|
|
|
|
নারীপাচারকারী সন্দেহে ধৃত দম্পতি |
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
নারী পাচারকারী সন্দেহে এক দম্পতিকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার বাইগাছি এলাকায়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতির নাম মহম্মদ আরসেদ তরফদার ও মিনারা বিবি। ধৃতদের বাড়ি মিনাখাঁর মালঞ্চ এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর জুন মাসে অশোকনগর থানার বাইগাছির বাসিন্দা বছর সতেরোর এক কিশোরীকে কাজের প্রলোভন দিয়ে দিল্লিতে নিয়ে যায় ওই দম্পতি। তারপর আর খোঁজ মেলেনি কিশোরীটির। নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেন কিশোরীর মা। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগে মিলি নামে একটি মেয়ের সঙ্গে ফোনে আলাপ হয় ওই কিশোরীর। একদিন তাঁদের বাড়িতেও আসে মিলি। তাকে ছাড়তে গিয়েই আর বাড়ি ফেরেনি সে। |
|
ধৃত দম্পতি। ছবি: শান্তনু হালদার। |
এর কিছুদিন পর মেয়ের খোঁজ পেতে বসিরহাটে এক ওঝার বাড়িতে যান কিশোরীর মা। ঘটনাচক্রে ওই বাড়িতেই মিনারা বিবির সঙ্গে পরিচয় হয় তাঁর। মেয়ের ছবি তিনি দেখান তাঁকে। ছবিটি দেখেই চমকে ওঠেন মিনারা। এরপর মিনারা বিবি তাঁকে জানান, স্বামীকে বলে ফিরিয়ে আনার চেষ্টা করবেন ওই কিশোরীকে। এর জন্য ১ হাজার টাকাও নেন তিনি।
স্থানীয় একটি সাংস্কৃতিক সংস্থা নারী পাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। বিষয়টি তাদের গোচরে আসে। সংস্থার পক্ষে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, “ঘটনার কথা জানতে পেরে ওই কিশোরীর মাকে বলেছিলাম ওই মহিলার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে। সেইমতো ফোন করা হয়। পরিকল্পনা করে রবিবার রাত ১০টা নাগাদ এলাকায় নিয়ে আসা হয় আরসেদকে। তারপর তাকে দিয়ে ডেকে পাঠানো হয় তার স্ত্রীকেও।” এলাকাবাসীর দাবি, জেরায় কিশোরীকে পাচারের কথা স্বীকার করে ওই দম্পতি। ১৫ দিনের মধ্যে কিশোরীকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেয় তারা। কিন্তু তাতে সন্তুষ্ট হননি এলাকাবাসী। ওই দম্পতিকে মারধর করে জুতোর মালা পরিয়ে থানায় নিয়ে যান তাঁরা। সোমবার ওই দম্পতির বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাপসবাবু জানান, ২০০৯ সালেও এই এলাকা থেকে পাচার হয়ে গিয়েছিল একটি আদিবাসী মেয়ে। তার খোঁজ এখনও মেলেনি।” |
|
|
|
|
|