আজকের শিরোনাম
রেলের ভাড়াবৃদ্ধি
অবশেষে বাড়ল রেলভাড়া। দীর্ঘ ১০ বছর পরে ২০ শতাংশ হারে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। ২১ জানুয়ারি থেকে এই বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে আজ সাংবাদিক বৈঠকে জানালেন রেলমন্ত্রী পবন বনশল।
প্রতি কিলোমিটারে ভাড়া বৃদ্ধি হল—
• স্লিপার ক্লাসে —৬ পয়সা
• এসি চেয়ারকারে—১০ পয়সা
• শহরাঞ্চলে লোকাল ট্রেনে—৩ পয়সা
• শহরতলিতে লোকাল ট্রেনে—২ পয়সা


ভাড়া বৃদ্ধি (টাকা)
হাওড়া-নয়াদিল্লি সাধারণ শ্রেণিতে ৬২
এসি(টু-টিয়ার) ৯১
এসি(থ্রি-টিয়ার) ১৪৭
শিয়ালদহ-নয়াদিল্লি
দুরন্ত এক্সপ্রেস
এসি(১) ১৪৮
এসি(টু-টিয়ার) ৯১
এসি(থ্রি-টিয়ার) ১৪৯
রাজধানী এক্সপ্রেস এসি(১) ২৪৭
এসি(টু-টিয়ার) ১৬৮
এসি(থ্রি-টিয়ার) ২১০
দিল্লি-কলকাতা
আগে ছিল বেড়ে হল
এসি(১) ৩২৯৫ ৩৪৪৭
এসি(টু-টিয়ার) ১৯০৫ ২০৫৭
এসি(থ্রি-টিয়ার) ১২১৯ ১৩৭২
স্লিপার ক্লাসে ৪৩৮ ৫২৯

বামুনঘাটায় তৃণমূলের প্রতিবাদ মিছিল
ভাঙড় নিয়ে এখন কার্যত উত্তাল রাজ্য ও রাজনীতি। দু’দিন আগেই ভাঙড়ের কাঁটাতলায় প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লার ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনার পরে সেই ভাঙড়েরই বামনঘাটায় আক্রান্ত হলেন সিপিএমের কর্মীরা। গুলি চালানোর অভিযোগ সেই আরাবুলেরই বিরুদ্ধে। বামনঘাটা সংঘর্ষের জেরে রাতভর ভাঙড়, ক্যানিং ও কলকাতার লেদার থানা এলাকায় তল্লাশি চালিয়ে মোট ১১৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে সতর্কতামূলকভাবে ৫৪ জন ও বিশেষ ওয়ারেন্ট থাকায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা ও কয়েক রাউন্ড কার্তুজ। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। বামনঘাটা-কাণ্ডের প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিল ও সভা করছে তৃণমূল কংগ্রেস। মুকুল রায়ের নেতৃত্বে এই মিছিলে উপস্থিত রয়েছেন মদন মিত্র ও ফিরহাদ হাকিম। ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ঘটনার প্রতিবাদে ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচী ও সভা চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত পাল্টা প্রতিবাদ কর্মসূচী নিয়েছে বিরোধী শিবিরও। আজ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসুর নেতৃত্বে মিছিল করবে বাম সমর্থকেরা। কলকাতার ধর্মতলা থেকে লেনিন সরণি দিয়ে শিয়ালদহ পর্যন্ত এই মিছিল হবে।

শৈত্যপ্রবাহ কলকাতা-সহ গোটা রাজ্যে
তীব্র শীতের প্রকোপে কাবু রাজ্যবাসী। মরসুমের শীতলতম দিনে আজ রেকর্ড তাপমাত্রা কলকাতা-সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। গত ২২ বছরে জানুয়ারিতে এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে চলছে শৈত্যপ্রবাহ।
উষ্ণতার খোঁজে...
দিনের বেলা আগুন জ্বালিয়ে চলছে শরীর গরম করা। উত্তরবঙ্গে ছবিটি তুলেছেন রাজকুমার মোদক
সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে আজ বাঁকুড়ায় তাপমাত্রার রেকর্ড পতন ৪.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ৩.৮ ডিগ্রি সেলসিয়াস, দমদমে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ ও কুয়াশার দাপটে কাঁপছে গোটা উত্তরবঙ্গও। উত্তর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস। প্রবল ঠাণ্ডার কারণে উত্তর ও দক্ষিণ দিনাজপু্র-সহ ৬টি জেলায় ২ দিনের জন্য প্রাথমিক স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করেছে প্রশাসন। আপাতত কোনও ঘূর্ণাবর্ত বা পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় আগামী ৪৮ ঘন্টায় গোটা রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.