মেসি-ম্যাজিক যখন নতুন বছরেও একই ভাবে মুগ্ধ করছে ফুটবল দুনিয়াকে, তখন মেসিকে ‘বেঁটে’ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ‘অপদার্থ’ বললেন প্যারিস সাঁ জাঁর জ্লাটান ইব্রাহিমোভিচ। রবিবার রাতেই বার্সেলোনা ৩-১ গোলে হারায় মালাগাকে। ম্যাচে বার্সেলোনার হয়ে গোল করেন মেসি, ফাব্রেগাস ও থিয়াগো অ্যালকান্ত্রাও। আর তার কিছুক্ষণ পরেই জানা যায় ইব্রাহিমোভিচের বিষোদগার: “মেসি চার বার সোনার বল জিততে পারে কিন্তু আমাকে ওর মতো ভেন্ডিং মেশিন থেকে চকোলেট কিনতে গেলে বক্সের উপর উঠে দাঁড়াতে হয় না। কারণ, ও বেঁটে।” রোনাল্ডো সম্পর্কে বলেছেন, “পুরস্কারের প্রথম তিনে মনোনীত হওয়ার যোগ্যতাই রোনাল্ডোর নেই। ওর আগে আরও দশ জন ভাল খেলোয়াড় এমন আছে, যারা ওর চেয়ে অনেক ভাল।”
|
মোহনবাগান কর্তাদের পর ইউনাইটেড র্স্পোটসের কর্তারাও কলকাতা লিগের দল নামাচ্ছেন না। সূচি অনুযায়ী, আজ মঙ্গলবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ র্যান্টিদের। কিন্তু আই লিগের ভরা মরসুমে দল নামাতে রাজি নন কর্তারা। এলকোর দল পুণেয়। ১৯ জানুয়ারি মুম্বই এফসি’র বিরুদ্ধে ম্যাচ। ইউনাইটেড কর্তা নবাব ভট্টচার্যের যুক্তি, “আই লিগের যা সূচি তাতে কলকাতা লিগের ম্যাচের জন্য আবার দলকে শহরে ফিরিয়ে আনতে হয়। এটা ফুটবলারদের পক্ষে ক্লান্তিকর। আমরা আইএফএ-কে পুরো বিষয়টা জানিয়েছিলাম। কিন্তু ওদের পক্ষে সূচি পরিবর্তন সম্ভব নয়। আমরা কলকাতা লিগের পরের পর্বে পৌঁছে গিয়েছি। তাই ম্যাচটা ওয়াক ওভার দিলাম।”
|
শুরুর আগেই বিতর্কে হকি ইন্ডিয়া লিগ। পাকিস্তানি খেলোয়াড়দের লিগে অংশগ্রহণ নিয়ে যখন শিবসেনা ক্রমশ সুর চড়াচ্ছে তখনই পরিস্থিতি আরও জটিল হল। খোদ ভারতীয় হকি ফেডারেশনই লিগে পাকিস্তানিদের খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করতে বলল হকি ইন্ডিয়াকে। “হকি ইন্ডিয়া ভারতীয় সৈন্যদের উপর বর্বরোচিত আক্রমণের পরেও প্রতিবাদ না জানিয়ে লিগে পাকিস্তানের খেলোয়াড়দের আমন্ত্রণ জানিয়েছে। হকি ইন্ডিয়ার উচিত যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তানের খেলোয়াড়দের উপর নিষেধাজ্ঞা জারি করা।” কড়া প্রতিক্রিয়া ফেডারেশনের উপদেষ্টা কেপিএস গিলের।
|
পরিবর্তন হল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া চার টেস্ট খেলতে আসছে। সিরিজের প্রথম টেস্ট দিল্লির পরিবর্তে (২২ ফেব্রুয়ারি-২৬ ফেব্রুয়ারি) চেন্নাইতে। এছাড়াও নতুন সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্ট হায়দরাবাদে (২ মার্চ - ৬ মার্চ), তৃতীয় টেস্ট মোহালিতে ( ১৪ মার্চ - ১৮ মার্চ), ও সিরিজের শেষ টেস্ট আয়োজিত হবে দিল্লিতে (২২ মার্চ - ২৬ মার্চ)।
|
ক্রিকেটে ইতিহাস গড়তে পারেন ইংল্যান্ডের মহিলা উইকেটকিপার সারা টেলর। কাউন্টি ক্রিকেটে সাসেক্সের পুরুষদের দ্বিতীয় দলে খেলার জন্য তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন টেলর। সামনের মরসুমে দলে উইকেটকিপারের প্রয়োজন হলে তাকে দলে নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে। |