স্বামী বিবেকানন্দের জন্মের দেড়শো বছর স্মরণে স্বাস্থ্য শিবিরের আয়োজন করল বাঁকুড়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বিষ্ণুপুরের সেনহাটি কলোনি প্রথমিক স্কুলে আয়োজিত ওই শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে ২০০ জনকে।
|
ডেঙ্গির প্রকোপে গত বছর বেগ পেতে হয়েছিল কলকাতা পুরসভাকে। অভিযোগ উঠেছিল, পুরসভা সময়ে ব্যবস্থা না নেওয়ায় ডেঙ্গির দাপট বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মশা মারা দেরিতে শুরু হওয়ায় এমন হয়েছে। পুর প্রশাসনকে সতর্কও করেন। এ বার বছর শুরু হতেই সেই কাজ শুরু করল পুরস্বাস্থ্য দফতর। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, দিল্লি থেকে ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের বিশেষজ্ঞদের ডাকা হয়েছিল। তাঁরা প্রয়োজনীয় পরামর্শ দেন। |