সোমদেবের কিছুটা অপ্রত্যাশিত ভাল টেনিসের চেয়েও চমকপ্রদ ম্যাচ শেষে তাঁর প্রতিক্রিয়া। ফের এআইটিএ-কে একহাত নিয়ে তিনি বলেছেন, “আমাদের নিয়ে ভারতীয় টেনিসে যে বিতর্ক চলছে সেটা সত্যি বলতে কী আমি উপভোগ করছি। ভারতীয় টেনিসে বহু দিন পর সব প্লেয়ারের মধ্যে একটা একাত্মতা গড়ে উঠেছে। আমরা প্লেয়াররা জানি, যেটা আমরা করছি সেটা আমাদের জন্য, দেশের টেনিসের জন্য আর ভবিষ্যতের প্লেয়ারদের জন্য সবচেয়ে ভাল পরিস্থিতি গড়ে দেবে। এ দিন কোর্টে নামার সময়ও এগুলোর জন্য ভাল লাগছিল। তবে খেলাটাই তখন আমার কাছে সবার আগে ছিল। ব্যাপারটা চ্যালেঞ্জিং। তবে বেশ উপভোগ করেছি। আমাদের কাজের প্রচুর সমর্থন পাচ্ছি। আমার টেনিসজীবনে এই প্রথম আজ ম্যাচের শেষে লকাররুমে ফিরে দেখলাম মোবাইলে পনেরোটা মেসেজ এসেছে। সব ক’টা এসেছে ভারতীয় প্লেয়ারদের থেকে। এতেই প্রমাণিত যে, ভারতীয় টেনিসের ভালর জন্য আমরা যেটা চাইছি তার পিছনে প্রচুর সমর্থন আছে।” সোমদেব দ্বিতীয় রাউন্ডে ২৪ নম্বর বাছাই পোলিশ জার্জি জানোভিচের মুখোমুখি হলেন। এ দিকে অস্ট্রেলীয় ওপেনের প্রথম দিন কোনও অঘটন নেই। জকোভিচ থেকে শুরু করে বার্ডিচ, ফেরার থেকে ওয়ারিঙ্কা, নিশিকোরি। শারাপোভা থেকে ইভানোভিচ, ভেনাস থেকে লি না, আগনিয়েস্কা রাদওয়ানস্কাসব বাছাই তারকা দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন। নৈশালোকে মার্গারেট কোর্ট এরিনায় পাঁচ সেটে জিততে বাগদাতিস অস্ট্রেলীয় সময় রাত একটা বাজিয়ে দেন। আর সদ্য চেন্নাই ওপেন জয়ী টিপসারেভিচের কাছে প্রথম রাউন্ডে ছিটকে গিয়েছেন প্রাক্তন বিশ্বসেরা অস্ট্রেলীয় লেটন হিউইট। |