চিনে গাড়ি কারখানার শিলান্যাস করল জাগুয়ার-ল্যান্ড রোভার। চিনা সংস্থা চেরি অটোমোবাইল-এর সঙ্গে যৌথ উদ্যোগে সাংহাইয়ের কাছে এই কারখানা গড়ছে টাটা গোষ্ঠীর সংস্থাটি। যৌথ উদ্যোগ সংস্থার নাম চেরি জাগুয়ার ল্যান্ড রোভার অটোমোটিভ কোম্পানি।এই কারখানার জন্য ১৭৫ কোটি ডলার লগ্নি করবে তারা। বিশ্বের বৃহত্তম গাড়ি বাজারে দখল বাড়াতে এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা। কারখানাটিতে চিনের বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে লিমুজিন এবং যে কোনও ধরনের রাস্তায় চলার উপযোগী গাড়ি তৈরি করবে জাগুয়ার-ল্যান্ড রোভার। গড়ে তোলা হবে একটি গবেষণা কেন্দ্রও। গাড়িগুলি বিক্রি ও বিপণনের দায়িত্বেও থাকবে এই দু’টি সংস্থা।
|
পশ্চিমবঙ্গে পর্যটনের ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে দিল্লি আসছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। বুধবার বণিকসভা ফিকি-র পর্যটন সম্মেলনে তিনি যোগ দেবেন। হলদিয়ায় ‘বেঙ্গল লিড্স’ চলাকালীন তাঁর দিল্লি আসার উদ্দেশ্য হল, পর্যটনের পরিকাঠামো উন্নয়নে বেসরকারি সংস্থাগুলিকে আহ্বান জানানো। রাজ্যের পর্যটন দফতরের সদ্য নিযুক্ত উপদেষ্টা দীনেশ ত্রিবেদী ও সচিব বিক্রম সেনও রাজ্যে পর্যটন ক্ষেত্রের সুযোগ-সুবিধা তুলে ধরবেন। একই মঞ্চে হাজির হচ্ছে গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিও। শিল্প ও বিনিয়োগ টানার প্রতিযোগিতায় এই রাজ্যগুলির থেকে পিছিয়ে থাকা পশ্চিমবঙ্গ পর্যটন ক্ষেত্রে তাদের সঙ্গে কতটা এঁটে উঠতে পারে, সেটাই এখন দেখার।
|
গত বছর স্পেকট্রাম বাতিল হওয়া সংস্থাগুলি আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরিষেবা দিতে পারবে। সোমবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। ১৮ জানুয়ারি সংস্থাগুলির লাইসেন্স বাতিল হওয়ার কথা ছিল। যার পর এ দেশে তারা টেলি পরিষেবা দিতে পারত না। এ দিন ফেব্রুয়ারির ওই তারিখে ফের শুনানি হওয়া পর্যন্ত পরিষেবা বহাল রাখায় সায় দিল শীর্ষ আদালত। ফলে স্বস্তি পাবে সিস্টেমা বা টেলিনরের মতো বিদেশি সংস্থাগুলি।
|
ঘরে বসেই এখন থেকে টেলিকম ভিত্তিক এক বিশেষ প্রযুক্তির মাধ্যমে কৃষি সেচের পাম্প নিয়ন্ত্রণ করা যাবে। বেসরকারি সংস্থা এস কে এন্টারপ্রাইজের উদ্যোগে ওই ‘মোবাইল রিমোট’ প্রযুক্তি রাজ্যের বাজারেও কৃষকরা কিনতে পারবেন।
|
শহরে কাবাবের নয়া চেন ও রেস্তোরাঁ আনতে চলেছে অঙ্কস ফুড প্রোডাক্টস। ২২ জানুয়ারি ডোভার লেন মিউজিক কনফারেন্স-এ আত্মপ্রকাশ করবে ‘ওয়াহ-কাবাব্স’ রেস্তোরাঁটি। বসে খাওয়া ছাড়া, খাবার বাড়ি নিয়ে যাওয়ার সুবিধাও মিলবে। সংস্থারই অন্য রেস্তোরাঁ ‘বিস্ত্রো-ওয়াই’ এই চেনগুলিতে খাবার সরবরাহ করবে। ছ’মাসে মোট ৪২টি চেন খোলার পরিকল্পনা নিয়েছে সংস্থা।
|