সারিতে একের পর এক ভারী ভারী নাম। স্টিভেন স্পিসবার্গের লিঙ্কন। অস্কার জয়ের দৌড়ে ইতিমধ্যেই যার ঝুলিতে ১২টি মনোনয়ন। কম যায় না ক্যাথরিন বিগোলোর জিরো ডার্ক থার্টি বা অ্যাং লি’র লাইফ আফ পাই-ও। অস্কার মনোনয়নের পাল্লায় লিঙ্কনের থেকে মোটে একটা পিছনেই রয়েছে লি’র পাই। শেষমেশ এই সবকে টপকে এ বছরের গোল্ডেন গ্লোব পুরস্কার জিতলেন বেন অ্যাফ্লেক। তাও
আবার একটা নয়, দু’-দুটো। ক’দিন আগে অস্কার দৌড়ে শিকেই ছিঁড়তে পারেননি যিনি।
উপেক্ষিত বেনের আরগো আজ গোল্ডেন গ্লোবের মঞ্চে ছিনিয়ে নিল একই সঙ্গে সেরা ছবি ও সেরা পরিচালনার তকমা। আর অস্কারে ‘স্পটলাইট’ যাদের দিকে, সেই লিঙ্কন আর জিরো ডার্ক থার্টি পেয়েছে সাকুল্যে একটি করে গ্লোব। লিঙ্কনের জন্য শ্রেষ্ট অভিনেতা হয়েছেন ড্যানিয়েল লিউইস। আর জিরোর জেসিকা চাসটেন জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। |
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেন অ্যাফ্লেক, গ্রান্ট হেসলভ ও জর্জ ক্লুনি। ছবি: এ এফ পি |
তবে সব চেয়ে বেশি সংখ্যায় গ্লোব যার ঝুলিতে, তা হল লে মিজারেবল। কমেডি/মিউজিকাল ছবির বিভাগে সেরা ছবি, ওই বিভাগেই সেরা অভিনেতা ও সেরা সহ অভিনেত্রীর পালক এর মুকুটে। লে মিজারেবল-এর সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল যার, সেই সিলভার লাইনিংস প্লেবয়ের ভাগ্যে গোল্ডেন গ্লোব জুটেছে মোটে একটাই।
সোনালি সন্ধ্যার প্রথম পুরস্কারটি জিতে নিয়েছে কুয়েনটিন টারানটিও’র ডিজাংগো আনচেইনড। পুরস্কার জিতেছে লি’র লাইফ অফ পাই-ও। তবে এর ঝুলিতেও গ্লোব সেই একটাই। সেরা আবহ সঙ্গীতের জন্য।
সেরা গান অ্যাডেলের স্কাইফল। সারা জীবনের অবদানের জন্য এ বার গোল্ডেন গ্লোব দেওয়া হল অভিনেতা জোডি ফস্টারকে।
|
|
|
মুম্বইয়ের এক অনুষ্ঠানে মুখোমুখি লতা মঙ্গেশকর এবং নিতা অম্বানী। ছবি: পি টি আই |
|
|