আত্মসমালোচনা করার পরামর্শ শিশির-শুভেন্দুর
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বামেদের ঢঙেই আত্মশুদ্ধির কথা বলতে শুরু করেছে তৃণমূল। এমনকী গত পাঁচ বছর পঞ্চায়েতের কাজে অনেক দোষ-ত্রুটি হয়েছে বলে মেনে নিয়েছেন জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। রবিবার কাঁথির সেচ দফতরের বাংলোয় আয়োজিত সভায় দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর মন্তব্য, “গত পাঁচ বছর পঞ্চায়েত চালাতে গিয়ে অনেক ভুলত্রুটি হয়েছে। অনেক মানুষের প্রত্যাশা মেটানো যায়নি। এলাকার উন্নয়নের কাজ দ্রুত শেষ করুন। দরকার হলে এলাকার মানুষের কাছে গিয়ে নিজেদের দোষ-ত্রুটি স্বীকার করে হাতজোড় করে ক্ষমা চান।” আগামী ৩০ জানুয়ারি কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে জনসভা করার কর্মসূচি নিয়েছে তৃণমূল। তারই প্রস্তুতিতে এ দিন দলীয় কর্মীদের নিয়ে সভা করেন তৃণমূল নেতৃত্ব। সভায় রাজ্য যুব তৃণমূল সভাপতি শুভেন্দু অধিকারীও দলীয় কর্মীদের আত্মসমালোচনা করার পরামর্শ দেন। তাঁর কথায়, “দলেরই কিছু নেতা ও কর্মীদের জন্য জেলায় কংগ্রেস ও সিপিএমের মতো দলগুলি নতুন করে মাথা চাড়া দিচ্ছে।’’ দলীয় কর্মীদের অবিলম্বে নিজেদের আত্মসমালোচনা করার পাশাপাশি দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে রাস্তায় নামার আহ্বান জানান সাংসদ। দলের জেলা সম্পাদক মামুদ হোসেন ‘বিভেদ ভুলে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামার’ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের পাঁচ বিধায়ক দিব্যেন্দু অধিকারী, সমরেশ দাস, বনশ্রী মাইতি, রণজিৎ মণ্ডল ও অর্ধেন্দু মাইতি-সহ জেলা ও মহকুমা স্তরের নেতারা।
|
সেমিনার
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
রাজ্যভিত্তিক আন্তঃ কলেজ ক্যুইজে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শিক্ষার অধিকার আইন বিষয়ক সেমিনারে অংশ নিলেন রাজ্যের বিভিন্ন জেলার শিক্ষক, শিক্ষিকা ও পড়ুয়ারা। উত্তর দিনাজপুর জেলা ক্যুইজ সংস্থা ও রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে রবিবার থেকে রায়গঞ্জের বিধানমঞ্চে আন্তঃ কলেজ ক্যুইজ শুরু হয়েছে। ওই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার ৩৮টি কলেজের দল অংশ নিয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অধ্যক্ষা সহ বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকারা স্কুল কলেজের পড়ুয়াকে শিক্ষার অধিকার আইন বিষয়ে সচেতন করেন। পড়ুয়াদের নানা প্রশ্নের উত্তরও দেন তাঁরা। উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পীরা এরপর নাচ, গান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আজ, মঙ্গলবার কলকাতার বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তীর গানের অনুষ্ঠান দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানান ফোরামের সম্পাদক পবিত্র চন্দ। পাশাপাশি, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হবে। |