খড়্গপুর গ্রামীণ এলাকার বড়কোলা বিবেকানন্দ হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্যাপন উৎসব শেষ হল সোমবার। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা বিধায়ক দেবশ্রী রায়। ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। শনিবার থেকে এই উৎসব শুরু হয়েছিল। উৎসব উপলক্ষে তিন দিন ধরে নান কর্মসূচি হয়। সোমবার সকালে স্বাস্থ্য সচেতনতা শিবির, পরে বিবেকানন্দের উপর তথ্যচিত্র প্রদর্শন ও ক্যুইজ হয়। বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছিলেন প্রাক্তনীরা।
|
দু’দিন ব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত হল মেদিনীপুরে। এক সংস্থার উদ্যোগে রবিবার থেকে মেদিনীপুর শহরের স্পোটর্স কমপ্লেক্সে এই মেলার আয়োজন করা হয়। সোমবার ছিল মেলার শেষ দিন। মেলায় স্টল সংখ্যা ছিল ৩৯। বিভিন্ন বেসরকারি কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান এতে যোগ দেয়। কোন কলেজে কী কী পড়ার সুযোগ রয়েছে, পড়া শেষে কী ভাবে চাকরির জন্য আবেদন করা যায়, মেলায় আসা ছাত্রছাত্রীদের তা জানানো হয়। আগামী বছরও এমন মেলা হবে বলে আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা।
|
রবিবার মোগলমারি সম্প্রীতি সঙ্ঘের পরিচালনায় বিবেকানন্দ মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হল মেদিনীপুর বঙ্গশ্রী অ্যাথমেটিক ক্লাব ও দাঁতন বর্ণালী স্পোর্টিং ক্লাব। ৬ উইকেটে জয়ী হয় মেদিনীপুর বঙ্গশ্রী অ্যাথমেটিক ক্লাব। |
কাল বেলদায় আসছেন মুখ্যমন্ত্রী |
আজ বেঙ্গল লিডসের উদ্বোধনের পর কাল, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধেড়ুয়া জলপ্রকল্প, কংসাবতীতে অ্যানিকেত বাঁধ তৈরি, দাঁতনের শরশঙ্কায় পর্যটন কেন্দ্র-সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। প্রশাসনিক ওই অনুষ্ঠানের আয়োজন খতিয়ে দেখতে সোমবার বেলদার মিলন মেলা মাঠে যান জেলাশাসক ও পুলিশ সুপার। ছিলেন বিধায়ক মৃগেন মাইতিও।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার এলাকার সতকুইতে, ৬০ নম্বর জাতীয় সড়কে।পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ সাবরাতি (৪৫)। সোমবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। |