টুকরো খবর
পুলিশি প্রহরায় স্কুলে এলেন প্রধান শিক্ষক
পুলিশি প্রহরায় স্কুলে এলেন প্রধান শিক্ষক। রানাঘাটের সরিষা শ্যামাপ্রসাদ মুখার্জী উচ্চবিদ্যালয়ের ঘটনা। ফল প্রকাশের তিন দিন পর ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে প্রধান শিক্ষক উত্তম বিশ্বাসকে ঘেরাও করেন স্থানীয় তৃণমূল নেতারা। তারপর থেকে স্কুলে যাচ্ছিলেন না তিনি। অবশেষে সোমবার পুলিশি প্রহরায় তিনি স্কুলে যান। জেলা পুলিশ সুপার সব্যসাচী রমন মিশ্র বলেন, “ওই শিক্ষক নির্দিষ্ট অভিযোগ করেননি। তবে তিনি যাতে নির্বিঘ্নে স্কুলে যেতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ৩০ ডিসেম্বর ওই স্কুলে ছিল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন। ছ’টি আসনের মধ্যে পাঁচটিতেই জয়ী হয় সিপিএম, একটি আসন পায় তৃণমূল। গত ৩ জানুয়ারি স্থানীয় তৃণমূল নেতারা ভোটার তালিকায় বহু ভুল নাম থাকার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। ওই দিন প্রধান শিক্ষক স্কুলে যাননি। ঘণ্টা চারেক বিক্ষোভ চলার পর প্রশাসনিক হস্তক্ষেপে তা উঠে যায়। তারপর থেকে উত্তমবাবু স্কুলে যাচ্ছিলেন না। তিনি বলেন, “স্কুলে বিক্ষোভের পর থেকে আমাকে ক্রমাগত ভয় দেখানো হচ্ছিল। একদিন স্কুলে যাওয়ার সময় খবর পাই তৃণমূলের লোক আমাকে আক্রমণ করতে পারে। শেষে প্রশাসনকে বিষয়টি জানাই।” অবশেষে এ দিন পুলিশি ঘেরাটোপে তিনি স্কুলে যান। অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়ক আবির রঞ্জন বিশ্বাস বলেন, “ভোটার তালিকায় কারচুপি করে ওই শিক্ষক এখন আতঙ্কে ভুগছেন। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

কনকনে শীতে পোয়াবারো চট ব্যবসায়ীদের
সারা বছর প্লাস্টিকের বস্তার রমারমা থাকলেও শীতের এই কটা মাস চটের বস্তার কদর চোখে পড়ার মত। শীতের কামড়ের হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে মনিব এখন ছুটছেন চটের বস্তা কিনতে। এই ঠান্ডায় দস্তানা থেকে মাঙ্কি ক্যাপ, চাদর, শোয়েটারের পাশাপাশি বাড়ছে চটের বস্তার বিক্রি। ফলে চটের বস্তার কারবারিদের হাসি চওড়া হচ্ছে। তাঁদের বক্তব্য, “সাধারনত চৈত্র মাসে নতুন ফসল ওঠার মরসুমে চটের বস্তার কদর বাড়ে। এ বছর কনকনে ঠান্ডায় মাস খানেক আগেই বস্তার বিক্রি বেড়েছে।” রানিনগরের শেখপাড়া বাজারের বস্তা ব্যবসায়ী চন্দন মণ্ডল বলেন, “এ বছর শীতের দাপটে চটের বস্তার বিক্রি অনেকটাই বেশি।” কুপিলার সিদ্দিক বিশ্বাস বলেন, “এই শীতে গবাদি পশুকে বাঁচাতে চটের বস্তাই ভরসা।” জলঙ্গির গোপাল নরেন্দ্র ঘোষ বলেন, “শীতে এলেই গরু বাছুরের সর্দি, কাশির আশঙ্কা বাড়ে। এ বছর কোনও রকমে জোড়া চটের বস্তা দিয়ে ঠান্ডা সামাল দিচ্ছি।” কেউ আবার চারিদিকে চটের বস্তা ঝুলিয়ে ভিতরে কাঠের আগুন জ্বালিয়ে গরম রাখছেন গোয়ালঘর। পশু চিকিৎসকদের কথায়, “পাটে ফাইবার থাকায় ঠান্ডা অনেকটা নিয়ন্ত্রণ করে। তবে গবাদি পশুকে রক্ষা করতে গোয়াল ভালো করে ঘেরা ও পরিস্কার রাখা জরুরি।”

কম্বল বিলিতে দেরি
আগামী ২২ জানুয়ারি কম্বল দেওয়া হবে গ্রামবাসীদের। কিন্তু ততদিনে তো শীত বিদায় নেবে! সে বিষয়টি ভাবতে নারাজ পঞ্চায়েত প্রধান বিপ্লব রায়। তাঁর কথায়, “গ্রামবাসীরা এতদিন শীত সহ্য করতে পেরেছেন, এই কয়েকটা দিনও পারবেন। নির্ধারিত দিনেই আমরা গ্রামবাসীদের কম্বল ও চাদর বিলি করব।” অথচ গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সদস্যদের কাছ থেকেই তাঁরা জানতে পেরেছেন দিন পঁচিশেক আগে কম্বল কেনা হয়ে গিয়েছে। কিন্তু সেগুলি অনুষ্ঠানের আগে বিলি করা হবে না। শেষে সোমবার শ’দেড়েক গ্রামবাসী এই হাড় কাঁপানো ঠান্ডায় কম্বল না পাওয়ার অভিযোগ তুলে ঘেরাও করেন জলঙ্গির কাঁটাবাড়ি পঞ্চায়েত। স্থানীয় শিশেপাড়া গ্রামের মনোয়ারা বেওয়া, সাতভাইয়াপাড়া গ্রামের শুভান শেখ বলেন, “ভোটের আগে দলীয় স্বার্থে পঞ্চায়েত প্রধান কম্বল বিতরণের ক্ষেত্রে গ্রামসভার মঞ্চকে ব্যবহার করতে চাইছেন। কনকনে শীতে লোকজনের কষ্ট হচ্ছে। কিন্তু প্রধান আমাদের সে সবকে গ্রাহ্যই করছেন না।” জলঙ্গির বিডিও শুভেন্দু রায় বলেন, “সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত না নিয়ে গ্রামবাসীদের দাবি মানা সম্ভব নয়। তবে প্রধানকে অনুষ্ঠানের পরিবর্তে দ্রুত কম্বল ও চাদর বিতরণ করতে বলেছি।”

রেজিনগরে মুকুল
বিধানসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে রেজিনগরে দলের কর্মীসভায় কংগ্রেস ও অধীর চৌধুরীকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী তথা প্রাণিসম্পদ দফতরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। অথচ ওই এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ আর এসপি-কে আক্রমণ দূরের কথা নামটিও উচ্চারণ করলেন না দুই নেতা। মুকুল বলেন, “আমাদের দলের মন্ত্রী ও নির্বাচনের প্রার্থীকে বেইমান বলছে কংগ্রেস। কে কোন দলের পতাকা বহণ করবেন তা নিশ্চিত করে মানুষ।” মন্ত্রী হুমায়ুন কবীর বলেন, “অধীর চৌধুরী তৃণমূলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের হাফপ্যান্ট মন্ত্রী বলতেন। তিন কেন সেই হ্যাফপ্যান্ট পরলেন? আমি আবার বলছি অধীরবাবু যেন তাঁর বক্তব্যে শালীনতা রক্ষা করেন।”

ধর্ষণের নালিশ রঘুনাথগঞ্জে
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ফরাক্কা থানার তোফাপুর গ্রামের ঘটনা। এ দিকে, ওই গ্রামে একই নামের তিন যুবক থাকায় শনিবার রাতের ঘটনায় প্রকৃত অভিযুক্তকে সনাক্ত করতে পুলিশ বেকায়দায় পড়েছে। ইতিমধ্যে পুলিশ দু’জনকে আটক করলেও ওই তরুণীর কথামতো ওই দু’জনের কেউই অভিযুক্ত যুবক না হওয়ায় পুলিশ তাঁদের ছেড়ে দেয়। তৃতীয় যুবকের খোঁজ করছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ূন কবির বলেন, “ওই মহিলার ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমান মিলেছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজ চলছে।” পুলিশ জানিয়েছে, ফরাক্কার কুলি গ্রামের ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের কয়েক মাস আগে পরিচয় হয়। অভিযোগ, বিয়ের টোপ দিয়ে ওই তরুণীকে তাঁর বাড়ি থেকে শনিবার রাতে নিয়ে যায় ওই যুবক। তারপর তোফাপুর গ্রাম লাগোয়া লিচু বাগানে ওই তরুণীর উপর অত্যাচার চালিয়ে সকালে ওই যুবক পালিয়ে যায়। গ্রামের লোক তরুণীকে কাঁদতে দেখে পুলিশে খবর দেয়।

দেহ উদ্ধার
অঞ্জাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করেছে খড়গ্রামের পুলিশ। সোমবার সকালে খড়গ্রাম থানার বুধুরাপাড়া গ্রামের মাঠে একটি গাছে দেহ ঝুলতে দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই যুবক আত্মঘাতী হয়েছেন।

কৃষিমেলা
মঙ্গলবার থেকে কৃষ্ণনগরে শুরু হচ্ছে কৃষিমেলা। শহরের পুরসভা সংলগ্ন গুরু ট্রেনিং মাঠে মেলা হবে। উদ্বোধন করবেন রাজ্যের কারিগরী শিক্ষামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মেলা চলবে বুধবার পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.