নিজের ঘরে ক্ষতবিক্ষত দেহ মিলল শিক্ষিকার |
সকালে ঘরে ঢুকে পরিচারিকা দেখলেন, গৃহকর্ত্রী কম্বল চাপা দিয়ে উপুড় হয়ে শুয়ে রয়েছেন। পাশে রক্তের ধারা। ওই দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। ঘটনাটি ঘটেছে সোমবার, বজবজের অধর দাস রোডের হালদারপাড়ায়। পুলিশ জানায়, মৃতার নাম লীলা ঘড়ুই (৫৬)। তিনি স্থানীয় চক গোপালপুর সারদা বিদ্যাপীঠে শিক্ষকতা করতেন। পুলিশ জানায়, লীলাদেবীর স্বামী বছর দু’য়েক ধরে নিখোঁজ। তাঁর মেয়ে সুমি বিবাহিত। লীলাদেবীর প্রতিবেশী কিশোর স্বর্ণকার বলেন, “লীলাদেবী কারও সঙ্গে মিশতেন না। ঘটনার রাতেও কোনও শব্দ পাইনি।” তদন্তকারীদের দাবি, রবিবার রাতেই ওই শিক্ষিকা খুন হন। প্রথমে শাল জাতীয় কিছু দিয়ে গলায় ফাঁস দেওয়া হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। পুলিশ জানায়, সাড়ে সাতটা নাগাদ লীলাদেবীর পরিচারিকা প্রথম দেহটি দেখেন। ওই পরিচারিকাকে জিজ্ঞাসা করে পুলিশ জেনেছে, বাড়ির সদর দরজা বন্ধ থাকলেও পিছনের দরজা খোলা ছিল। ঘরের পাশে বারান্দায় পড়ে ছিল লীলাদেবীর দেহ। পুলিশ জানায়, ওই মহিলাকে খুন করা হলেও ঘরের কিছু খোয়া যায়নি। তদন্তকারীদের অনুমান, ব্যক্তিগত আক্রোশের জেরে লীলাদেবীর পরিচিত কেউ তাঁকে খুন করেছে। তদন্তকারীরা জানান, লীলাদেবীর বেশ কিছু ব্যাঙ্ক আমানত ও অন্যান্য সম্পত্তি আছে। লীলাদেবীর মেয়ে সুমি জানার অভিযোগের ভিত্তিতেই একটি খুনের মামলা দায়ের হয়েছে। খুনের তদন্তে নেমে লীলাদেবীর স্বামীর নিখোঁজ হওয়ার ঘটনাও খতিয়ে দেখছে পুলিশ। তিনিও ওই একই স্কুলে শিক্ষকতা করতেন বলে জেনেছে পুলিশ।
|
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত পেট্রাপোল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের রাজনৈতিক কর্মী সম্মেলন হল রবিবার। উপস্থিত ছিলেন রাজ্য আইএনটিটিইউসির সভানেত্রী দোলা সেন। সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা ওই সংগঠনের একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরির দাবি জানালেও সেটি গঠন করা হয়নি বলে জানা গিয়েছে। যদিও বনগাঁ উত্তর বিধায়ক বিশ্বজিৎ দাসের আশ্বাস, “কিছুদিনের মধ্যেই কমিটি তৈরি করা হবে।” যদিও তৃণমূল সূত্রে খবর, সংগঠনে গোষ্ঠী কোন্দল এড়াতে পঞ্চায়েত নির্বাচনের আগে কমিটি তৈরির সম্ভাবনা কম।
|
ভ্যান-বাসের সংঘর্ষ, জখম ৬ |
যাত্রী বোঝাই ইঞ্জিনভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে জখম হলেন ৬ জন যাত্রী। সোমবার দুপুর ১টা নাগাদ ঘটনাটি ঘটে বনগাঁর বক্সিপল্লি এলাকায় যশোহর রোডে। পুলিশ জানায়, ইঞ্জিনচালিত ভ্যানটি যাচ্ছিল গাইঘাটার রামচন্দ্রপুর থেকে বনগাঁর সাতভাই কালিতলায়। বাসটি যাচ্ছিল বনগাঁ থেকে বসিরহাটের দিকে। ওই এলাকায় ঘটে সংঘর্ষ। ঘটনার পর বাসে ভাঙচুর চালায় জনতা। করা হয় পথ অবরোধ। আহত ছ’জনকে বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
|
আগ্নেয়াস্ত্র-সহ সালাউদ্দিন মল্লিক নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাজমপুরে। রবিবার গভীর রাতে পুলিশ স্থানীয় শঙ্করপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে ধরে। তার কাছ থেকে একটি গুলি ভর্তি রিভালভার উদ্ধার করেছে পুলিশ।
|
নারী পাচারের অভিযোগে খালেদা বিবি নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়ার সাহেস্থানগর গ্রামে। রবিবার পুলিশ তাকে বাড়ি থেকে ধরে। পুলিশের দাবি, ধৃতের বিরুদ্ধে কাজ দেওয়ার নাম করে অবৈধভাবে সীমান্ত পার করে বাংলাদেশী মহিলাদের বিক্রি করার অভিযোগ রয়েছে।
|
রাজ্য জুড়ে চলা স্বামী বিবেকানন্দের সার্ধ শতবর্ষ পালনে সামিল হয়েছল বনগাঁ। ৬ জানুয়ারি বনগাঁ স্বামীজি স্পোটিং ক্লাবের পরিচালনায় শুরু হওয়া বিবেকানন্দ জন্ম দিবস পালন অনুষ্ঠান শেষ হল রবিবার। বিভিন্ন দিনে ছিল আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
স্বরুপগঞ্জের নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ৬টি আসনের ৪টিতে জয়ী হয়েছে তৃণমূল। ২টি আসন পেয়েছে সিপিএম।
|
গরু চরাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। সোমবার দুপুরে আরামবাগের বলুন্ডি গ্রাম সংলগ্ন রেল লাইন থেকে শিবু সাঁতরা (৫৫) নামে ওই প্রৌঢ়ের দেহটি উদ্ধার করে পুলিশ। ওই গ্রামেই তাঁর বাড়ি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ট্রেন আসার সময়ে শিবুববাবুর গরুর পাল রেল লাইনে উঠে পড়ে। গরু সরাতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন। |