আজ কংগ্রেসের মহাকরণ অভিযান |
আজ কংগ্রেসের মহাকরণ অভিযান। রায়গঞ্জে এইমসের দাবিতে মূলত এই অভিযান মিছিল। এ ছাড়াও রাজ্যে বাড়তে থাকা ধর্ষণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সরকারের উদাসিনতা এবং নারি নিরাপত্তার দাবি-সহ বেশ কিছু দাবিতে এই অভিযান। প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা মানস ভুঁইয়া ও কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি এই মহাকরণ অভিযানের নেতৃত্ব দিয়েছেন। অভিযানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি পুত্র অভিজিত্ মুখোপাধ্যায়। ব্র্যাবোর্ন রোডের মিছিলের নেতৃত্বে ছিলেন মানস ভুঁইয়া, ফিয়ার্স লেন থেকে অপর একটি মিছিলে যোগ দিয়েছিলেন হাজার হাজার কংগ্রেস কর্মী-সমর্থক। ফিয়ার্স লেনে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখিন হন বলে অভিযোগ জানান দীপা দাশমুন্সি। যে কোনও রকম বাধার মোকাবিলা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তাঁরা। তবে এই অভিযান ঘিরে পুলিশ প্রশাসনও একই সঙ্গে কড়া প্রস্তুতি নিয়েছিল। অভিযানে সামিল ৩০ জন কংগ্রেস কর্মী-সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
|
আশুতোষ কলেজে গণ্ডগোল, আক্রান্ত ২ এসএফআই কর্মী |
আশুতোষ কলেজে এসএফআই ও টিএমসিপি-র মধ্যে গণ্ডগোলের জেরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। তর্কাতর্কি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠনের সমর্থকেরা। এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই এসএফআই সমর্থক। চিকিত্সার জন্য তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের উপস্থিতিতেই টিএমসিপি-র ছাত্ররা তাদের উপর চড়াও হয় এবং মারধোর করে বলে অভিযোগ এসএফআই-এর।
|
চলন্ত বাসে ছাত্রির শ্লীলতাহানি, অবরোধ রাজাবাজারে |
দিল্লি ধর্ষণ কাণ্ডের ক্ষত এখনও টাটকা। এর মধ্যেই আবার চলন্ত বাসে শ্লীলতাহানির ঘটনা ঘটল কলকাতায়। তাও দিনের আলোয়, দুপুর আড়াইটে নাগাদ। চলন্ত বাসে দীর্ঘক্ষণ ধরে এক মদ্যপ যুবক রাজাবাজার সায়েন্স কলেজের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করছিল। প্রতিবাদ করে ফল হয়নি। বাসের কন্ডাক্টর বা অন্য যাত্রিদের থেকেও কোনও সাহায্য মেলেনি বলে অভিযোগ। বাধ্য হয়ে চলন্ত বাস থেকে ঝাঁপ দেন ওই ছাত্রী। রাজাবাজার সায়েন্স কলেজে পৌঁছে সংজ্ঞা হারান তিনি। এই ঘটনার প্রতিবাদে রাজাবাজার সায়েন্স কলেজের ছাত্রছাত্রীরা কলেজ সংলগ্ন রাস্তা অবরোধ করে। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এই ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
|
উদ্ধার কোটি টাকার অষ্টধাতুর মূর্তি, গ্রেফতার ৬ |
উত্তরপ্রদেশের হরদৈয়ে খোয়া গিয়েছিল কোটি টাকা মূল্যের রাধা-কৃষ্ণের অষ্টধাতুর মূর্তি। অবশেষে ধরা পড়ল মূর্তি চুরির ৬ পাণ্ডা, খোঁজ মিলল খোয়া যাওয়া তিনটি অষ্টধাতুর মূর্তিরও। উত্তরপ্রদেশের কাশিমপুরের কাছে একটি কুঁড়ে ঘর থেকে ছয় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ, সেই সঙ্গে উদ্ধার হয় তিনটি অষ্টধাতুর মূর্তি। বিদেশে চোরাচালানের উদ্দেশ্যে এগুলি চুরি করা হয়েছিল বলে পুলিশের অনুমান। কোনও বড় আন্তর্জাতিক চোরাচালান চক্র এর পেছনে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। |