লিলুয়ায় খুন স্বর্ণ ব্যবসায়ী |
লিলুয়ায় বুধবার বিকেলে নিজের দোকানেই এক ব্যবসায়ীকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের নাম সুনীল শরাফ (৪০)। তিনি লিলুয়ার ঘোষপাড়ার বাসিন্দা। পুলিশি সূত্রের খবর, লিলুয়ার পটুয়াপাড়ায় নিজেরই একটি বাড়িতে সোনার দোকান রয়েছে সুনীলবাবুর। দুপুরে সেই দোকান থেকে তিনি খেতে যেতেন ঘোষপাড়ার বাড়িতে। তাঁর স্ত্রী গীতাদেবী বলেন, “বেলা ৩টে-তেও উনি আসছেন না দেখে মোবাইলে ফোন করি। ফোন বেজে যায়।” বিকেলে গীতাদেবীরা গিয়ে দোকানের শার্টার তুলে দেখেন, গলায় মাফলারের ফাঁস দেওয়া অবস্থায় পড়ে আছেন সুনীলবাবু। নাক, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। পুলিশ জানায়, ডাকাতির জন্য খুন বলে মনে হচ্ছে না। কারণ গয়না বিশেষ লুঠ হয়নি।
|
আনন্দ নিকেতনের অনুষ্ঠান বাগনানে |
তাপমাত্রা যত নামছে নানাবিধ অনুষ্ঠানে ততই মেতে উঠছে গ্রাম বাংলা। সম্প্রতি হাওড়ার বাগনানে অনুষ্ঠিত হল আনন্দ নিকেতন সংস্থার ৫২তম বর্ষপূর্তি উৎসব। ৪ জানুয়ারি প্রভাতফেরি, রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। পরে বিভিন্ন দিনে ছিল নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, যেমন খুশি সাজো প্রভৃতি অনুষ্ঠান। ছিল পুষ্প ও বিজ্ঞান প্রর্দশনী। অনুষ্ঠান শেষ হয় ৭ জানুয়ারি। বিভিন্ন দিন উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী বাসবানন্দ, বেলুর মঠ সারদাপীঠের স্বামী পরিপূর্ণানন্দ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য।
|
জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে জল সরবরাহ প্রকল্প চালু হল আরামবাগের আরান্ডি-১ পঞ্চায়েতের সাতমাসা গ্রামে। বুধবার দুপুরে উদ্বোধন করেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রচপাল সিংহ, বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পারভেজ রহমান-সহ আরও অনেকে।
|
বেশ কিছু কার্তুজের খোল-সহ পিতলের বাসনপত্র মিলল খানাকুলের বন্দিপুর হাজরাপাড়া-সংলগ্ন দ্বারকেশ্বর নদীর চর থেকে। মঙ্গলবার দুপুরে বাঁধের উপরে রাস্তা সংস্কারের জন্য মাটি কেটে তোলার সময় জিনিসপত্রগুলি শ্রমিকদের নজরে আসে। পুলিশ জানায়, ওই সব জিনিস কী ভাবে ওই এলাকায় এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। |