অভিযোগ ওঠার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা বন্ধ ঢেকলা পাড়া চা বাগানের শ্রমিকদের সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা করতে তৎপর হলেন কর্তৃপক্ষ। ঠিক মতো চিকিৎসা মিলছে না অভিযোগ পেয়ে বুধবার তাঁদের দেখতে হাসপাতালে যান রাজ্য স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। তার আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নির্দেশে হাসপাতালে গিয়ে ওই রোগীদের ২টি করে কম্বল, চাদর, ফল, শুকনো খাবার দিয়ে আসেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা, পূর্ত বিভাগের মেয়র পারিষদ কৃষ্ণ পাল এবং তৃণমূল নেতা মিলন দত্তরা। রোগীদের যাঁরা বাগান থেকে নিয়ে এসেছিলেন তাঁদের অন্যতম শ্যামলাল মোদী জানান, এ দিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ফোন করে কথা বলেছেন। কলকাতা থেকে ফিরে তিনি রোগীদের এবং পরিবারের লোকদের সঙ্গে দেখা করবেন, সমস্যা মেটাতে সমস্ত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। এ দিন সুপার সব্যসাচী দাস ওই রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছেন। রুদ্রবাবু বলেন, “যে রোগীরা চলে গিয়েছেন তাঁদের ফের আনা হবে। যে ওষুধ বা পরিষেবাই দরকার হোক সেই ব্যবস্থা হবে।”
|
রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতালের দাবিতে আজ, বৃহস্পতিবার কলকাতায় রাস্তায় নামছে কংগ্রেস। রাজ্য থেকে লোক এনে জমায়েত এবং প্রয়োজনে আইন অমান্যের কর্মসূচি রয়েছে তাদের। ‘মহাকরণ অভিযান’ নামে কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে রাজ্যের চলতি উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়ায় বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। কারণ, সাম্প্রতিক কালে জমি দিতে অনিচ্ছুকদের সামনে রেখে রাজ্য-রাজনীতিতে নানা আন্দোলন হয়েছে। কংগ্রেসের আজকের আন্দোলন জমি দিতে ইচ্ছুকদের নিয়ে। আন্দোলনের মূল হোতা রায়গঞ্জের কংগ্রেস সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। তিনি বুধবার জানান, রায়গঞ্জে এইমসের জন্য জমি দিতে ইচ্ছুকরা কাল জমির দলিল এবং ইচ্ছার প্রমাণপত্র নিয়ে কংগ্রেসের কর্মসূচিতে সামিল হবেন। তাঁর কথায়, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই রাজ্য সরকার রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরির ব্যাপারে টালবাহানা করছে। আমরা লড়াই করে দাবি আদায় করবই।” প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানান, রানি রাসমণি অ্যাভিনিউ, ফিয়ার্স লেন এবং ব্র্যাবোর্ন রোডে জমায়েত হবে। তার মধ্যে কেবল রানি রাসমণি অ্যাভিনিউয়ে জমায়েতে পুলিশ তাঁদের অনুমতি দিয়েছে। কিন্তু পুলিশের অনুমতি না পেলেও অন্য দুই জায়গার কর্মসূচি থেকে তাঁরা সরে আসবেন না। |