সোমবার পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে উলুবেড়িয়ার বাণীবনে শুরু হল জঙ্গলবিলাস পিরের মেলা। এই মেলায় বহু মানুষের সমাগম হয়।সর্বধর্ম সমন্বয়ের প্রতীক এই মেলা চলবে ১৫ দিন ধরে।
|
রবিবার থেকে ফুল মেলা শুরু হয়েছে উলুবেড়িয়া পুরসভা ভবন প্রাঙ্গণে। উলুবেড়িয়া উদ্যান চর্চা পরিষদের উদ্যোগে পরিচালিত এই মেলায় বিভিন্ন ধরণের ফুলের প্রদর্শনী হয়। আজ মঙ্গলবার মেলার শেষ দিন।
|
হাওড়ার উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে উলুবেড়িয়া মহকুমা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে রবিবার হয়ে গেল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র সংগীত, আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ প্রভৃতির আয়োজন করা হয়। গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানও হয়।
|
স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষ্যে ডোমজুড়ের শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ সেবাকেন্দ্রের উদ্যোগে রবিবার নানা অনুষ্ঠান হয়। জগৎবল্লভপুরের বড়গাছিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশত বার্ষিকী পালিত হয়।
|
সম্প্রতি উত্তরপাড়ার সংগঠন ‘সঙ্গীত সুন্দর’-এর বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল। উত্তরপাড়া পিআরসি ভবনে ওই অনুষ্ঠান হয়। শিক্ষানিকেতনের সম্পাদক দিব্যেন্দু পাত্র জানান, এখানকার শিক্ষার্থীরা উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন ওই অনুষ্ঠানে।
|
সম্প্রতি রিষড়ার ‘মীরা স্মৃতি শিশু অঙ্কন শিক্ষাকেন্দ্রের ২৩তম বার্ষিক চিত্র প্রদর্শিনীর পুরস্কার বিতরণ করা হল। ওই উপলক্ষে এক মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিছু দিন আগে সংগঠনের উদ্যোগে চিত্র প্রদর্শনী হয়। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী পশুপতি কুণ্ডু, সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রমুখ বিশিষ্টজনেরা। |