১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
একশো দিনের কাজই দেওয়া হয়নি। অথচ কিছু ক্ষেত্রে কাজ দেওয়া হয়েছে এমন তথ্য দেখাচ্ছে পঞ্চায়েত। অবিলম্বে পঞ্চায়েত প্রধানকে ওই প্রকল্পে কোথায় কী কাজ হয়েছে কত দিন কাজ হয়েছে তার তথ্য দেওয়ার জন্য বুধবার মাড়গ্রাম থানার হাঁসন ১ পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল সিপিএমের যুব সংগঠন। সংগঠনের হাঁসন ১ লোকাল কমিটির সম্পাদক মধুসূদন চক্রবর্তী, সদস্য সুব্রত চট্টোপাধ্যায়দের দাবি, “চার মাস আগে তথ্য জানার অধিকারে পঞ্চায়েত প্রধানের কাছে ১০০ দিন প্রকল্পে তথ্য জানতে চেয়ে আবেদন করা হয়েছিল। অথচ প্রধান এ ব্যাপারে কোনও সদর্থক ভূমিকা দেখাচ্ছেন না।” তাঁদের অভিযোগ, “ওই প্রকল্পে জেলার মধ্যে এই পঞ্চায়েতে সর্বাধিক টাকা খরচ হয়েছে বলে দাবি করা হয়েছে। অথচ এখানে মৃত মানুষের নামে এবং বাইরে যাঁরা কাজ করেন তাঁদের নামেও টাকা তোলা হয়েছে।” প্রধান কংগ্রেসের বিনোদ লেট অবশ্য এ ব্যাপারে স্পষ্ট কোনও উত্তর দেননি। তিনি বলেন, “আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছি।” তবে টাকা তোলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। |
ব্যাহত টেলি-পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
দিন তিনেক ধরে বিএসএনএল পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন খয়রাশোলের ওই সংস্থার মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীরা। বাসিন্দাদের অভিযোগ, যোগাযোগের সমস্যা তো হচ্ছেই, উপরন্তু এলাকার দু’টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কিং পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে। হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। অথচকবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলছে না স্থানীয় টেলিফোন এক্সচেঞ্জ। বিএসএনএল সূত্রে জানা গিয়েছে, সিস্টেমে ট্রান্সমিশন নিয়ে সমস্যা দেখা দেওয়াতেই এই বিপত্তি। কাজ চলছে। তবে পরিষেবা স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। |
গ্রেফতারের দাবি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ভাঙড়ে সিপিএমের উপরে হামলা প্রতিবাদে বুধবার রামপুরহাট শহরে মিছিল করল বামফ্রন্ট। মিছিলের শুরুতে ও শেষে দু’জায়গায় যথাক্রমে ডাকবাংলো পাড়া মোড় ও পাঁচমাথা মোড়ে তৃণমূলের সন্ত্রাসের প্রতিবাদে বক্তব্য রাখেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ব্রজমোহন মুখোপাধ্যায়। তৃণমূল নেতা আরাবুল ইসলামকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বামফ্রন্ট। |
প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
দিল্লি-সহ রাজ্যে ধর্ষণ-কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এসইউসি প্রভাবিত সংগঠনের সদস্যরা বুধবার রামপুরহাট শহর জুড়ে মিছিল করেন। তাঁরা মহিলাদের সুরক্ষার দাবি জানান। সংগঠনের জেলা নেত্রী আয়েষা খাতুনের দাবি, “দেশের মন্ত্রীদের নিরাপত্তার পিছনে ব্যয় ভার কমিয়ে মহিলাদের নিরাপত্তায় জোর দেওয়া হোক।” |
গাড়ি চুরি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রাস্তায় দাঁড় করানো রামপুরহাট এলাকার এক ব্যবসায়ীর গাড়ি চুরির ঘটনা ঘটল মঙ্গলবার রাতে। শহরের ৭ নম্বর ওয়ার্ডের মহাজনপট্টি মোড় এলাকা থেকে গাড়িটি চুরি যায়। পেশায় ওই পাথর ব্যবসায়ী ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও তিনি মহাজনপট্টি এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। |