বিতর্ক যুবভারতী নিয়েও
ফরওয়ার্ড ব্লকের জেলা কমিটি থেকে বাদ গেলেন সরলরা
বশেষে কড়া হলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব! দলের নতুন উত্তর ২৪ পরগনা জেলা কমিটি থেকে বাদ দেওয়া হল প্রবীণ নেতা সরল দেব ও তাঁর অনুগামীদের। সরলবাবুর জায়গায় নতুন জেলা সভাপতি হলেন বর্ষীয়ান নেতা আব্দুল বারি। নতুন সহ-সভাপতি প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন। জেলা সম্পাদক হিসাবে পুননির্বাচিত হলেন হরিপদ বিশ্বাসই। যাঁর সঙ্গে জেলায় সরলবাবুর গোষ্ঠীর বিবাদ চরমে উঠেছিল। গত বছর মার্চ মাসে প্রাক্তন মন্ত্রী সরলবাবুকে দল থেকে বহিষ্কারের সুপারিশ পর্যন্ত রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন জেলা নেতৃত্ব!
রাজ্য নেতৃত্বের অনুরোধ সত্ত্বেও সরলবাবু বা তাঁর অনুগামীরা অবশ্য রবি ও সোমবার বারাসতে দু’দিনের জেলা সম্মেলনে অংশ নেননি। তার ফলে, সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ও রাজ্য সম্পাদক অশোক ঘোষের উপস্থিতিতে জেলার ২৪টি লোকাল কমিটির প্রতিনিধিরাই বিনা বাধায় সরলবাবুদের কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন। তবে সরলবাবুরা দলের সব পদ থেকে ইস্তফার চিঠি পাঠিয়ে দেওয়ার পরেও বিষয়টি ঝুলিয়ে রাখার জন্য রাজ্য নেতৃত্বকেও কাঠগড়ায় তুলেছেন জেলা সম্মেলনের প্রতিনিধিরা। গত বারের ৭২ জনের জায়গায় এ দিন ৬১ জনের নতুন জেলা কমিটি তৈরি হয়েছে। জেলা সম্পাদকমণ্ডলীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত জেলা কমিটিই যাবতীয় সিদ্ধান্ত নেবে। তবে সরলবাবুরা না-থাকায় জেলা সম্পাদকমণ্ডলী গড়তে আর কোনও বিবাদ দেখা দেবে না বলেই ফ ব সূত্রের বক্তব্য।
জেলা সম্মেলনের অন্দরে তৃণমূল সরকারকে এ দিন তুলোধোনা করেন নবতিপর ফ ব নেতা অশোকবাবু। দলের আসন্ন রাজ্য সম্মেলনের জন্য ৯ থেকে ১১ ফেব্রুয়ারি সল্টলেক স্টেডিয়াম ভাড়া নিতে চেয়ে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দুই মন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন ফ ব-র রাজ্য সম্পাদক। স্টেডিয়ামের দফতরে খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, ওই সময় অন্য বুকিং নেই। সাড়া মিলছে না দেখে দুই মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, অশোকবাবুদের কথা বলতে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। ক্ষুব্ধ ফব নেতৃত্ব রাজ্য সম্মেলন ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সরিয়ে নিয়েছেন। জেলা সম্মেলনে অশোকবাবু এ দিন বলেছেন, এমন অসৌজন্য ও প্রতিহিংসার মনোভাব তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেননি!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.