টুকরো খবর
বাড়তি স্পেকট্রামে ২৩ হাজার কোটি দাবি কেন্দ্রের
হাতে থাকা বাড়তি স্পেকট্রামের জন্য টেলি পরিষেবা সংস্থাগুলির কাছে ২৩ হাজার কোটি টাকা এককালীন স্পেকট্রাম ফি দাবি করল কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রে খবর, এ জন্য এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল-সহ বিভিন্ন সংস্থাকে ইতিমধ্যেই নোটিস পাঠিয়েছে তারা। কেন্দ্র ওই সব সংস্থার হাতে থাকা ৪.৪ মেগাহার্ৎজের বেশি স্পেকট্রামের জন্য এককালীন ফি হিসেবে বকেয়া বাবদ পাবে ৪২৫১.৮৩ কোটি। আর সংস্থাগুলির লাইসেন্সের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অগ্রিম বাবদ পাবে ১৮,৯২৫.৮২ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বিএসএনএল-এর থেকে কেন্দ্র পাবে ৬,৯১২ কোটি। এয়ারটেল, ভোডাফোন-এর থেকে যথাক্রমে ৫,২০১ এবং ৩,৫৯৯ কোটি টাকা। বাদবাকি পাবে এমটিএনএল, আইডিয়া সেলুলার, এয়ারসেল ইত্যাদি থেকে। মোবাইলে নেট খরচ বাড়ল। টু’জি মোবাইলে ইন্টারনেট পরিষেবার খরচ ৩০% বাড়াল সংস্থাগুলি। এয়ারটেলে ১ জিবি তথ্য আদানপ্রদানে খরচ হবে ১২৫ টাকা। আগে ছিল ১০০। প্রায় একই হারে খরচ বাড়িয়েছে ভোডাফোনও।

পরিকাঠামো সংস্থার বৈদেশিক ঋণ নেওয়ার শর্ত শিথিল
পরিকাঠামো সংস্থায় ঋণদাতা আর্থিক সংস্থাগুলির ক্ষেত্রে বিদেশ থেকে ঋণ নেওয়ার শর্ত শিথিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর ফলে ওই ঋণদাতা সংস্থাগুলিকে তাদের নিজস্ব তহবিলের ৭৫ শতাংশ পর্যন্ত অর্থ বিদেশ থেকে সংগ্রহ করলে রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি নিতে হবে না। এত দিন তা ছিল ৫০%। এর জেরে বিভিন্ন পরিকাঠামো প্রকল্পে লগ্নিকারী সংস্থাগুলির পক্ষে আরও সহজে তহবিল সংগ্রহ করা সম্ভব হবে। প্রসঙ্গত, ভারতীয় পরিকাঠামো সংস্থাগুলি তাদের তহবিলের একটা বড় অংশ বিদেশ থেকেই সংগ্রহ করে। কারণ, ওই ঋণে সুদ তুলনায় কম।

ফের বাড়ল টাকা
ডলারের তুলনায় ফের বাড়ল টাকার দাম। বুধবার তা বেড়েছে ২৩ পয়সা। মঙ্গলবার ডলারে টাকা বেড়েছিল ২৫ পয়সা। ফলে বুধবার বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়াল ৫৪.৭৫ টাকা। রফতানিকারীরা ডলার বিক্রি করতে থাকাই টাকার দাম বাড়ার মূল কারণ। ডলার বেচেছে বেশ কিছু ব্যাঙ্কও। এ ছাড়া বিদেশি আর্থিক সংস্থাও ডলার বিক্রি করে।

দাবি না-মিটলে সংস্থা বন্ধের পক্ষে কিংফিশার কর্মীরা
আর মিথ্যে আশায় ভুলতে চান না। তাই এ বার সংস্থা কর্তৃপক্ষ তাঁদের দাবি না-মানলে, বিমান সংস্থা বন্ধ করে দেওয়ার আর্জি নিয়ে নিজেরাই আদালতের দ্বারস্থ হবেন বলে বুধবার হুঁশিয়ারি দিলেন কিংফিশার কর্মীরা। কর্মীদের দাবি, সংস্থা চাঙ্গা করতে কর্তৃপক্ষ কী পরিকল্পনা নিচ্ছেন, সেটা তাঁদেরও জানানো হোক। সেই সঙ্গে বেঁধে দেওয়া হোক গত আট মাসের বকেয়া বেতন মেটানোর সময়সীমাও। শিল্পমহলের ইঙ্গিত, এই সিদ্ধান্তের কথা বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা, ডিজিসিএ -কে জানিয়েছেন তাঁরা। হস্তক্ষেপ চাওয়া হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরও।

সহারার আর্জি খারিজ
সুদ-সহ ২৪ হাজার কোটি টাকা লগ্নিকারীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত ফিরে দেখার জন্য সহারার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। গত ৩১ অগস্ট সহারা গোষ্ঠীর দুই শাখা সংস্থাকে ওই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যা ফের খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল সংস্থা।

সর্ষে চাষ দ্বিগুণ
ছবি শান্তনু হালদার
এ বার উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলা জুড়েই সর্ষে চাষ প্রায় দ্বিগুণ পরিমাণে হয়েছে। কারণ হিসাবে চাষিরা বলছেন, গত এক বছরে সার, শ্রমিক ও কীটনাশকের দাম কয়েক গুণ বেড়েছে। যেখানে এক বিঘা জমিতে বাঁধাকপি চাষ করতে লাগে ১৫ থেকে ১৮ হাজার টাকা, টম্যাটো চাষ করতে লাগে ১০ থেকে ১২ হাজার টাকা। সেখানে সর্ষে চাষ করতে লাগে ২ থেকে ৩ হাজার টাকা। তাই অনেকেই সব্জি চাষ ছেড়ে সর্ষে চাষ করছেন। এই চাষে সময়ও কম লাগে (৬৫ থেকে ৭০ দিন)। লাভের পরিমাণও বেশি। এর ফলে বাজারে সর্ষের তেলের দামও বেশ কিছুটা কমবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। লাভ হবে মধু চাষিদেরও। ইউরোপ ও আমেরিকাতে সাদা মধুর রপ্তানী হয়। মধু ব্যবসায়ীরাও আশা করছেন মধু রপ্তানীর পরিমাণ বেশি হবে।

ফের ডিজেল ও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব
ডিজেলের দাম লিটারে ৩ থেকে ৪.৫০ টাকা এবং রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ১০০ টাকা বাড়ানোর সুপারিশ করল কেন্দ্রীয় তেল মন্ত্রক। মন্ত্রিসভার কাছে এ নিয়ে আর্জিও পেশ করেছে তারা। বর্তমানে ভর্তুকি দেওয়ার কারণে সিলিন্ডারে প্রায় ৫০০ টাকা ক্ষতি হয় তেল সংস্থাগুলির। তা মেটাতে প্রাথমিক ভাবে ১০০ টাকা দাম বাড়ানোর সুপারিশ করেছে তারা। তার পর যত দিন না এই ক্ষতি পুরোপুরি মেটে এপ্রিলের পর তত দিন প্রতি ত্রৈমাসিকে ৫০ টাকা করে বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। একই ভাবে ডিজেলে এক ধাক্কায় লিটারে ৩-৪.৫০ টাকা অথবা এপ্রিল পর্যন্ত প্রতি মাসে ১-১.৫০ টাকা বাড়ানোর কথা জানিয়েছে তেল মন্ত্রক। তার পর ভর্তুকি দেওয়ার ফলে ১০ টাকা ক্ষতি মেটাতে প্রতি মাসে ১ টাকা করে দাম বাড়ানোর পক্ষে তারা। তবে বৃহস্পতিবারই এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রে খবর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.