |
লক্ষ্য পঞ্চায়েতে সার্বিক
বামঐক্য আসন
রফায় নির্দেশ ব্লককে |
অরিন্দম সাহা, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনে সার্বিক বাম ঐক্য গড়ে আসন রফায় ব্লক নেতাদের দায়িত্ব দিল কোচবিহারের জেলা বামফ্রন্ট নেতৃত্ব। সোমবার জেলার ১২টি ব্লকের নেতাদের নিয়ে বৈঠক করে ওই ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। ৩১ তারিখের মধ্যে ব্লক কমিটির নেতাদের বৈঠক করে ওই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমাও এ দিন বেঁধে দেন জেলা নেতৃত্ব। পাশাপাশি তৃণমূলের সন্ত্রাস মোকাবিলা নিয়েও নিচুতলার কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলার পরামর্শ ওই বৈঠকে দেওয়া হয়েছে। |
|
অনুপরতন মোহন্ত, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের অর্ধেক প্রাথমিক স্কুল সর্বশিক্ষা মিশনের বরাদ্দ টাকার সদ্ব্যবহার পত্র (ইউটিলাইজেশন সার্টিফিকেট) জমা দিতে পারেনি। স্কুলের পরিকাঠামো উন্নয়নে মিশনের তরফে ওই টাকা দেওয়া হয়। জেলা সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক সুশান্ত পান্ডা বলেন, “স্কুলের প্রধান শিক্ষকদের কাছে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রয়োজনে কড়া পদক্ষেপ হবে।” |
ইউসি দেওয়ায়
দেরি সর্বশিক্ষায়
টাকা কম |
|
স্কুলছুটদের জন্য ‘কর্তব্য’ প্রাক্তনীদের |
|
সাংবাদিক খুনে
ধৃত আর এক |
|
|
ধর্ষণে অভিযুক্ত সন্দেহে আটক দোকান-কর্মীকে |
|
|
পৌষ উৎসবে
রসে-বশে পাঁচ
তারা রসনা |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
আট কোটি টাকার
মাটি কাটায় দুর্নীতি,
বদলি আধিকারিককে |
সৌমিত্র কুন্ডু, শিলিগুড়ি: নদী খাত সংস্কার বাবদ প্রায় ৮ কোটি টাকার মাটি কাটায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়র মৃগাঙ্ক সরকারকে বদলি করে দিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। এসজেডিএ সূত্রের খবর, গত সপ্তাহে ওই বদলির সিদ্ধান্ত হয়। তাঁকে জলপাইগুড়ি শাখায় বদলি করা হয়েছে বলে জানিয়েছেন এসজেডিএ-র চিফ এগজিকিউটিভ অফিসার গোদালা কিরণকুমার। |
|
নিজস্ব সংবাদদাতা, ফাঁসিদেওয়া: গ্রামোন্নয়নের ব্যাপারে সিপিএম পরিচালিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পাসকেল মিন্জ-এর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার দুপুরে ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির একটি অনুষ্ঠানের মঞ্চ থেকেই সভাধিপতির সমালোচনা করেন। গৌতমবাবু বলেন, “উন্নয়নের ক্ষেত্রে আমরা রং, দল দেখি না। কিন্তু মহকুমা পরিষদের সভাধিপতির উন্নয়ন নিয়ে আন্তরিকতা কতটা জানি না। দুটি বৈঠকে যোগ দেওয়া ছাড়া আজ অবধি উনি আমার সঙ্গে দেখাও করেননি। |
উন্নয়নে বাম
আন্তরিক নয় |
|
ছাত্রীর পাশে
কলেজ, মিছিল |
ভরসন্ধ্যায় শ্লীলতাহানির
চেষ্টা শহরে, গ্রেফতার যুবক |
|
অসুস্থ রেলযাত্রীকে সাহায্য |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|