নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
কোলাপসিবল গেট ও শাটার ভেঙে মঙ্গলবার রাতে সিউড়িতে একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে চুরি হয়েছে। সিউড়ি পুরসভার কাছে ওই দোকানে শুধু চুরি হয়েছে তা নয়, ওই দিন ভরদুপুরে সিউড়ি হাসপাতালের পুরনো বহির্বিভাগের পিছনে বিদ্যুৎ দফতরের কর্মী সত্যপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দুই দুষ্কৃতী টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে পালায়। স্বাভাবিক ভাবে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। কেন না এক যুবতীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে ঘিরে সোমবারই তেতে উঠছিল জেলা সদর সিউড়ি। ওই ঘটনার রেশ মিটতে না মিটতে ফের ছিনতাই, চুরি হল সিউড়িতে। মসজিদ মোড়ের ব্যবসায়ী সিরাজুল ইসলামের প্রশ্ন, “এর পরে পুলিশের উপরে আর আস্থা রাখা যাবে?” একই প্রশ্ন নিয়ে সিউড়ি ব্যবসায়ী সমিতির লোকজন ধরম চন্দ্রের দোকানের চুরির কিনারার দাবিতে বুধবার সিউড়ি থানায় বিক্ষোভ দেখান। |
চুরির তদন্তে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। —নিজস্ব চিত্র। |
ব্যবসায়ী সমিতির সম্পাদক কিষাণ পাল বলেন, “চুরির কিনারা না হলে আন্দোলনে নামা হবে।”
সোমবার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে ঘিরে সিউড়ি প্রশাসনিক ভবনের সামনে ও থানায় বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ হয়েছিল। অভিযুক্তদের এক জনকে এলাকাবাসী ধরে ফেললেও, অন্য অভিযুক্তেরা ধৃতকে ছাড়িয়ে নেওয়ার জন্য হামলা করে বলে অভিযোগ। তবে লোকজন জড়ো হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেয় হামলাকারীরা। পুলিশের একটি মহলের দাবি ছিল, ওই ঘটনার নিরিখেই মঙ্গলবারই সিউড়ি থানা থেকে দুবরাজপুর থানায় বদলি করা হয়েছে এসআই পার্থসারথি মুখোপাধ্যায়কে। যদিও জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা দাবি করেছিলেন, “ওই ঘটনার সঙ্গে পার্থবাবুর বদলির কোনও যোগই নেই। সোমবার সকালেই সিউড়ি থানায় তাঁর বদলির নির্দেশ পৌঁছে গিয়েছিল।”
জানানো হয়েছিল, আরটি গার্লস্ স্কুল, বড় পোস্ট অফিস মোড়, টিনবাজার মোড়, রাধাবল্লভ মন্দির সংলগ্ন কালীবাড়ি মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। এত কিছুর পরেও ফের চুরি-ছিনতাই হল কী করে? পুলিশ সুপার বলেন, “দু’একটি ঘটনায় এ কথা বলা যাবে না, যে নজরদারি নেই। নজরদারি ঠিকই রয়েছে। তবে আরও বাড়াতে হবে।” শহরে পুলিশি টহলের জন্য পুরসভার তরফ থেকে আবেদন জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন সিউড়ির পুরপ্রধান। |