|
|
|
|
টুকরো খবর |
ব্যান্ড থেকে বাঁধাকপি, কী নেই সংস্কৃতি উৎসবে
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
ধাত্রীগ্রামে উৎসবে আদিবাসী নৃত্য। —নিজস্ব চিত্র। |
বর্ধমান জেলা লোক সংস্কৃতি উৎসব এবং ধাত্রীগ্রাম উৎসব শুরু হল কালনায়। রবিবার সন্ধ্যা থেকে কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে ওই অনুষ্ঠান শুরু হয়েছে। এ দিন এই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। ছিল আদিবাসী নৃত্য, গোর্খা নৃত্য, রণ-পা, ব্যান্ডের অনুষ্ঠান ইত্যাদি। পশ্চিমবঙ্গ লোক সংস্কৃতি ও আদিবাসী কেন্দ্রের উদ্যোগে এবং বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় এ দিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিনেত্রী দেবশ্রী রায়। অনুষ্ঠান উপলক্ষে উচ্চবিদ্যালয়ের মাঠে সব্জির প্রদর্শনী-সহ বিভিন্ন স্টল খোলা হয়েছে। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরও স্টল দিয়েছে উৎসবে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির, ভূমি, বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ সোমবার স্টলটি ঘুরে দেখেন। তিনি বলেন, “দেশের বিভিন্ন রাজ্যের ১১৬ জন শিল্পী এখানে তাঁদের কাজ তুলে ধরবেন। ধাত্রীগ্রাম উৎসব এ বারই প্রথম শুরু হল। আশা করছি, মানুষের ভাল লাগবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ লোক সংস্কৃতি ও আদিবাসী কেন্দ্রের সচিব মতিলাল কিস্কু, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মুনমুন হোড়, পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, উৎসব চলবে টানা চার দিন ধরে।
|
অস্ত্রের কোপে নিহত যুবক
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
ধারালো অস্ত্রের কোপে খুন হলেন এক যুবক। পূর্বস্থলী ২ ব্লকের পিলা পঞ্চায়েতের বিবিরতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম আতর আলি মণ্ডল (৩৫)। বাড়ি স্থানীয় নিমদহ পঞ্চায়েতের হরিশপুর গ্রামে। এই ঘটনায় পুলিশ সিরাজ মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করেছে। তাঁর বাড়ি স্থানীয় হাঁপানিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে এগারটা নাগাদ সাইকেল চেপে আতর আলি বাড়ি ফিরছিলেন। বিবিরতলায় একটি সারের দোকানের সামনে দুষ্কৃতীরা তাঁকে আক্রমণ করে। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “ধৃত যুবকের কাছ থেকে নাইন এমএম পিস্তলের একটি অংশ উদ্ধার হয়েছে। নিহত যুবকের বিরুদ্ধেও নানা সমাজবিরোধীমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।” প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, সমাজবিরোধীদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। |
|
|
|
|
|