\


 
মুম্বইয়ে উচ্ছেদ অভিযান
হকারের মৃত্যুতে বদলি বিতর্কিত পুলিশকর্তা
মাঝ রাতে শহরের বিভিন্ন পানশালা আর রেস্তোরাঁয় হানা দিয়ে গত বছরই বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম। এ বার হকার উচ্ছেদ অভিযান ও তার জেরে এক হকারের মৃত্যুকে কেন্দ্র করে বদলি হতে হল মুম্বই পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বসন্ত ধোবলেকে।
পুলিশ জানিয়েছে, গত কাল সন্ধেবেলায় সান্তাক্রুজ এলাকায় দলবল নিয়ে হকার উচ্ছেদ অভিযানে গিয়েছিলেন বসন্ত ধোবলে। বিষয়টি আঁচ করে তখনকার মতো দো কানপাট গুটিয়ে হকাররা চলেও যান। কিন্তু পুলিশের টহলদারি দল ফিরে যাওয়ার পরে তাঁরা আবার ফিরে আসেন। হকাররা ফিরে আসতে পারেন, এমন আঁচ করে সেই জায়গায় ফিরে আসেন ধোবলেও। ব্যস, তখনই ছুটোছুটি শুরু হয়ে যায় হকারদের মধ্যে। হুড়োহুড়ির মধ্যেই হৃদ্রোগে আক্রান্ত হন মদন জয়সওয়াল নামে এক হকার। তাঁর বয়স চল্লিশের কোঠায়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও মদনবাবুর ছেলের অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে তাঁর বাবা পড়ে যান, তার পরই তাঁর মৃত্যু হয়। যদিও হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মদন জয়সওয়ালের দেহের বাইরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। মদনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভাকোলা থানার সামনে জড়ো হন প্রচুর হকার। তাঁদের দাবি ছিল, অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে এসিপি ধোবলের বিরুদ্ধে।
এর মধ্যেই নড়েচড়ে বসেছে প্রশাসনও। গোটা ঘটনার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ধোবলের বদলিরও ব্যবস্থা করা হয়েছে। তাঁকে পশ্চিম শহরতলির ভাকোলা শাখা থেকে দক্ষিণ মুম্বইয়ের পুলিশ কন্ট্রোল রুমে সরানো হয়েছে। যাঁর বিরুদ্ধে অভিযোগের তির, সেই ধোবলে কিন্তু জানিয়েছেন, অভিযানের পুরো সময়টা তিনি গাড়িতেই বসে ছিলেন। ফলে ওই হকারের মৃত্যু কী ভাবে হয়েছে, তা তাঁর জানা নেই। পুলিশের একাংশেরও বক্তব্য, উচ্ছেদ অভিযান চলাকালীন ধোবলে কোনও রকম কঠোর পদক্ষেপ করেননি।
তবে ধোবলের বিরুদ্ধে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ প্রিয়া দত্ত। তাঁর বক্তব্য, ধোবলের মতো কিছু মানুষের জন্যই গোটা পুলিশ বাহিনীর সম্মানহানি হয়। ওই হকারের মৃত্যুতে ধোবলের ভূমিকার কড়া সমালোচনা করে প্রিয়া একটি টিভি চ্যানেলের সাংবাদিকদের বলেছেন, “যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এক জন অফিসার আইনের ধার ধারছেন না, উল্টে নিজেই আইন তৈরি করছেন। মুম্বই পুলিশকে আমি শ্রদ্ধা করি।
কিন্তু কখনও পুলিশে এমন কেউ কেউ যোগ দেন, যাঁদের জন্য গোটা বাহিনীর নাম খারাপ হয়।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.