টুকরো খবর
ধরা পড়েনি অভিযুক্তেরা
জমি দখল নিয়ে বিবাদের জেরে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের তিন দিন কেটে গেলেও পুলিশ কেন অভিযুক্তদের গ্রেফতার করছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার হায়দরপাড়ার বাসিন্দা রঘুনাথবাবু জানান, এ দিন সেবক রোডের নার্সিংহোম থেকে তাঁর স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। রবিবার ওই মহিলাকে দেখতে নার্সিংহোমে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। তিনি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। রঘুনাথবাবু বলেন, “স্ত্রী খানিকটা সুস্থ রয়েছেন। কিন্তু আমরা এখনও আতঙ্কের মধ্যে আছি। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না তা বুঝতে পারছি না।” পুলিশের তরফে অবশ্য এ দিনও জানানো হয়েছে, ওই ঘটনায় দুটি মামলা হয়েছে। একপক্ষের কাউকে গ্রেফতার করলে উত্তেজনা ছড়াতে পারে। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, “দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে। সময়মতো অভিযুক্তদের গ্রেফতার করা হবে।” পুলিশ সূত্রের খবর, ওই ঘটনায় ব্যবসায়ী অরূপ মজুমদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সিপিএমের আমলে তার বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ওঠে। তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি অবশ্য দাবি করেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। অরূপবাবুর বাড়ি ঠিক উল্টো দিকে সাড়ে তিন কাঠা জমি নিয়ে শনিবার রাত ১১টা নাগাদ গণ্ডগোল হয়। রঘুনাথবাবু অভিযোগ করেন, অরূপবাবু ও গোপাল সরকারের নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করার পাশপাশি তাঁর স্ত্রী ও বোনকে মারধর ও শ্লীলতাহানি করা হয়। ধর্ষণের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পক্ষান্তরে গোপালবাবু অভিযোগ করেছেন, তাঁর জমিতে রঘুনাথবাবু লোকজন নিয়ে হামলা করে ভাঙচুর চালান। ওই ঘটনায় তৃণমূলের এক নেতা সৌমিত্র কুণ্ডু থানায় গিয়েছিলেন বলে অভিযোগ। সৌমিত্রবাবু বলেন, “আমি ওই ব্যাপারে থানায় যাইনি। অন্য কাজে গিয়েছিলাম।’

স্ত্রীকে কটূক্তি, সৎ মাকে খুন
স্ত্রীকে কটুক্তি করায় সৎ মাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার শালুগাড়ার ডিমডিমা এলাকায়। পুলিশ জানায়, নিহতের নাম বেফেনি দেবী কেওয়াট (৪৬)। ধৃতের নাম মনোজ কুমার কেওয়াট। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। শিলিগুড়ি পুলিশের এসিপি প্রদীপ পাল ঘটনাস্থলে যান। তিনি বলেন, “ধৃত তাঁর সৎ মাকে খুন করেছে বলে স্বীকার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।” পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে বেফেনি দেবীর স্বামী মারা যায়। তার পর থেকে তিনি ছেলের সঙ্গে ওই বাড়িতেই থাকতেন। মনোজ বিয়ে করে সংসার করেন। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনোজ দরিজর কাজ করেন। বাড়ির মধ্যেই তার দোকান ছিল। সেখানে জামাকাপড় তৈরির জন্য অনেকতের যাতায়াত ছিল। তা ভালো চোখে নিতেন না বেফেনি দেবী। তা নিয়ে এর আগেও তাদের মধ্যে গণ্ডগোল হয়েছে। মনোজ এদিন পুলিশকে জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ তার স্ত্রীকে নিয়ে বেফেনি দেবী কটুক্তি করেন। তাতে রাগ উঠে যাওয়ায় সে হাতের কাছে থাকা বাটাম দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেফেনি দেবীর। ঘটনার খবর পেয়ে পুলিশকে সেখানে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

জামিন পেলেন ধৃত ম্যানেজার
আলু কেলেঙ্কারির মামলায় জামিন পেলেন ধৃত সমবায় ম্যানেজার। সোমবার আলিপুরদুয়ার মহকুমা আদালতের বিচারক ওই ব্যক্তির অস্থায়ী জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃত তাপস নন্দীর আইনজীবী এদিন জামিনের আবেদন করলে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালতের ভারপ্রাপ্ত বিচারক অন্নদাশঙ্কর মুখোপাধ্যায় অস্থায়ী জামিন মঞ্জুর করেন। ২৯ জানুয়ারী ফের তাঁকে আদালতে উপস্থিত হতে হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে আলুকেনায় আর্থিক দুর্নীতি হয়েছে বলে গত সেপ্টেম্বর মাসে অলোক রায় নামে এক ব্যক্তি আলিপুরদুয়ার থানায় ফব নেতা গোবিন্দ রায় ও তাঁর স্ত্রী সবিতা রায়ের নামে অভিযোগ করেন। ঘটনার পর থেকে ওই দুজন পলাতক বলে পুলিশের দাবি। সবিতা দেবী নবদিগন্ত সমবায়ের চেয়ারম্যান ছিলেন। ওই সমবায় চাষিদের থেকে আলু কেনার নামে দুর্নীতি করে বলে অভিযোগ। ওই সমবায়ের ম্যানেজার ছিলেন তাপসবাবু। তাঁকে ২৩ ডিসেম্বর জলপাইগুড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি পুলিশ হেফাজতে ছিলেন। পরে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়।

বঞ্চনার অভিযোগে স্মারকলিপি পেশ
গ্রাম পঞ্চায়েতের গ্রুপ ডি পদে নিয়োগের পরীক্ষায় হিন্দি ভাষার প্রাধান্য না থাকায় আদিবাসীরা বঞ্চিত হবে বলে অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে আদিবাসী বিকাশ পরিষদের বিক্ষুব্ধ জন বারলা গোষ্ঠী। তাঁরা পরীক্ষা বয়কটেরও হুমকি দিয়েছেন। সোমবার সংগঠনের তরফে নাগরাকাটার বিডিও-র মাধ্যমে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। জলপাইগুড়ি জেলায় আগামী ২০ জানুয়ারি পঞ্চায়েতগুলিতে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষায় বাংলা, ইংরাজি অঙ্ক ও সাধারণ জ্ঞান ওই চারটি বিষয় থেকে প্রশ্ন থাকবে। জন বারলা বলেন “হিন্দি না থাকায় আদিবাসী ছেলেমেয়েরা শুরুতে পিছিয়ে পড়বে।”

আজ শুরু কৃষি মেলা
আজ, মঙ্গলবার থেকে প্যারেড গ্রাউন্ডে শুরু হবে প্রথম বর্ষ মহকুমা কৃষি মেলা। চলবে বুধবার পর্যন্ত। মেলায় কৃষি দফতর ছাড়া মৎস্য দফতর, উদ্যানপালন বিভাগ সহ বিভিন্ন দফতরের কয়েকটি স্টল থাকবে। আলিপুরদুয়ার মহকুমা সহকারী কৃষি আধিকারিক প্রশাসন গোপাল সাহা জানান, দুদিনের মেলা উদ্বোধন করবেন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী।

প্রয়াত নেতা
মারা গেলেন আদিবাসী বিকাশ পরিষদের ডুয়ার্স কমিটির সভাপতি বাবুলাল কুজুর (৫৫)। সোমবার সকালে চালসায় নিজের বাসভবনে তিনি মারা যান। ওই আদিবাসী নেতা দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন।

রাজ্যের সমালোচনা
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গিয়ে তমলুকের ধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। এ দিন তার ডাক্তারি পরীক্ষা হয়। সোমবার দুপুরে অশোক ভট্টাচার্য বলেন, “এ রাজ্যে শিল্প হচ্ছে না, ধর্ষণ হচ্ছে চারদিকে। ধর্ষণেই এ রাজ্য এগিয়ে। এটা নিয়মিত ঘটছে। পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না।”

শিশুশ্রম, ধৃত তিন
শিশু শ্রমিককে দিয়ে কাজ করানোর অভিযোগে চা বাগানের তিন ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ কাশির্য়াং থানার গাড়িধুরা পুলিশ ফাঁড়ির শিমুলবাড়ি চা বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ধৃতদের নাম দেবার্ঘ্য গুহ, লালন বিশ্বকর্মা, বিভে শর্মা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.