টুকরো খবর |
হাড়োয়ায় ফের সোনার দোকানে ডাকাতি |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
|
দোকানে তদন্তে পুলিশ। —নিজস্ব চিত্র। |
চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের সোনার দোকানে ডাকাতি হল হাড়োয়ায়। সোমবার রাতে হাড়োয়ার গোপালপুরে বটতলা বাজারে পর পর তিনটি সোনার দোকানে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। প্রায় কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার লুঠ হয় বলে দোকানমালিকদের দাবি। ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। কিন্তু তার মধ্যেই ফের সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটল হাড়োয়ায়। বুধবার ভোর রাতে হাড়োয়া থনার পিছনে রাখালপল্লিতে পর পর দু’টি সোনার দোকানের সাটার ভেঙে দুষ্কৃতীরা লুঠপাট চালায়। দুষ্কৃতীরা সোনা-রুপো মিলিয়ে প্রায় ২০০ ভরির অলঙ্কার, নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গিয়েছে বলে দাবি দোকানমালিকদের। দু’দিনে পাঁচটি সোনার দোকানে ডাকাতিতে এলাকার ব্যবসায়ীরা ক্ষুব্ধ। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে তাঁরা আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দু’টি ডাকাতিই একই দলের। দুষ্কৃতীদের ধরতে জোর তল্লাশি চলছে। হাড়োয়া থানার পিছন দিয়ে চলে গিয়েছে হাড়োয়া-নাাসিরহাটি রোড। রাস্তার ধারে সার সারি দোকানের মধ্যে বাপ্পা দত্ত ও প্রবীর সরকারের সোনার দোকান। বুধবার ভোরে স্থানীয় লোকজনের নজরে পড়ে যে দু’টি দোকানের সাটার ভাঙা। খবর পেয়ে দোকানমালিকেরা চলে আসেন। দেখা যায় প্রবীরবাবুর দোকানের সাটার ভাঙলেও দোকানে ঢুকতে পারেনি দুষ্কৃতীরা। তবে বাপ্পাবাবুর দোকানের সাটার ভাঙার পরে গ্রিলের দরজার ১১টি তালা ভেঙে দুষ্কৃতীরা দোকানে ঢুকে শোকেস ও সিন্দুক ভেঙে সর্বস্ব লুঠ করে নিয়ে গিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, থানার সামনেই যদি এমন দুঃসাহসিক ডাকাতি হয় তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়?
|
ভেজাল সিমেন্ট, গ্রেফতার ৩ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নামী সংস্থার বস্তায় ভেজাল সিমেন্ট ভরার সময় তিনজনকে হতেনাতে ধরল বসিরহাট থানার পুলিশ। আটক করা হয়েছে একটি লরি এবং বেশ কয়েক বস্তা ভেজাল সিমেন্ট। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে শসিনিয়া বাজারে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে লরিচালক মহিউদ্দিন মণ্ডলের বাড়ি দেগঙ্গায়। অন্য দু’জন হল প্রদীপ কুণ্ডু ও সমীর কাহার। প্রদীপ টাকির থুবার বাসিন্দা। সমীরের বাড়ি হাড়োয়ায়। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “অভিযোগ পেয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভেজাল সিমেন্ট বিক্রির সঙ্গে আর কারা জনিত তা খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানিয়েছে, সম্প্রতি এক নামী সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার তরফে অভিযোগ করা হয় যে, তাদের বস্তায় ভেজাল সিমেন্ট ভরে বাজারে বিক্রির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। এতে গ্রাহকের যেমন ক্ষতি হচ্ছে তেমনই সংস্থারও সুনাম নষ্ট হচ্ছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তার পরেই এ দিন অভিযান চালিয়ে শসিনিয়া বাজার থেকে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
|
নকল সামগ্রী সহ গ্রেফতার ২ |
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
পুলিশ ও জেলা এনফোর্সমেন্ট ফোর্সের যৌথ অভিযানে নকল সামগ্রী সহ ধরা পড়ল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে অশোকনগর থানার গুমাবামনিয়া এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম গোপাল কাহার ও ঝর্ণা সাহা। পুলিশের দাবি, ধৃতেরা বিভিন্ন নামী সংস্থার বিভিন্ন সামগ্রীর নকল তৈরি করে বাজারে বিক্রি করত।
|
কাশির সিরাপ-সহ গ্রেফতার হাবরায় |
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার বোতল কাশির সিরাপ সহ এক ব্যক্তিতে গ্রেফতার করল জেলা এনফোর্সমেন্ট ফোর্স ও হাবরা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উত্তর হাবরা এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অজিত দে। তাঁর বাড়ি ওই এলাকাতেই। উদ্ধার হওয়া কাশির সিরাপের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই কাশির সিরাপগুলি বাংলাদেশে পাচারের জন হাওড়া থেকে আনা হয়েছিল।
|
মৃতদেহ উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
এক যুবকের মৃতদেহ উদ্ধার হল বনগাঁর মুড়িঘাটা বাজারের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শান্তিগোপাল মণ্ডল(৩৫)। তাঁর বাড়ি স্থানীয় নকপোল এলাকায়।
|
বসিরহাটে বইমেলা |
|
তথ্য ও ছবি: নির্মল বসু। |
বৃহস্পতিবার শুরু হল বসিরহাট মহকুমা সংস্কৃতি ও বইমেলা। এ দিন বসিরহাট স্টেডিয়ামে মেলার সূচনা করে সাহিত্যিক আবুল আশার বলেন, “জ্ঞান ও সৌন্দর্যের নামই বইমেলা।” উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ অজয় চক্রবর্তী, মহকুমাশাসক শ্যামল মণ্ডল প্রমুখ। বইমেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মেলা কমিটির পক্ষে বিশ্বজিৎ বসু ও প্রবীর বসু জানান, মেলায় এ বার ১৪২টি স্টল হয়েছে। এর মধ্যে বইয়ের স্টল ৪২টি। মেলা চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন দিনে থাকছে নাচ, গান, আবৃত্তির অনুষ্ঠান। থাকছে কলকাতা ও বসিহাটের শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
বিকল ইঞ্জিন |
টিটাগড়ে পৌঁছে বিগড়ে গেল ভাগীরথী এক্সপ্রেসের ইঞ্জিন। যাত্রীরা বুধবার রাতেই রেললাইন অবরোধ করেন। মেন শাখায় প্রায় আড়াই ঘণ্টা ট্রেন বন্ধ থাকে। শিয়ালদহ থেকে নতুন ইঞ্জিন রওনা দিয়েও অবরোধের জেরে আটকে যায় দমদমে। অবরোধ ওঠে ৯টা ২০ মিনিট নাগাদ। নতুন ইঞ্জিন নিয়ে রওনা হয় ভাগীরথী।
|
অজ্ঞাত পরিচয়ের দেহ উদ্ধার |
মঙ্গলবার বিকেলে গঙ্গসাগরে সমুদ্র সৈকতে বছর তিরিশের এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, দেহটি স্থানীয় কোনও মৎস্যজীবীর। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
|
চোলাই আটক, ধৃত ১ |
চোলাই বিক্রির অভিযোগে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার পুলিশ শঙ্কর রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে ৩০ লিটার চোলাইও উদ্ধার হয়েছে। |
|