টুকরো খবর |
মেলায় মাটি পরীক্ষাগার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
পানাগড়ে কৃষিমেলা।—নিজস্ব চিত্র। |
কৃষকদের বিভিন্ন ধরণের সুবিধা দিতে কাঁকসা থানার পানাগড়ে শুরু হল কৃষি মেলা। মেলায় বিভিন্ন ব্লক থেকে চাষিরা এসে নিজেদের উৎপাদিত সামগ্রী নিয়ে স্টল সাজিয়েছেন। সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মিত্র সঙ্ঘ ময়দানে এই মেলার উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। ছিলেন আসানসোল দুর্র্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান নিখিল বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক আয়েষারানি, গলসির বিধায়ক সুনীল মণ্ডল ও কৃষি দফতরের আধিকারিকরা। মেলা চলবে বুধবার পর্যন্ত।কৃষিমন্ত্রী জানান, কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে চাষিদের সেচ পাম্পের ইঞ্জিন বৈদ্যুতীকরণ করতে বা হ্যান্ডট্রাক্টর কিনতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগারে মাটি পরীক্ষা করার সুযোগ মিলছে চাষিদের। তিনি আরও জানান, দক্ষিণ দামোদর এলাকার চাষিরা সুগন্ধি চাল উৎপাদন করে লাভবান হচ্ছেন।
|
সাধারণ সভা
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
ইস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা আয়োজিত হল অন্ডালের চিত্তরঞ্জন ইনস্টটিউশনে। তাঁদের মূল সংগঠন এআইসিসিটিইউ-এর নেতা এমএন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রবি সেনকে সম্পাদক করে ১৭ জনের কমিটি তৈরি করা হয়। পূর্ব রেলের চারটি বিভাগ থেকে ১৫০ জন প্রতিনিধি যোগ দেয়।
|
বোর্ড গঠন হয়নি, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্কুলের পরিচালন সমিতি গঠনে সরকারি প্রতিনিধি না পাঠানোর অভিযোগে সোমবার আসানসোল স্কুল পরিদর্শকের কার্যালয়ে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দলের বর্ধমান জেলা সম্পাদক তথা আসানসোলের মেয়র পারিষদ রবিউল ইসলামের অভিযোগ, ১৫ দিন আগে আসানসোলের বালবোধন স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে কংগ্রেস প্রভাবিত ৬ জন অভিভাবক প্রতিনিধি জেতেন। সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা ছ’টি আসনেই তৃণমূল প্রভাবিত প্রতিনিধিদের হারিয়ে দেন। তাঁদের দাবি, স্কুল পরিদর্শকের পক্ষ থেকে দু’জন সরকারি প্রতিনিধি এখনও পাঠানো হয়নি। তাই এখনও স্কুলের পরিচালন সমিতি গঠন করতে পারছেন না তারা। রবিউলবাবু বলেন, “কংগ্রেসের অভিভাবক প্রতিনিধিরা জেতায় আমাদের সঙ্গে চক্রান্ত করে সরকারি প্রতিনিধি পাঠানো হচ্ছে না।” সোমবার এই অভিযোগে বেশ কিছুক্ষণ স্কুল পরিদর্শকের কার্যালয়ে বিক্ষোভ ও ঘেরাও চলে। আসানসোলের সহকারি স্কুল পরিদর্শক অজিত হাজরা জানান, যত দ্রুত সম্ভব সরকারি প্রতিনিধি পাঠানো হবে। এর পরেই বিক্ষোভ উঠে যায়।
|
ক্যানালে দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দামোদরের ক্যানাল থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুর্গাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রমেন বিশ্বাস (৬০)। তিনি দুর্গাপুর স্টেশন এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক সন্দেহ, ক্যানালে স্নান করতে গিয়ে কোনও ভাবে জলে ডুবে যান রমেনবাবু।
|
বসবে চেকপোস্ট
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
বর্ধমান এবং বীরভূমে আন্তঃজেলা চোরা কারবার আটকাতে পাণ্ডবেশ্বরে একটি বৈঠকের আয়োজন করে আসানসোল-দুর্গাপুর পুলিশ। দুই জেলার পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে ঠিক হয়, পাণ্ডবেশ্বর-সহ নানা এলাকার সেতুগুলিতে কড়া নজরদারির জন্য চেকপোস্ট বসানো হবে।
|
জিতল ইসমাইল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রতিমা সঙ্ঘ আয়োজিত ক্রিকেটে সোমবারের খেলায় বিজয়ী হল আরডিএক্স। ইসমাইল মধ্যপাড়া মাঠে তারা অ্যাপেক্স একাদশকে ৬ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে অ্যাপেক্স সব উইকেট হারিয়ে ১২২ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আরডিএক্স।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সুকুমার রায়ের ১২৫ তম জন্ম দিন এবং হেমাঙ্গ বিশ্বাসের জন্মের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল আসানসোল সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশ। সুকুমার রায়ের ‘অবাক জলপান’, কবির ছড়া এবং জীবন দর্শন নিয়ে আলোচনা করেন সত্যদেব বক্সী, শীতল গঙ্গোপাধ্যায়। সুকুমার রায়ের কবিতা ও হেমাঙ্গ বিশ্বাসের গান পরিবেশন করেন মাধব অধিকারী এবং অভিজিৎ ঘোষ।
|
ক্যামেরা চলছে, হতাশ বইচোর |
|
বামদিকে, মেলায় চলছে পিঠে কেনা। ডানদিকে, লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
ছবি দু’টি তুলেছেন শৈলেন সরকার। |
সাবধান ক্যামেরা চলছে: এ বার বইমেলার মাঠে নাকি হাত ধরাধরি করে বইয়ের স্টলে ঘুরতে ভয় পাচ্ছেন কলেজের ছাত্রছাত্রীরা। কেন? গোপন ক্যামেরা আছে যে। উদোক্তারা বুঝিয়ে দিয়েছেন, এবার কোনও রকম বেয়াদপি চলবে না। ফি বছর বইচুরি, মোবাইল চুরি আর নানা উৎপাত সামলাতে হিমসিম খেতে হয়েছে তাঁদের। এসব সামলাতে এবারে পাকাপাকি ব্যবস্থা। দিল্লি, বারাসাত বা পার্কস্ট্রিট কান্ড এখনও সতেজ। তাই মেলার মাঠে ঢুকলেই শোনা যাচ্ছে ‘সাবধান ক্যামেরা চলছে।’ বইপিঠে: বই কিনুন বা না কিনুন মেলার মাঠে এলে যে পৌষের পিঠেপুলি পাওয়া যায় জানতেন না কেউই। মাঠে ঢুকতেই বাটি ভর্তি মুগপলুই, পাটিসাপ্টা ও গোবিন্দ ভোগ চালের পায়েস এগিয়ে দিচ্ছেন কয়েকজন যুবক। বাংলার লোকসংস্কৃতি নাকি হারিয়ে যাচ্ছে। তাই ঘরে ঘরে এখন ‘জাঙ্কফুডে’র রমরমা। তাই গ্রাম বাংলার খাদ্য রস রসিকদের মধ্যে হাজির করানোর এই ব্রত নিয়েছেন প্রেস ক্লাবের ওই যুবকেরা।
|
কোথায় কী
দুর্গাপুর
বিবেক মেলা। চতুরঙ্গ পুজো ময়দান। বিকাল ৪টা।
উদ্যোগ: স্বামী বিবেকানন্দ সার্ধ শতবর্ষ জন্মোৎসব উদযাপন কমিটি।
ক্রিকেট প্রতিযোগিতা। ওল্ড জিটি টাইপ মাঠ। দুপুর ২টা।
উদ্যোগ: গৌরীবালা মেমোরিয়াল ক্রিকেট টুর্ণামেন্ট কমিটি।
চিত্র প্রদর্শণী ও শিবির। সৃজনী প্রেক্ষাগৃহের সামনে।
দুপুর ১২টা থেকে বিকাল ৪টা।
উদ্যোগ: দুর্গাপুর আর্টিস্ট সার্কেল। |
|