টুকরো খবর
বধূ খুনের নালিশ, ধৃত স্বামী-শাশুড়ি
বধূ খুনের অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম স্বপন রজক ও মজ্ঞু রজক। নিতুড়িয়া থানার শালতোড় উপরডাঙা গ্রামে তাঁদের বাড়ি। মৃতার নাম অমিতা রজক (২০)। মঙ্গলবার রাতে অভিযুক্তদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁদের রঘুনাথপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় বাড়িতে অগ্নিদগ্ধ হন ওই বধূ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় আসানসোল মহকুমা হাসপাতালে। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। বলরামপুরের কানা গ্রামে ওই বধূর বাপের বাড়ি। মাস আটেক আগে তাঁর বিয়ে হয়। অমিতার মৃত্যুর পরে তাঁর বাবা তরুণ রজক জামাই ও বেয়াই-বেয়ানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশের কাছে তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপরে অত্যাচার করতেন শ্বশুরবাড়ির লোকজন। তাঁরাই.পরিকল্পনা মাফিক অমিতাকে খুন করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বধূর শ্বশুর পালিয়েছে। এ দিন আদালতে ধৃতেরা দাবি করেন, বাড়িতে রান্না করার সময় ওই বধূ অগ্নিদগ্ধ হন। এখন তাঁদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।

ধান কেনার দাবিতে অবরোধ
অবরোধে আটকে যানবাহন। —নিজস্ব চিত্র।
ধান কেনার কাজে গতি আনার দাবিতে কৃষকসভা বুধবার পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে। মঙ্গলবার বামফ্রন্টের জেলা নেতৃত্বও সাংবাদিক বৈঠকে একই দাবি করে। কৃষকসভার জেলা সম্পাদক কাশীনাথ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “অবিলম্বে ধান কেনার কাজে গতি আনতে হবে। সেই দাবিতে এ দিন জেলার ৬০টি জায়গায় আমরা অবরোধ করেছি।” মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়া জেলা সিপিএম কাযার্লয়ে সাংবাদিক বৈঠকে জেলা বামফ্রন্টের আহ্বায়ক মণীন্দ্র গোপ বলেন, “এমনিতেই এখন কৃষকেরা ফসলের দাম পাচ্ছেন না। তার উপর ধানের দাম না পেলে চাষিরা চাষে উৎসাহ হারাবেন। তাই আমাদের দাবি, প্রতিটি পঞ্চায়েতে ধান কেনার কেন্দ্র খুলতে হবে।” তাঁর সঙ্গে ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক নরহরি মাহাতো, আরএসপির জেলা সম্পাদক অত্রি চৌধুরী, সিপিআইয়ের জেলা সম্পাদক ভক্তিপদ মাহাতো প্রমুখ। তাঁরা আত্মসমর্পণকারী মাওবাদীদের হোমগার্ড পদে চাকরি দেওয়ার বিরোধিতা করেন। জেলায় কলেজগুলিতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সে জন্য তাঁরা জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

দুর্ঘটনায় মৃত্যু প্রৌঢ়ের
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। পুলিশ জানিয়েছে মৃতের নাম নন্দলাল মাজি (৫৫)। বাড়ি নিতুড়িয়া থানার বড়তোড়িয়া গ্রামে। বুধবার সকালে সড়বড়ি মোড়ে বাজার সেরে বাড়ি ফেরার পথে গ্রামের কাছেই পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। তিনি গুরুতর জখম হন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হারমাড্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। পরে সেখান থেকে তাঁকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পথেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, মোটরবাইকটি আটক করা হয়েছে। অন্য দিকে, বাস উল্টে জখম হলেন ১৮ জন যাত্রী। বুধবার বিকেলে বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, ওন্দা থানার রামসাগর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি বাঁকুড়া থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। বাসিন্দারা বাসের ভিতর থেকে আহত ১৮ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় রামসাগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তাঁদের মধ্যে ৮ জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৩ জনকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, ওই বাসের চালক পালিয়েছে। তাঁর খোঁজ চলছে।

যন্ত্র বিলি
শালপাতার থালা ও বাটি তৈরির জন্য স্বনির্ভর দলকে প্রাকৃতিক ভাবে ব্যবহারের যন্ত্র দিল পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। সোমবার ঝালদা ২ ব্লকের জহরাহাতু গ্রামের ৭টি স্বনির্ভর দলের হাতে এই যন্ত্র তুলে দেন রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। দফতর সূত্রে জানানো হয়েছে, ওই দলগুলিকে আগেই শালপাতা তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই যন্ত্র চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন হবে না। আগুনের সাহায্যেই যন্ত্র চলবে।

বাঘমুণ্ডিতে শিবির
জেলা পরিষদের জনস্বাস্থ্য শাখা ও অযোধ্যা পঞ্চায়েতের যৌথ উদ্যোগে মঙ্গলবার অযোধ্যা পাহাড়ের হিলটপে সিধু-কানু-বীরসা গ্রন্থাগার সংলগ্ন ময়দানে হয়ে গেল স্বাস্থ্য সচেতনতা শিবির। জনস্বাস্থ্য শাখার পক্ষে শ্যামল ঘোষ জানিয়েছেন, এই শিবিরে পাহাড়ের বিভিন্ন গ্রাম ও টোলার কয়েকশো মানুষ যোগ দেন। বাঘমুণ্ডির বিডিও শুভঙ্কর রায়, অযোধ্যা পঞ্চায়েতের প্রধান ঝন্টু মুড়া প্রমুখ উপস্থিত ছিলেন।

দেহ উদ্ধার
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সাধন কর্মকার (৪২)। বাড়ি কাশীপুর থানার তালাজুড়ি গ্রামে। বুধবার সকালে গ্রামের অদূরে একটি গাছ থেকে গলায় ফাঁস দেওয়া তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পেশায় দিনমজুর সাধনবাবু মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। এ দিন সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশে খবর দেয়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।

জেলা সম্মেলন
শনি ও রবিবার পুরুলিয়া শহরে হয়ে গেল পিডিএসের চতুর্থ জেলা সম্মেলন। দলের সভাপতি হয়েছেন সুবোধ চক্রবর্তী। ৬৭ জনের জেলা কমিটি গঠিত হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করা হবে না বলে জানানো হয়েছে।

বাস উল্টে জখম
বাস উল্টে জখম হলেন ১৮ জন যাত্রী। বুধবার বিকেলে বাঁকুড়া-বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর, ওন্দা থানার রামসাগর গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি বাঁকুড়া থেকে তারকেশ্বরের দিকে যাচ্ছিল। বাসিন্দারা আহত ১৮ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় রামসাগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.