শাস্তি কমছেই, দ্বিতীয় ডিভিশনে ‘নির্বাসন’ রুখতে মরিয়া বাগান
|
|
রতন চক্রবর্তী, নয়াদিল্লি: মোহনবাগানের ১২৩ বছরের ইতিহাসের নজিরবিহীন শাস্তি কমছেই। কিন্তু সেটা কতটা? তা নিয়ে গভীর রাত পর্যন্ত চূড়ান্ত নাটক চলছে দিল্লিতে! শুধু ফুটবলমহলের লোকজনই নন, শোনা যাচ্ছে ঐতিহ্যের কথা ভেবে জড়িয়ে পড়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। অনুরোধ থেকে নির্দেশ, শীতের রাজধানীতে হাজির সব কিছুই। |
|
|
|
ভারতের কাছে নাকি সিরিজের প্রথম ম্যাচ
|
প্রিয়দর্শিনী রক্ষিত, কোচি: “পাঁচ নয়, সিরিজটাকে চার ম্যাচের সিরিজ হিসেবে দেখছি। যার প্রথম ম্যাচ কাল।” “ম্যাচটাকে ০-২ হেরে যাওয়া তিন ম্যাচ সিরিজের শেষ নয়, এক ম্যাচের নতুন একটা সিরিজ হিসেবে দেখতে হবে।” দুই ব্যক্তিত্ব, দুই সময়। ক্যালেন্ডারের হিসেবে দিন দশেকের ব্যবধান। মাঝে প্রতিপক্ষ বদলেছে, টিমে বদল এসেছে, কিন্তু ভারতীয় ক্রিকেটে আর বদল কোথায়? প্রথম বক্তার নাম গৌতম গম্ভীর। |
|
|
কোচিতে ধোনির
তুরুপের তাস হতে পারে অশ্বিন |
কোচিতে এগিয়ে
রাখছি কুকদেরই |
|
জিতে সোমদেব বললেন বিতর্ক উপভোগ করছি |
|
টুকরো খবর |
|
|