টুকরো খবর
বরখাস্ত বালুচিস্তানের সরকার
বিস্ফোরণে প্রায় ১০০ জন নিহত হওয়ার ঘটনায় বালুচিস্তান সরকারকে বরখাস্ত করে সেখানে গভর্নরের শাসন জারি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফ। গত বৃহস্পতিবার বালুচিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে ১০০ জনের নিহত হওয়ার পাশাপাশি জখম হয়েছিলেন ১২০ জনেরও বেশি। এর পরেই বালুচিস্তানের সরকারকে বরখাস্ত করার দাবিতে নিহতদের দেহ নিয়ে রাস্তায় নামেন তাঁদের আত্মীয়-স্বজনরা। সঙ্গে ছিলেন বহু সাধারণ মানুষও। দাবি না পূরণ হওয়া পর্যন্ত মৃতদেহের শেষ কাজ না করারও হুমকি দেন নিহতদের আত্মীয়রা। এর পরেই বালুচিস্তান সরকারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সীমান্ত সমস্যা নেই: হাসিনা
ভারতের সঙ্গে সীমান্ত-বিরোধ প্রায় মিটিয়েই ফেলেছে বাংলাদেশ। রাশিয়া সফরে যাওয়ার আগে সে দেশের সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এই দাবি করেন। তাঁর বক্তব্য, “শেখ মুজিবুর রহমান সকলের সঙ্গে সৌহার্দ্যের নীতির কথা বলতেন। সেই পথে চলেই বাংলাদেশ সব চেয়ে বেশি গুরুত্ব দেয় শান্তি, প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা ও আলোচনার উপরে। এর ফলেই ভারতের সঙ্গে সীমান্তসমস্যা এখন নেই বললেই চলে।” বাংলাদেশের চার দশকের ইতিহাসে এই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান রাশিয়া সফরে যাচ্ছেন। আন্তর্জাতিক সম্পর্ক প্রসারের প্রসঙ্গে হাসিনা উল্লেখ করেন, “দীর্ঘদিনের নীরবতা ভেঙে দুই পড়শি দেশ, নেপাল ও ভুটানের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক এখন যথেষ্ট বন্ধুত্বপূর্ণ।”

ভিসা মিলবে ওয়াঘা সীমান্তে
৬৫ বছরের বেশি বয়সি পাকিস্তানিদের ভিসা দেওয়া হবে ওয়াঘা সীমান্তে। ১৫ জানুয়ারি শুরু হবে এই কাজ। গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে ভিসা চুক্তি হয়। সোমবার ভারতীয় হাই কমিশন একটি  বিবৃতিতে জানিয়েছে, চুক্তি অনুযায়ী ওয়াঘা-আটারি সীমান্তে ৬৫ বছরের বেশি বয়সি পাকিস্তানিদের ভিসা দেওয়া হবে। ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হবে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.