নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মসজিদের মোয়াজ্জেম নির্বাচন নিয়ে সোমবার পিংলা বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন মুসলিম সম্প্রদায়েরই একটি অংশ। অভিযোগ, টুঙুর গ্রামের তইহাতুল জুমা মসজিদের দীর্ঘদিনের মোয়াজ্জেমকে বাদ দিয়ে অন্য আরেকজনকে মোয়াজ্জেম নির্বাচন করার পরিকল্পনা করা হয়েছে। ফলে এই সম্প্রদায়ের মধ্যে বিবাদ ও বিভেদ সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে সোমবার ব্লকের যুগ্ম বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে ধর্নাও। এরপর বিডিও সুতপা নস্কর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিডিও জানান, “সরকারি নির্দেশ অনুযায়ী, যিনি দীর্ঘদিন ধরে মোয়াজ্জেমের কাজ করে আসছেন, তাঁকেই নির্বাচন করতে হবে। নির্দিষ্ট পদ্ধতি মেনে কে পুরনো মোয়াজ্জেম তা চিহ্নিত করে নামের তালিকা তৈরি করা হবে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোয়াজ্জেমরা ভাতা পাবে জেনে শেখ জামসেদ নামে এক ব্যক্তি টুঙুর মসজিদের মোয়াজ্জেম ও তাঁকে ভাতা দেওয়া হোক বলে বিডিও-র কাছে আবেদন জানান। তারপরই শেখ কিনা নামে এক ব্যক্তিও একই দাবি জানান। মসজিদ কমিটির সম্পাদক আব্দুল মামুদ বলেন, “মসজিদের জন্মলগ্ন থেকেই শেখ কিনা মোয়াজ্জেমের কাজ করে আসছেন। আমরা পরে জানতে পারি, অন্য একজন সেই দাবি করেছেন। এবং প্রশাসনও তাঁর দাবি মঞ্জুর করবেন বলেও জানা যায়।”এরপরই তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা মহম্মদ মহসিনের দ্বারস্থ হন তিনি। মহম্মদ মহসিনের কথায়, “আমরা চাই প্রকৃত ব্যক্তির নাম তালিকাভুক্ত হোক। খোঁজ নিয়ে দেখেছি, শেখ কিনাই পুরনো মোয়াজ্জেম। তা সত্ত্বেও প্রশাসন কেন তালিকা পাঠাতে দেরি করছে বুঝতে পারছি না।”
ব্লক প্রশাসন জানিয়েছে, এখনও মোয়াজ্জেমের তালিকা পাঠানো হয়নি। একবার এই বিষয়ে যুগ্ম বিডিও তদন্তে গেলেও চিত্রটা পরিষ্কার হচ্ছিল না। তাই ফের তদন্ত করে উপযুক্ত ব্যক্তিকেই তালিকাভুক্ত করা হবে বলে বিডিও জানিয়েছেন। |