মমতার শপথ
স্বামীজিও দলতন্ত্রের অস্ত্র, সরব বিরোধীরা
স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের মধ্যে দিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলতন্ত্র কায়েম করছেন বলে অভিযোগ করলেন বিরোধীরা।
স্বামী বিবেকানন্দের ১৫১তম জন্মদিন উপলক্ষে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব যুব উৎসবের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শপথবাক্য পাঠ করান। সেই শপথে মমতা বলেন, “আমাদের দেশের গর্ব, আমাদের ছাত্র ও যৌবন, উন্নততর মানুষ তৈরি করাই আমাদের প্রথম লক্ষ্য। সৎ, আদর্শবান, নির্ভীক, পরোপকারী যৌবনই হোক আমাদের দেশের মেরুদণ্ড। দেশ ও মানুষের কল্যাণই হোক আমদের ধর্ম। মা-মাটি-মানুষকে শ্রদ্ধা জাননো আমাদের কর্ম।” মুখ্যমন্ত্রী এই ‘মা-মাটি-মানুষ’ বলায় কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব একযোগে সমালোচনায় সরব হন।
কংগ্রেস নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সির প্রতিক্রিয়া, “একটা বিশেষ সরকারি অনুষ্ঠানেও দলের কথা বলে উনি (মুখ্যমন্ত্রী) প্রমাণ করলেন, দলতন্ত্রকে উনি কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন!” প্রায় একই ভাবে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংসদ শ্যামল চক্রবর্তী বলেন, “ওঁর মাথার মধ্যে সব সময়েই দলীয় স্লোগান ও কথাবার্তাই ঘুরছে। অন্য ভাবনা নেই। তাই কখনও রবীন্দ্রনাথ, কখনও বিবেকানন্দের কথার মধ্যে তিনি দলের কথাও অবলীলায় ব্যবহার করছেন। একে দলতন্ত্র ছাড়া আর কী বলা যায়?” দলের রাজ্য সম্পাদকণ্ডলীর সদস্য মহম্মদ সেলিমও বলেন, “সরকারি বা সামাজিক অনুষ্ঠানকে তৃণমূলের দলীয় অনুষ্ঠানে পরিণত করা ওঁর অভ্যাস হয়ে গিয়েছে। বিবেকানন্দের চিন্তা ও শিক্ষার মধ্যে অনেক কথা ছিল, যা শপথে ব্যবহার করা যায়। তা না করে উনি যা করেছেন, তা নিন্দনীয়।” তবে রাজ্যের সদ্য নিযুক্ত মুখপাত্র ও রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের সমালোচনাকে পাত্তাই দেননি। পার্থবাবুর পাল্টা প্রশ্ন, “মা-মাটি-মানুষ বলায় কোনও অন্যায় হয়েছে কি?’’ তাঁর ব্যাখ্যা, “স্বামীজির জন্মদিনে মমতা আমাদের শপথবাক্য পাঠ করিয়েছেন। মুখ্যমন্ত্রী বা আমরা মা-মাটি-মানুষের প্রতিই উৎসর্গীকৃত। আমাদের শপথ মা-মাটি-মানুষের সেবা করা। মমতার সমালোচকরা কি মা-মাটি মানুষকে বিশ্বাস করেন না?” শাসকদলের নেতৃত্বের একাংশের বক্তব্য, মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ করানো নিয়ে সমালোচনা করে বিরোধী নেতা-নেত্রীরা নিজেদেরই হাস্যাস্পদ করেছেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.