সম্মানের আশ্বাস, অনশন তুলল হেমরাজের পরিবার
বশেষে অনশন ভাঙল নিহত জওয়ান হেমরাজের পরিবার। আজ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব হেমরাজের গ্রামের বাড়িতে যাওয়ার পরই অনশন তুলে নিলেন তাঁরা।
গত ছ’দিন ধরে টানা অনশন করছিল হেমরাজের পরিবার। দাবি, যোগ্য সম্মান দিতে হবে শহিদ হেমরাজকে। আজ সকালেই তাঁরা জানিয়ে দেন, যত ক্ষণ না সেনাপ্রধান বিক্রম সিংহ তাঁদের সঙ্গে দেখা করছেন এবং পাকিস্তানের কাছ থেকে হেমরাজের কাটা মাথা ফেরত দেওয়ার আশ্বাস দিচ্ছেন, জলগ্রহণ পর্যন্ত করবেন না। তাঁরা এ-ও জানান, আর্থিক সাহায্য চান না, সম্মান চাই তাঁদের। মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যাওয়ার পরে অবশ্য অনশন তুলে নেন তাঁরা।
হেমরাজের পরিবারের সঙ্গে নীতিন গডকড়ী ও সুষমা স্বরাজ। ছবি: পিটিআই
নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে সেনাপ্রধান বিক্রম সিংহ-ও আজ জানান, এ ভাবে দু’জন সেনার মাথা কেটে নিয়ে হত্যা করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বলেন, “আমি-ই তো দলের নেতা। ওদের বাবার মতোই। নিহত দুই জওয়ানের কাটা মাথা ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক স্তরেও যা যা করা প্রয়োজন, সবই করা হবে।” পরে হেমরাজের বাড়িতে গিয়ে অখিলেশ যাদবও একই আশ্বাস দেন। জানান, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করা হবে। তিনি বলেন, “আমাদের উচিত হেমরাজের পরিবারের পাশে দাঁড়ানো। সব রকম সহযোগিতা করা।” উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই ২০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে কিষাণ বিমা ৫ লক্ষ টাকাও দেওয়া হবে। এ দিন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ-ও দেখা করেছেন। তিনিও ৪৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।
অনশনরত হেমরাজের স্ত্রী। সোমবার। ছবি: এপি
এ দিনই সকালে হেমরাজের বাড়িতে যান বিজেপি সভাপতি নিতিন গডকড়ী, লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ এবং রাজনাথ সিংহ। গডকড়ী বলেন, ভারত সরকারের উচিত বিষয়টিকে রাষ্ট্রপুঞ্জ এবং আন্তর্জাতিক স্তরের সামনে পেশ করা। পাশাপাশি, হেমরাজের শেষকৃত্যে কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের তরফেই কেউ না আসার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি। আজ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র রশিদ আলভি বলেন, “দুনিয়ার কোনও দেশে যুদ্ধ চলুক, ভারত সরকার তা চায় না। কিন্তু তার মানে এই নয় যে, মুখ বুজে সেনাবাহিনীর অসম্মান সহ্য করে নেবে...। কোনও পরিস্থিতিতেই নয়।” তাঁর আরও বক্তব্য, পাক হকি দলকে ভারতে খেলতে না দেওয়ার যে দাবি তুলেছে শিবসেনা, তা একেবারেই অন্যায্য নয়। এ বিষয়ে একমত বিজেপি-ও। তাদের মতে, পাকিস্তানকে একঘরে করে দেওয়া উচিত। রাজনাথ সিংহ বলেন, “ক্রিকেট খেলে আর বলিউডের ছবিতে সম্পর্ক ভাল করা অসম্ভব। কারণ পাকিস্তান নিজেই চায় না সম্পর্ক ভাল হোক।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.