টুকরো খবর
এএনভিসি-র সঙ্গে শান্তি চুক্তিতে সায়
এএনভিসির সঙ্গে ত্রিপাক্ষিক খসড়া চুক্তিতে সম্মতি দিল মেঘালয় সরকার। তবে মুখ্যমন্ত্রী মুকুল সাংমা জানান, শান্তি চুক্তি হলেও, এএনভিসি জঙ্গিদের করা গুরুতর অপরাধগুলি মোটেই ক্ষমা করা হবে না। তদন্ত ও মামলা চলবেই। দোষ প্রমাণ হলে অভিযুক্তদের শাস্তিও পেতে হবে। ত্রিপাক্ষিক বৈঠকে দলের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছিল এএনভিসির যুদ্ধপন্থী ও সংগ্রামপন্থী গোষ্ঠী। এর আগে এইচএনএলসি চেয়ারম্যান জুলিয়াস ডোরফাং আত্মসমর্পণ করার পরে তার বিরুদ্ধে মামলাগুলি রাজ্য সরকার চালায়নি। কিন্তু এ বার ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব শম্ভু সিংহ সাফ জানান, আলোচনার নামে দর কষাকষি চলবে না। মন্ত্রিসভার বৈঠকে খসড়া চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি, জঙ্গিদের ক্ষমা করার বিষয়টিও আলোচিত হয়। মুকুল জানান, মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, এএনভিসির দু’টি গোষ্ঠীর ছোটোখাটো অপরাধ নিয়ে রাজ্য আর মাথা ঘামাবে না। তবে গুরুতর অপরাধগুলি ক্ষমা করা হবে না, তদন্ত চলবে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি, জেলা পরিষদ ও এএনভিসি নেতাদের নিয়ে চুক্তিতে উল্লিখিত প্রশাসনিক বিষয়গুলি চূড়ান্ত করতে কমিটি গড়া হবে। গারো হিল স্বশাসিত পরিষদের হাতে অর্থনৈতিক ক্ষমতাও দেওয়া হচ্ছে। মুকুল জানান, একই পদ্ধতি খাসি হিল ও জয়ন্তিয়া হিল স্বশাসিত পরিষদেও চালু করা হচ্ছে। তবে পরিষদগুলির হাতে অর্থনৈতিক ক্ষমতা হস্তান্তর করার ফলে রাজ্য সরকারের ভূমিকা দুর্বলতর হবে বলে মানছেন না মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্র থেকে পরিষদে সরাসরি টাকা এলেও তার খরচ ও হিসেবের উপরে পরিষদের পাশাপাশি রাজ্য সরকারেরও নজরদারি থাকবে।

উদলায় শুধু রিয়াং নয়, বাঙালিও আছে
ইউনাইটেড ডেমোক্র্যাটিক লিবারেশন আর্মি (উদলা)-কে রিয়াং জঙ্গি সংগঠন বলা হলেও সব ভাষা-ধর্ম-সম্প্রদায়েরই লোক রয়েছে তার সঙ্গে। পুলিশি জেরায় এ কথা জানিয়েছেন জঙ্গি সংগঠনটির ধৃত চেয়ারম্যান, ধন্যরাম রিয়াং। জেরার সূত্র ধরেই সম্প্রতি রাতাবাড়ি থানার রংপুর থেকে সুকালো গৌড় নামে এক হিন্দিভাষীকে গ্রেফতার করা হয়। ধন্যরাম পুলিশকে জানান, চেরাগির ব্যবসায়ী শেখর দেবের অপহরণে সে-ই ছিল উদলার প্রধান ভরসা। উদলা প্রধান জানিয়েছেন, শুধু হিন্দিভাষীই নয়, বহু বাঙালি যুবকও তাঁর ক্যাডার। হিন্দু যেমন রয়েছে, তেমনই মুসলমান যুবকও উদলায় রয়েছে। ২০০৭ সালে আতাবুর রহমানকে নিয়ে গড়ে তোলা হয়েছিল এই সংগঠন। পরে রিয়াং-বাঙালি, হিন্দু-মুসলমান প্রভৃতি দ্বন্দ্ব দেখা দিলে বাঙালি মুসলমানরা সংগঠন থেকে বেরিয়ে যায়। তবে আতাবুর খুনের পর সবাই আবার তার দলে নাম লেখায়। এখন তাদের ক্যাডারের সংখ্যা ষাটের বেশি বলে ধন্যরাম জানিয়েছেন। আদালত থেকে পাঁচ দিনের হেফাজত পাওয়ার পর, পুলিশ তার কাছ থেকে বহু তথ্য জানতে পারলেও এ পর্যন্ত কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। একই ভাবে হদিশ পায়নি মুক্তিপণ হিসেবে আদায় করা লক্ষ লক্ষ টাকারও। ধন্যরাম অবশ্য জানিয়ে দিয়েছে, তার ক্যাডারদের কাছে গোটা সাতেক এ কে সিরিজের রাইফেল রয়েছে। শুরুতে আরও ছিল। কিন্তু গত দু’বছরে সেনা অভিযানে অধিকাংশই তাদের হাতছাড়া হয়ে গিয়েছে। পুলিশের দাবি, তাঁর খোলামেলা স্বীকারোক্তিতে ধন্যরাম রিয়াং জানিয়েছেন, গত ক’বছরে বরাক উপত্যকায় যে ক’টি অপহরণের ঘটনা ঘটেছে, প্রায় সব ক’টিতেই তার সংগঠনের হাত রয়েছে। ত্রিপুরা থেকেও তারা বেশ ক’জনকে অপহরণ করেছে। মুক্তিপণ আদায়ই ছিল তাদের মূল লক্ষ্য। হাইলাকান্দি থেকে অপহৃত রেল চালক তরুণ ভট্টাচার্যের মুক্তির জন্য ১০ লক্ষ টাকা এবং ব্যবসায়ী শেখর দেবের মুক্তিপণ হিসেবে উদলা ১৪ লক্ষ টাকা আদায় করেছে।

নেশার জেরে আইজলে ১৩ ছাত্রের মৃত্যু
কাশির সিরাপ ও আঙুরের সুরা মিশিয়ে নেশা করার জেরে গত তিন সপ্তাহে মিজোরামের রাজধানী আইজলে অন্তত ১৩ জন কিশোরের প্রাণ গিয়েছে। আইজল সিভিল হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত মেডিক্যাল অফিসার জেরেমি পাচুয়া জানান, শীতকাল ও বড়দিনের মাসে কিশোর-কিশোরীদের মধ্যে নেশা করার প্রবণতা বৃদ্ধি পায়। এ দিকে, নিয়ম অনুযায়ী মিজোরাম ‘শুষ্ক রাজ্য’। তাই স্কুলের ছেলেমেয়েরা কাশির সিরাপ প্রচুর পরিমাণে কেনে। তার সঙ্গে, স্থানীয় আঙুর থেকে তৈরি জাওলাইদি ওয়াইন মিশিয়ে নেশা করতে গিয়েই বিপত্তি। দু’টি তরলের মিশ্রণে ক্ষতিকারক রাসায়নিক বিক্রিয়ায় ফলে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। যার মধ্যে কমবয়সীদের সংখ্যাই বেশি। অধিকাংশ সময়, অনেক দেরি করে অসুস্থদের হাসপাতালে আনা হয়। ফলে তাঁদের বাঁচানো যাচ্ছে না। পাচুয়া জানান, ২০ ডিসেম্বর থেকে কেবল সিভিল হাসপাতালেই এই ধরণের বিষক্রিয়ায় ১৩ জনের প্রাণ গিয়েছে। যার মধ্যে বেশিরভাগই হাইস্কুলের ছাত্র। তবে বাকিরা আপাতত সুস্থ।

শেষ বিদেশ সফরেও খরচ আঠারো কোটি
বিদেশ সফরে বিপুল খরচ নিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। কিন্তু তাতে তাঁর শেষ বিদেশ সফরের খরচ কমেনি। শেষ বার দক্ষিণ আফ্রিকা ও সেশেলস দ্বীপপুঞ্জে যান প্রতিভা। তার আগেই তথ্যের অধিকার আইনে করা এক প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, ২২টি দেশে প্রতিভার ১২ বার সফরে মোট ২০৫ কোটি টাকা খরচ হয়েছে। এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। তার মধ্যেই দক্ষিণ আফ্রিকা ও সেশেলসে যান প্রাক্তন রাষ্ট্রপতি। তথ্যের অধিকার আইনে করা আর একটি প্রশ্নের জবাবে কেন্দ্র জানিয়েছে, শেষ সফরে রাষ্ট্রপতির জন্য খরচ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭-৪০০ বিমান ভাড়া করতেই লেগেছে ১৬ কোটি ৩৮ লক্ষ টাকা। দক্ষিণ আফ্রিকায় তাঁর থাকা ও যাতায়াতের খরচের বহরও বিপুল।

দুষ্কৃতীদের গুলিতে নিহত দুই মাওবাদী
দোকানে চা খেতে গিয়ে গুলিতে নিহত হল দুই মাওবাদী সদস্য। আজ সকালে সীতামঢ়ীর রুনি শহিদপুর থানার বালুয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম নেম মহম্মদ ও সুনীল কুমার গুপ্ত। পুলিশ সুপার পঙ্কজ সিন্হা জানান, তিনটি মোটর সাইকেলে চড়ে আততায়ীরা ঘটনাস্থলে আসে। সেখানে মাওবাদী ওই দুই সদস্য চা খাচ্ছিল বলে জানা গিয়েছে। মোটর সাইকেল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালান হয়। কারা তাদের খুন করেছে তা নিয়ে ধোঁয়াশা আছে। তবে ওই দু’জনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। থানা থেকে জানিয়েছে, ওই এলাকাটি পুরোপুরি মাওবাদী অধ্যুষিত এলাকা। ফলে সেখানে মাওবাদীরা প্রকাশ্যেই ঘুরে বেড়ায়। কার্যত পুলিশও সেখানে যেতে ইতস্তত করে। পুলিশ সুপার বলেন, “প্রাথমিক ভাবে মনে হচ্ছে, জঙ্গিদের অর্ন্তকলহের ফলেই এই খুন।”

কাপড়ের গুদামে আগুন
আগুনের সঙ্গে লড়াই দমকলের। সোমবার, জামশেদপুরের জুগসালাই বাজারে। —নিজস্ব চিত্র
আগুনে পুড়ে গেল জামশেদপুরের জুগসলাই বাজারের একটি বড় কাপড়ের গুদাম। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক তদন্তের পরে দমকলের কর্তাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটে নাগাদ ওই গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তখন বাজারের লোকজন বুঝতে পারে আগুন লেগেছে। অত্যন্ত জনবহুল এলাকা জুগসালাই বাজারের ব্যবসায়ীরা এতে আতঙ্কিত হয়ে পড়েন। আগুনে কাপড়ের গুদামটি পুরো পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাপকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের
সোমবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ল খাপ পঞ্চায়েত। ‘সম্মান রক্ষার্থে’ খুন ও নবদম্পতিদের উপরে অত্যাচারে খাপের ভূমিকা নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়ে খাপের মতামত জানাতে বলা হয়েছে। পাশাপাশি খাপ পঞ্চায়েতগুলির সমালোচনাও করেছে সুপ্রিম কোর্ট। মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল একটি খাপ পঞ্চায়েত। শীর্ষ আদালত জানিয়েছে, এই নির্দেশ আইন বিরুদ্ধ।

অরুণাচলে নয়া জেলা
চারটি নতুন জেলা গড়ার প্রস্তাবে সম্মতি জানাল অরুণাচল মন্ত্রিসভা। সরকারি বিবৃতি অনুযায়ী: নামসাই, নামনি সিয়াং জেলা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। পাশাপাশি, নীতিগত ও প্রশাসনিকভাবে মধ্য সিয়াং ও ক্যাপিটাল জেলা গঠন করার কাজ শুরু করার ব্যাপারেও মন্ত্রিসভার সম্মতি মিলেছে। এ ছাড়া, চিম্পু থেকে লেকি অবধি বাইপাস সড়ক নির্মাণ এবং চাংলং ও পশ্চিম সিয়াং জেলায় দু’টি মহকুমা সদর গড়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে।

শিশু ধর্ষণ, ধৃত ১
সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধরা পড়ল এক যুবক। মেঘালয়ের ঘটনা। পুলিশ জানায়, শনিবার রাতে সোহরিংখামের একটি গ্রামে এক সাড়ে তিন বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। মেয়েটির পরিবারের অভিযোগে পুলিশ রিসনরয় খারকোংগর নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাকে আট দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

ইস্তফা আরও ৩০ পঞ্চায়েত সদস্যের
জম্মু-কাশ্মীরে ইস্তফা দিলেন আরও ৩০ জন পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত প্রধান হবিবুল্লা মিরের হত্যা ও পঞ্চায়েত সদস্য জুনা বেগম আক্রান্ত হওয়ার পরে কালই ইস্তফা দেন ২২ জন। পঞ্চায়েত সদস্যদের বক্তব্য, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সরকার। পঞ্চায়েত সদস্য বিলাল আহমেদের কথায়, “আমরা জঙ্গি সংগঠনগুলির কাছে ক্ষমাপ্রার্থী। হয়তো তাদের প্রতি অবিচার করা হয়েছে।” অন্য দিকে ওমর বলেছেন, “পঞ্চায়েত সদস্যরা মানুষের পাশে আছেন। সরকার তাঁদের সাহায্য করবে।”

জবাব তলব
মহারাষ্ট্র সরকারের কাছে জবাব চাইল বম্বে হাইকোর্ট। বালাসাহেব ঠাকরের মৃত্যু নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে গ্রেফতার হয়েছিলেন দুই তরুণী। যে পুলিশকর্মীরা তাঁদের গ্রেফতার করেছিল, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল আদালত। সরকার কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছে হাইকোর্ট।

পশ্চিমী সংস্কৃতি
ভারতীয় মেয়েদের পশ্চিমী সংস্কৃতি গ্রহণ করা উচিত নয়, মত মধ্যপ্রদেশের মন্ত্রী বাবুলাল গৌরের। তাঁর জানান, পশ্চিমে মেয়েরা জিনস, টি-শার্ট পরেন। সেটা তাদের সংস্কৃতির অঙ্গ। ভারতের সংস্কৃতি আলাদা। ভারতীয় মেয়েরা পশ্চিমী সংস্কৃতি অনুসরণ করলে তা গ্রহণযোগ্য হয় না। তবে মেয়েদের পক্ষে কী ঠিক তা তাঁদেরই স্থির করতে হবে।

ফাঁসির দাবি
তাঁর স্বামীকে ফাঁসি দেওয়া উচিত, জানালেন শিরডিতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া যুবকের স্ত্রী। শিশু ধর্ষণ ও খুনের অভিযোগে আগেও জেল খেটেছে সুনীল সালভে নামে ওই যুবক।

মৃত্যুদণ্ডের দাবি
ধর্ষকের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং ধর্ষণ করে খুন করলে মৃত্যুদণ্ড চায় এসইউসি। দিল্লি ধর্ষণের পর গঠিত জে এস বর্মা কমিটির কাছে ৫ জানুয়ারি সেই মর্মেই দাবিপত্র পাঠান দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ। নারী নিগ্রহ রুখতে সামাজিক আন্দোলনও গড়ে তুলছে এসইউসি। তারা ছাত্রছাত্রী এবং সমাজের অন্য অংশের জন্য দু’টি অঙ্গীকারপত্র তৈরি করেছে। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী এবং অন্যান্য মানুষকে দিয়ে তা পাঠ করিয়ে জনচেতনা প্রসারের চেষ্টা করছে তারা।

প্রহৃত তথ্য-কর্মী
তথ্য অধিকার আইনে রাজ্যের ভূমিসংরক্ষণ ও বনজ সম্পদ বিভাগের অনিয়ম নিয়ে একের পর এক প্রশ্ন তোলার ‘অপরাধে’ মণিপুরের এক তথ্য অধিকার কর্মীকে দফতরের ভিতরেই বেধড়ক মারধর করল কর্মীরা। তথ্য-কর্মী রিয়াজ খান অভিযোগ করেন, সংশ্লিষ্ট দফতরে প্রায় ৩০ কোটি টাকা নয়ছয় হয়েছে। ভূমি সংরক্ষণ ও বনজ সম্পদ দফতরে আরটিআই প্রশ্নাবলী জমা দিতে গেলে রক্ষীরা তাঁকে মারধর করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.