টুকরো খবর |
দুর্নীতির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
আলিপুরদুয়ার ২ ব্লকে চাপরের পাড় ১ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডারে দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ সরকারি নিয়ম অমান্য করে এনআইটি ৬ এর প্রায় দেড় কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। কাগজে বিজ্ঞাপন দিয়ে গত ২৭ ডিসেম্বর টেন্ডার ফর্ম দেওয়ার জন্য আবেদন পত্র নেওয়া হয়। ১৬০ জন ঠিকাদার আবেদনপত্র জমা দেন। ২৯ ডিসেম্বর টেন্ডার ফর্ম দেবার কথা থাকলেও অজানা কারনে টেন্ডার ফর্ম বিলি বাতিল করা হয়। পরে গত ৩ জানুয়ারি গোপনে অবৈধ ভাবে ১৫ কাজের মাত্র ৬০টি ফর্ম বিলি করা হয়। এতে বঞ্চিত হন ১০০ ঠিকাদার । তাদের অভিযোগ, এর আগে বিডিও এই টেন্ডার বাতিল করে স্বচ্ছ ভাবে টেন্ডার করার কথা বলা হলেও ফের অবৈধ টেন্ডার করা হয়েছে। কংগ্রেস নেতা রঞ্জন রায়ের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত ভুয়ো টেন্ডার করে পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে সরকারি টাকা তছরুপ করে চলেছে। অভিযোগ জানালেও বিডিও এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। গ্রামবাসী তথা তথ্য জানার অধিকার আইনের এক কর্মী শতদল দেবনাথ জানিয়েছেন, ব্লক জুড়ে গ্রাম উন্নয়নের কাজে দুর্নীতি চলছে। এই দুর্নীতি সম্পর্কে ব্লক প্রশাসন নীরব। এটা রহস্যজনক। তথ্য জানার অধিকার আইনে তথ্য জানতে চাইলেও বেশির গ্রাম পঞ্চায়েত তথ্য দিচ্ছে না। এতে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। আমরা এর বিরুদ্ধে শীঘ্রই আদালতে মামলা করব। এই দুর্নীতির বিরুদ্ধে আদালতের দারস্থ হচ্ছেন খোকন দেবনাথ নামে এক ঠিকাদার। খোকনবাবুর অভিযোগ, পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য গোপনে টেন্ডার ফর্ম বিলি এবং টেন্ডার ফর্ম জমা নেওয়া হয়েছে। এতে আমার মতো অনেক ঠিকাদার ওই কাজ থেকে বঞ্চিত হন। এই দুর্নীতি মানা হবে না। আমি এর বিরুদ্ধে আদালতে মামলা করব।”
|
জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি পর পর সাইকেল ও বাইকে ধাক্কা মারায় এক জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির রাধাবাড়ি এলাকায় শিলিগুড়ি-জলপাইগুড়ি রাস্তায় ৩১ (ডি) নম্বর জাতীয় সড়কে। ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। মৃতের নাম মহম্মদ সিরাজুল ইসলাম (৫৫)। বাড়ি জটিয়াখালি এলাকায়। ঘটনায় আরও তিন জন জখম হয়েছেন। তাঁদের নাম, রামকৃষ্ণ দাস, রঞ্জিত দাস এবং আব্দুল গণি। আব্দুল সিরাজুলবাবুর ছেলে। রামকৃষ্ণবাবু ও রঞ্জিতবাবু বাইক আরোহী। গাড়িটিকে আটক করেছে পুলিশ। তার চালক পলাতক। শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, এদিন দুপুরে ওই ছোট গাড়িটি জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি সাইকেল করে আব্দুল ও তাঁর বাবা যাচ্ছিলেন। প্রথমে তাঁদের ধাক্কা মারে গাড়িটি। কিছুটা দূরেই একটি বাইক জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। সেটিকেও ধাক্কা দেয় গাড়িটি। এর পর গাড়িটি উল্টে যায়। গাড়ির চালক ও যাত্রীরা পালিয়ে যান। ঘটনাস্থলেই সিরাজুলবাবুর মৃত্যু হয়। পুলিশ গিয়ে বাকিদের হাসপাতালে নিয়ে যায়। রামকৃষ্ণবাবু ব্যাটেলিয়ন মোড়ের বাসিন্দা। তিনি ওই এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত। রঞ্জিতবাবু কালিয়াগঞ্জের বাসিন্দা। তিনি রামকৃষ্ণবাবুর আত্মীয়।
|
লুঠপাটের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রক্ষীকে বেধড়ক মারধর করে এটিএম ভাঙচুরের পাশাপাশি ডাকঘরে লুঠের চেষ্টা চালাল একদল দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটে হ্যামিল্টনগঞ্জ এলাকায়। এটিএমের রক্ষীকে জখম অবস্থায় শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। কালচিনি থানার ওসি রিংচেন লামা ভুটিয়া জানান, মঙ্গলবার ভোর তিনটে নাগাদ হ্য্যামিল্টনগঞ্জের ডিপোপাড়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে কয়েকজন হামলা চালায়। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, দুষ্কৃতীরা প্রথমে একটি পোস্ট অফিসের তালা ভেঙে হামলা চালায়। তবে ভল্ট ভাঙতে না পেরে দুষ্কৃতীরা সেখান থেকে বেড়িয়ে এটিএমে হামলা করে। একটি সোনার দোকানেও তালা ভাঙার খবর রয়েছে। লোক থাকায় দুষ্কৃতীরা ঢুকতে পারেনি।
|
জখম চালক
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কে। তাতে একটি ট্রাকের চালক গুরুতর ভাবে জখম হয়েছেন। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে কালচিনি থানার গরম বস্তির কাছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে অসমমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক ও অসম থেকে শিলিগুড়িগামী কয়লা বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে সিমেন্ট বোঝাই ট্রাকটি জাতীয় সড়ক থেকে ডিমা সেতুর রেলিং ভেঙে পাশে উল্টে পড়ে। সিমেন্টের ট্রাকটির চালক মহম্মদ ইমতাজকে গুরুতর জখম অবস্থায় আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা এলাকাল ছেড়ে পালিয়েছে।
|
প্রতিবন্ধীদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিধায়ক তহবিলের টাকা থেকে প্রতিবন্ধীদের ১০টি হুইল চেয়ার দিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে হুইল চেয়ারগুলি ‘অনুভব’ সংস্থার প্রতিবন্ধীদের দেওয়া হয়। আগামী ১০ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিবন্ধীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসজেডিএ’র তরফে ওই প্রতিযোগিতার আয়োজনে সাহায্যের কথা জানিয়েছেন রুদ্রবাবু। তা ছাড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে যেতে শহরের প্রতিবন্ধীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রুদ্রবাবু। তাতে হুইল চেয়ার সহ প্রতিবন্ধীরা বাসে উঠতে পারবেন।
|
বেতন বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গত দুই মাসের বেতন না-মেলায় ঠিকাদার সংস্থার ম্যানেজারকে বেলা ১১ টা থেকে রাত পর্যন্ত ঘেরাও করে রাখলেন ভারত সঞ্চার নিগমে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। মঙ্গলবার সন্ধায় শিলিগুড়ির চিলড্রেনপার্কে বিএসএনএলের দফতরে ঘটনাটি ঘটে। ঠিকাদার সংস্থার মাধ্যমে নিযুক্ত অস্থায়ী কর্মীদের সংগঠন শিলিগুড়ি টেলিকম সিকিউরিটি সার্ভিস এমপ্লয়িজ ইউনিয়নের সহকারি সম্পাদক রাজীব মণ্ডলের অভিযোগ, কলকাতার ওই ঠিকাদার সংস্থা থেকে ম্যানেজার এ দিন শিলিগুড়িতে এসে ১ মাসের বকেয়া বেতন দিতে চায়। কিন্তু তাঁরা নিতে রাজি হননি। দুই মাসের বেতন দাবি করে তাঁরা ওই ব্যক্তিকে দফতরে রাত পর্যন্ত ঘেরাও করে রাখেন। অভিযোগ, ৪০৭ জনের গত নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে।
|
খুলছে স্কুল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মিড ডে মিল চালু না-হওয়া, বর্ধিত হারে পড়ুয়াদের থেকে ফি সংগ্রহের প্রতিবাদে শিলিগুড়ি হিন্দি হাই স্কুল সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় ছাত্র পরিষদ। মঙ্গলবার সমস্যা সমাধানের দাবিতে মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। মিড ডে মিল চালু, ফি কমানোর দাবিতে আন্দোলন জারি থাকলেও পড়ুয়াদের কথা ভেবে বুধবার থেকে স্কুল বন্ধ রাখা হবে না বলে জানানো হয়েছে। ছাত্র পরিষদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা জানান, স্কুল বন্ধ থাকলে ছাত্রদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। তাই অনির্দিষ্ট কালের ‘স্কুল বন্ধ’ তুলে নেওয়া হচ্ছে। তবে সমস্যা না মেটা পর্যন্ত আন্দোলন চলবে। মহকুমাশাসক এ দিন না থাকলেও তাঁর দফতর থেকে সমস্যা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
|
নয় দফা দাবি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অবসরপ্রাপ্তদের পেনশন-সহ নয় দফা দাবি অতিরিক্ত জেলা স্কুল পরিদর্শকের কাছে পেশ করল শিক্ষকদের সংগঠন। মঙ্গলবার সকালে অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক অশোক মণ্ডল বলেন, “নিখিলবঙ্গ শিক্ষক সমিতির তরফে নয় দফা দাবি পেয়েছি। কিছু বিষয় নিয়ে ইতিমধ্যে পদক্ষেপ করা হয়েছে। বাকি দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” সমিতির আলিপুরদুয়ার মহকুমা কমিটি সম্পাদক বিদ্যুৎ সরকার জানান, প্রতি মাসে স্কুলগুলিতে শিক্ষকদের মাইনের মেমো দেওয়া, অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটি, পিএফ মেটানো সহ নানা দাবি জানানো হয়েছে।
|
নদীতে নিখোঁজ দুই
নিজস্ব সংবাদাদাতা • মালদহ |
মাঝ গঙ্গায় নৌকাডুবির ঘটনা ঘটল মালদহের মানিকচকে। মঙ্গলবার সন্ধ্যায়। নৌকায় যাত্রী ছিলেন ছ’জন। চারজন ভেসে উঠলেও দু’জনের খোঁজ মেলেনি। পুলিশ ঘটনাটির জেনেছে। বাসিন্দারা ওই দু’জনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
|
পাচারে ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক কিশোরীকে পাচারের উদ্দেশ্যে দিল্লিতে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির স্টেশন সংলগ্ন এলাকায়। ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি ডামডিম এলাকার সাইলি চা বাগানে। |
|