টুকরো খবর |
দেবতার বনভোজন
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার |
ফি বছরের মতো এ বারও পৌষ সংক্রান্তির দিন বরাবাজারে দেবতাদের বনভোজন হয়েছে। সেই উপলক্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষ বনে পাত পেড়ে প্রসাদ খেয়েছেন। বরাবাজার রাজবাড়ির প্রবীণ সদস্য কল্যাণীপ্রসাদ সিংহ দেও বলেন, “কয়েক শতাব্দী ধরে বরাবাজারে এই প্রথা চলে আসছে। আগে রাজবাড়ির কোষাগার থেকে খরচ দেওয়া হত। রাজন্য প্রথা বিলুপ্ত হওয়ার পর সাধারণ বাসিন্দারা প্রথা জিইয়ে রাখতে নিজেরাই বনভোজনের খরচ সংগ্রহ করেন।” সোমবার বরাবাজারের রাজবাড়ি থেকে বৃন্দাবনচাঁদের বিগ্রহ রথে চাপিয়ে বাদ্যি বাজনা-সহ রথটাঁড়ে নিয়ে আসা হয়। এ দিন মেনু ছিল খিচুড়ি, পায়েস আর চাটনি। এলাকাবাসী সন্দীপ রায়, শম্পা রায় বলেন, “দেবতাদের বনভোজনে সামিল হওয়ার আনন্দই আলাদা। শুনেছি আগে আরও জাঁকজমক সহকারে বনভোজন হত।” এ দিন সন্ধ্যায় বিগ্রহদের ফের রথে চাপিয়ে বাজনা বাজিয়ে রাজবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
|
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি ও বিষ্ণুপুর |
একটি স্টেশনারি দোকানে চুরি হয়ে গেল গঙ্গাজলঘাটি থানার দুর্লভপুর মোড়ে। রবিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, কয়েকশো টাকা ও দোকানের বেশ কিছু মালপত্র চুরি গিয়েছে। ওই দোকানের মালিক নারায়ণ বিশ্বকর্মা বলেন, “রবিবার রাতে দোকানে তালা লাগিয়ে বাড়ি গিয়েছিলাম। সকালে এসে দেখি তালা ভাঙা। টাকা রাখার বাক্স থেকে টাকা উধাও। কিছু মালপত্রও চুরি গিয়েছে।” অন্য দিকে, রবিবার রাতেই বিষ্ণুপুর শহরের হাজরাপাড়ায় দু’টি গুমটি দোকান ভেঙে চুরি হয়। পুলিশ জানায়, একটি পানের ও একটি সেলুনের গুমটিতে চুরি হয়েছে বলে তারা জেনেছে। তবে কেউ অভিযোগ করেনি।
|
কনভেশন
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
আইনশৃঙ্খলা বিষয়ক একটি কনভেশন হয়ে গেল বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙার একটি লজে। রবিবার। উদ্যোক্তা বাঁকুড়া শহরের সংগঠন ‘আমরা সবাই এক সাথে’। কনভেনশনে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার কাউন্সিলরদের একাংশ। সংগঠনের সাধারণ সম্পাদক সমীরণ সেনগুপ্ত বলেন, “এ রাজ্য ও দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। বাকি নেই শিক্ষাক্ষেত্রও।” তাঁর দাবি, সরকার এই সমস্ত ঘটনাগুলিকে ছোট করে দেখছে। তাই দোষীরা বহু ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছে।
|
মিলল বরাদ্দ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
তফসিলি জাতি পড়ুয়াদের আবাসিক ভবন নির্মাণের জন্য অনগ্রসর কল্যাণ দফতর প্রায় ২৩ লক্ষ টাকা বরাদ্দ করল মানবাজার রাধামাধব বিদ্যায়তনকে। স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়ে বলেন, “তফসিলি জাতির পড়ুয়াদের জন্য আবসিক ভবন ছিল না। এলাকায় শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে এই উদ্যোগ কাজে লাগবে।”
|
টেস্ট পেপার বিলি
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
দুঃস্থ মাধ্যমিক পড়ুয়াদের হাতে টেস্ট পেপার তুলে দিল বাঁকুড়া জেলা ‘টেস্ট পেপার মনিটরিং কমিটি’। রবিবার বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে সরকারি এই কর্মসূচির উদ্বোধন করেন শিশুকল্যাণ দফতরের মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কমিটির সদস্য শমীক পাল জানান, “বিষ্ণুপুর মহকুমার ৬টি ব্লকের প্রতিটি স্কুলের ১০ জন করে দুঃস্থ ছাত্র-ছাত্রীকে টেস্ট পেপার দেওয়া হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিশির দত্ত (৪২)। বাড়ি পুঞ্চা থানার ধাদকি গ্রামে। সোমবার বেলা ১২টা নাগাদ পুরুলিয়া-বাঁকুড়া (৬০-এ) জাতীয় সড়কে পুরুলিয়া মফস্সল থানার সিংবাজার গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। ওই যুবক মোটরবাইকে পুরুলিয়ার দিক থেকে হুড়ার দিকে যাচ্ছিলেন। পথে কোনও গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। মকর সংক্রন্তির জন্য রাস্তায় যানবাহন অন্য দিনের তুলনায় কম ছিল। দুর্ঘটনার পরে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়েছিলেন শিশির। পরে স্থানীয় মানুষ তাঁকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর মৃত্যু হয়। ঘাতক গাড়িটির খোঁজ করছে পুলিশ।
|
বিবেক রথ
নিজস্ব সংবাদদাতা • কাশীপুর |
স্বামী বিবেকানন্দের বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার মকর সংক্রান্তির সকালে স্বামীজির নামঙ্কিত ‘বিবেক-রথ’ কাশীপুর পঞ্চকোটরাজ ভগিনী নিবেদিতা বিদ্যাপীঠ থেকে রওনা দিল বেলুড় মঠের উদ্দেশে। এই রথ পরিক্রমার উদ্যোক্তা শ্রীশ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। গত ১২ জানুয়ারি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে এই রথ যাত্রা শুরু করেছিল। পুরুলিয়া থেকে বাঁকুড়া ও বর্ধমান হয়ে আগামী ২৬ জানুয়ারি এই রথের বেলুড় মঠ পৌঁছনোর কথা।
|
আলোচনাসভা |
সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে সম্প্রতি ঝালদা ২ ব্লকের বেগুনকোদরে পুরুলিয়ার প্রেক্ষাপটে শস্যবীজ উৎপাদনের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক একটি আলোচনা সভা হল। প্রকল্পের তত্ত্বাবধায়ক শুভাশিস বটব্যাল, সাহারজোড় প্রকল্পের কৃষি বিজ্ঞানী নিত্যানন্দ চক্রবর্তী, কৃষি আধিকারিক কাঞ্চনকুমার ভৌমিক প্রমুখ ছিলেন।
|
যন্ত্র বিলি |
সম্প্রতি বলরামপুরে মোতায়েন সিআরপি-র কোবরা বাহিনীর ২০৭ ব্যাটেলিয়নের তরফে স্থানীয় চারটি স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হল পাতা থেকে থালা তৈরির যন্ত্র। বেড়সা, সিরিঙ্গি, পাথরবাঁধ ও কাশীডি গ্রামের স্বনির্ভর গোষ্ঠীকে ওই যন্ত্র দেওয়া হয়। |
|