কেন্দ্রের বিরুদ্ধে বারবার অসহযোগিতার অভিযোগ তুলেছে রাজ্য। বুধবার অবশ্য রাজ্যের শিল্পমন্ত্রীকে পাশে নিয়ে পশ্চিমবঙ্গে চর্মশিল্পের উন্নয়নে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়ে গেলেন কেন্দ্রের ছোট ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী কে এইচ মুনিয়াপ্পা। একই সঙ্গে তিনি বলেন, “কেন্দ্র যা-ই সাহায্য করুক না কেন, রাজ্যকেও এগিয়ে আসতে হবে। তা না-হলে নিচুতলায় সেই সুফল পৌঁছয় না।”
ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশন (ইলপা)-এর ২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে মুনিয়াপ্পা এ দিন জানান, এ রাজ্যে দক্ষ কারিগর তৈরি করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও আধুনিক মানের পণ্য তৈরির উপযোগী নকশা কেন্দ্র গড়তে আর্থিক সাহায্য করবেন তাঁরা। প্রস্তাব পাওয়ার মাস তিনেকের মধ্যেই ওই সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ছোট-মাঝারি শিল্পের জন্য বিভিন্ন খাতে ভর্তুকিও দেবে কেন্দ্র। যদিও পরে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এ সব কেন্দ্রীয় প্রকল্প তো রয়েছেই। আলাদা করে সাহায্যের কিছু নেই।”
সংশ্লিষ্ট সূত্রের খবর, নতুন প্রকল্পে নয়, বানতলায় ইলপা-র যে প্রশিক্ষণ ও নকশা কেন্দ্র রয়েছে, সেগুলির উন্নয়নেই আপাতত আর্থিক সাহায্যের কথা ভাবছে কেন্দ্র। ইলপা-র প্রেসিডেন্ট শঙ্কর ডন জানান, প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য তাঁরা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাবেন।
তবে ইলপা-র কাছে পাঠানো দাবি সনদের বেশির ভাগটাই রাজ্যের দায়িত্বের মধ্যে পড়ে বলে মত মুনিয়াপ্পার। অবশ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও প্রশংসা করেন তিনি। উল্লেখ্য, রেল প্রতিমন্ত্রী হিসেবে মুনিয়াপ্পা তাঁর ও দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করেছেন। |