এক অসুস্থ অভুক্ত ট্রেন যাত্রী চার দিন প্রতীক্ষালয়ে থাকলেও তাঁর দিকে রেলকর্মী কিংবা অন্য কেউ ফিরে তাকাননি। অবশেষে ৬০ বছর বয়সী অসুস্থকে উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করলেন স্থানীয় একটি ক্লাবের সদস্যরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের শামুকতলা রোড স্টেশনে। শামুকতলা রামকৃষ্ণ সঙ্ঘের অসীম সরকার, সুশান্ত রায়, সমর সরকার স্টেশন থেকে যাত্রীকে উদ্ধার করে যশোডাঙ্গা ব্লক হাসপাতাল নিয়ে যান। ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাষ কর্মকার জানিয়েছেন, কয়েক দিন ধরে অভুক্ত থাকার জন্য অসুস্থ হয়ে পড়েছেন। ওই বৃদ্ধকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। ওই রেলযাত্রীর নাম মনজু মুনি। বিহারের ভাগলপুর জেলার বীরপুর গ্রামে বাড়ি। স্ত্রী মারা গিয়েছেন ১০ বছর আগে। |
এক ছেলে ভিন রাজ্যে গিয়ে নিখোঁজ। দিনমজুরি করেন। ৩ মাস আগে গ্রামের কয়েক জনের সঙ্গে শিলিগুড়িতে কাজ করতে যান। সঙ্গীরা তাঁকে ছাড়াই নেমে যান। ওই ট্রেনে চেপে তিনি আসাম চলে যান। সেখানে কাজ না পেয়ে আবার বিহারের ট্রেনে চড়েন। অসুস্থ হয়ে পড়লে কয়েক জন যাত্রী তাঁকে ওই স্টেশনে নামিয়ে দেন। গত চার দিন ধরে যাত্রী প্রতীক্ষালয়ে পড়ে পড়ে থাকলেও রেল কর্মীরা কেন তাঁকে উদ্ধার করল না তা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কমার্শিয়াল ম্যানেজার অলকানন্দ সরকার জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, “৪ দিন ধরে এক জন স্টেশনে পড়ে রয়েছেন, সেটা রেলকর্মীদের দেখা দরকার ছিল। বিশদে খোঁজ নেব।” |