টুকরো খবর
শনির উপগ্রহে মিলল বরফের সন্ধান
শনি গ্রহের উপগ্রহ টাইটানে বরফের সন্ধান পেলেন নাসার বিজ্ঞানীরা। বহু দিন ধরেই চলছিল এই খোঁজ। মূলত হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি এই বরফের চাঁইগুলো। এই দুটিই প্রাণ সৃষ্টির মুখ্য উপাদান । সম্প্রতি এক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, টাইটানের সমুদ্র এবং সরোবরে বরফের চাঁই ভাসছে। কারনেল বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথন লুনাইন জানান, ওখানকার সমুদ্রে ভাসমান বরফই সেখানে প্রাণের অস্তিত্বের কথা ভাবাচ্ছে তাঁদের। সৌর জগতে পৃথিবীর বাইরে টাইটনই হল একমাত্র বস্তু যেখানে তরল পদার্থের অস্তিত্ব থাকতে পারে বলে আশা বিজ্ঞানীদের। মিথেন আর ইথেন সমৃদ্ধ সমুদ্রে বফরের চাঁই ভেসে বেড়াচ্ছে শূন্যের থেকে ১৮৩ ডিগ্রি সেলসিয়াস নীচে। বিজ্ঞানীরা আরও জানিয়াছেন, তাপমাত্রা আর কিছুটা কমলেই বরফ গলে যাবে। পৃথিবীর মেরু সাগরে যেভাবে বরফ ভেসে থাকতে দেখা যায় ঠিক তেমন দৃশ্যই বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন টাইটানে।

শিখের মুণ্ডচ্ছেদ পাকিস্তানে
চর সন্দেহে এক শিখ ব্যবসায়ীকে গলা কেটে খুন করল জঙ্গিরা। উত্তর পশ্চিম পাকিস্তানের তাব্বাই গ্রাম থেকে ২০ নভেম্বর মোহিন্দর সিংহ নামে ওই ব্যবসায়ীকে কয়েক জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী অপহরণ করে। সেই থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত কাল খাইবার অঞ্চলে তাঁর গলাকাটা দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রের খবর, ওই ব্যবসায়ীর দেহ বস্তায় পুরে স্থানীয় একটি ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। তহিদুল ইসলাম নামে এক জঙ্গি গোষ্ঠী ঘটনায় দায় স্বীকার করে নিয়েছেন।

গোপন অ্যাকাউন্ট
প্রায় ৭৯ লক্ষ ডলার গোপন বিদেশের অ্যাকাউন্টে রাখার অভিযোগ উঠল এক ভারতীয়-মার্কিন ব্যবসায়ী সঞ্জয় সেট্টির (৫২) বিরুদ্ধে। পরে তিনি তা স্বীকারও করেছেন মার্কিন আদালতের কাছে। এই তথ্য মার্কিন সরকার ও আয়কর দফতরের কাছে গোপন রাখার জন্য শাস্তি বাবদ ২৪ লক্ষ ডলার ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন সঞ্জয় সেট্টি। মার্কিন সরকারের দাবি, ভারত ও সুইৎজারল্যান্ডে রয়েছে তাঁর গোপন ব্যাঙ্কের অ্যাকাউন্ট। সম্পত্তি গোপন রাখা ও কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অন্য দেশে যারা অ্যাকাউন্ট খোলে তাদের আমেরিকার বিচার ব্যবস্থায় শাস্তি দেওয়া হয়।

কমেছে পড়ুয়া
অভিবাসন কড়াকড়ি হওয়ায় বিদেশী ছাত্রের সংখ্যা অনেকটাই কম জানাল ব্রিটিস ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে খুব কম বিদেশী পড়ুয়ারা সেই ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছে। বিশেষ করে ভারতের পড়ুয়াদের সংখ্যা অনেকটাই কমে গেছে বলে দাবি সেই ইউনিভার্সিটির কতৃপক্ষ।

নেপালে ভূমিকম্প
বুধবার কেঁপে উঠল পশ্চিম নেপাল। স্থানীয় সময় রাত দেড়টা নাগাদ পশ্চিম কাঠমাণ্ডু থেকে ৬৫০ কিলোমিটার দূরে বাজুরা জেলায় এই কম্পন অনুভূত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.