টুকরো খবর |
তার চুরি, আরপিএফের হেফাজতে ধৃত পাঁচ জন
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
রেলের তার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত পাঁচ দুষ্কৃতীকে সোমবার বোলপুর এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক ধৃতদের ৫ দিন রেলসুরক্ষা বাহিনীর হেফাজতে রাখার নির্দেশ দেন। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনের সাঁইথিয়া-রামপুরহাটের মধ্যে বৈদ্যুতিক ট্রেন চালানোর জন্য বিদ্যুতের কাজ শুরু হয় গত নভেম্বর মাসে। কাজ শুরুর আগেই ওই মাসে বিদ্যুদয়নের জন্য আনা তার চুরি যায়। তল্লাশি চললেও দুষ্কৃতীরা তো ধরা পড়েনি, উদ্ধার হয়নি চুরি যাওয়া তারও। এর মধ্যে গত ২২ ও ২৮ ডিসেম্বর ফের তার চুরি হয়। এর পরেই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ। দুষ্কৃতীদের ধরতে স্থানীয় রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সঙ্গে সাঁইথিয়ায় ঘাঁটি গাড়েন ওই বাহিনীর সিআইডি হেডকোয়ার্টার (কলকাতা) ও হাওড়া ২ ডিভিশনের অফিসাররা। তাঁদের ঘাঁটি গাড়ার পরেও গত ৮ জানুয়ারি ফের চুরি হয়। শেষ পর্যন্ত শনি ও রবিবার তল্লাশি চালিয়ে প্রেমলাল চৌধুরী, সুভাষ বাগদি, ছোটন অঙ্কুর, সঞ্জীত বাগদি ও বুদ্ধরাম সাউ ওরফে লোহা সিংকে গ্রেফতার করে। উদ্ধার হয়েছে ৮০০-৯০০ মিটার তার।
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
এলাকার অসংগঠিত শ্রমিকেরা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা কী ভাবে পেতে পারেন, এই বিষয়ে গত বৃহস্পতিবার নলহাটি পুরসভার সভাকক্ষে একটি আলোচনা শিবির হল। ছিলেন রামপুরহাট মহকুমার সহকারী শ্রম কমিশনার অসিতবরণ রায়, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, পুরপ্রধান-সহ বহু বিশিষ্ট মানুষ। অসিতবাবু জানান, নির্মাণ শ্রমিক-সহ অন্য শ্রমিকদের সরকারি ভবিষ্যতনিধি প্রকল্প, সামাজিক সুরক্ষা প্রকল্পের মতো নানা আর্থিক সুবিধা যাতে পেতে পারেন তার জন্য এই শিবিরের আয়োজন করা হয়।” শিবিরে উপস্থিত শ্রমিকদের আবেদনপত্র বিলি করা হয়।
|
ফের সাক্ষ্যগ্রহণ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রেণু সরকার হত্যা মামলায় চতুর্থ দফার সাক্ষ্যের জন্য দিন ধার্য করল বোলপুর ফাস্ট ট্র্যাক আদালত। সরকার পক্ষের আইনজীবী তপনকুমার দে বলেন, “১১-১৪ ফেব্রুয়ারি এবং ১৮, ১৯, ২১, ২২ ফেব্রুয়ারি চতুর্থ দফা সাক্ষ্যগ্রহণ শুরু হবে।” অন্যতম অভিযুক্ত উজ্জ্বল তপাদারের আইনজীবী মামলার দ্রুত বিচারের আর্জি জানান। গত বছর ১৪ জানুয়ারি শান্তিনিকেতনের বাড়িতে খুন হন রেণু সরকার। তিন জন ধরা পড়ে। মূল অভিযুক্ত মঙ্গল সাহানি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালানোয় সাক্ষ্যগ্রহণ বন্ধ ছিল। সিআইডি ১৫ ডিসেম্বর তাকে চেন্নাই থেকে ধরে। এ দিন তাকে বোলপুর আদালতে তোলা হয়।
|
মাজারে মেলা
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
পৌষ সংক্রান্তির দিন মাড়গ্রাম থানার কয়েম্বা গ্রাম সংলগ্ন বাবা কালু পীর সাহেবের মাজারে চাদর চড়ানোর পাশাপাশি পঙ্ক্তি ভোজ হয়েছে সোমবার। রীতি মেনেই দীর্ঘদিন ধরে স্থানীয় নওজয়ান সঙ্ঘের পরিচালনায় এই দিনেই পঙ্ক্তি ভোজ হয়ে আসছে। সঙ্ঘের সম্পাদক কামাল খান বলেন, “এই উপলক্ষে আগামী পাঁচ দিন এলাকায় মেলা বসে যায়। সার্কাস-সহ বিভিন্ন রকমের পসরা নিয়ে হাজির হন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
|
স্কুলের শতবর্ষ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট থানার চিতুরী গ্রামের জুনিয়র হাইস্কুলের শতবর্ষ উপলক্ষে শনিবার শ্রী রামকৃষ্ণ, সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের সুসজ্জিত প্রতিকৃতি-সহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম ঘোরে। শতবর্ষ উদ্যাপন কমিটির সদস্যরা জানান, বছরভর সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়ানুষ্ঠানের মাধ্যমে স্কুলের শতবর্ষ উদ্যাপন করা হবে।
|
পুড়ে মৃত্যু বধূর
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানায়, মৃতার নাম ঝুমা ফুলমালি (২১)। বাড়ি নলহাটি থানার নাকপুরে। রবিবার সন্ধ্যায় গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। রাতে তাঁর মৃত্যু হয়।
|
অস্ত্র সহ-ধৃত |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ রেজাউল। বাড়ি লাভপুর থানা এলাকার হাতিয়া গ্রামে। সোমবার ভোরে দুবরাজপুর থানা এলাকার খণ্ডগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়েছে। দুবরাজপুর আদালতে তোলা হলে ধৃতের চার দিন পুলিশি হেফাজত হয়।
|
দুর্ঘটনায় মৃত্যু |
সোমবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শিশির দত্ত (৪২)। বাড়ি পুরুলিয়ার পুঞ্চার ধাদকি গ্রামে। |
|