টুকরো খবর
প্রচারে জোর দিন: শ্রমমন্ত্রী
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কাছে রাজ্য সরকারের প্রকল্পগুলি পৌঁছে দিতে প্রশাসনের আধিকারিকদের আরও উদ্যোগী হতে বললেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। মঙ্গলবার বাঁকুড়া ও পুরুলিয়া ১ ব্লকের গাড়াফুসড়ায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ে বিশেষ সচেতনতা শিবিরে পূর্ণেন্দুবাবু এসেছিলেন। বাঁকুড়া তিনি বলেন, “অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ক রাজ্য সরকারের প্রকল্পগুলির প্রচারে আরও উদ্যোগী হতে হবে আমাদের। সরকারি আধিকারিকদের বলব, এই ধরনের সচেতনতা শিবির আরও বাড়ান, লিফলেট বিলি করুন-- যাতে মানুষ এই প্রকল্পগুলির বিষয়ে ভাল ভাবে জানতে পারেন।” একই সঙ্গে তিনি দাবি করেন, গত দেড় বছরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ১০ লক্ষ অসংগঠিত শ্রমিকদের ওই প্রকল্পে এনেছেন। সেখানে বিগত বামফ্রন্ট সরকার ১১ বছরে মাত্র ২২ লক্ষ শ্রমিককে এই প্রকল্পের আওতায় আনতে পেরেছিল।” তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের অপর মন্ত্রী শান্তিরাম মাহাতো-সহ বিশিষ্টজনেরা।

মুকুটমণিপুর মেলা শুরু
মুকুটমণিপুর মেলার শোভাযাত্রা। —নিজস্ব চিত্র।
মঙ্গলবার শুরু হল তিন দিনের মুকুটমণিপুর মেলা। ধামসা-মাদল বাজিয়ে আদিবাসী পুরুষ ও মহিলারা নাচনাচতে শোভাযাত্রায় যোগ দেন। ছিল রণপা নৃত্য। স্কুল পড়ুয়ারাও শোভাযাত্রায় ছিল। মেলার উদ্বোধন করেন রাজ্যের শিশু কল্যাণ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। মন্ত্রী বলেন, “জঙ্গলমহলে এখন শান্তি ফিরেছে। বছর তিনেক আগের আতঙ্ক এখন আ নেই।” অনুষ্ঠানে হাজির ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের বিশেষ সচিব মনতোষ পণ্ডিত, বাঁকুড়ার জেলাশাসক বিজয় ভারতী প্রমুখ। মেলার মঞ্চে তিন দিন ধরেই চলবে ভাদু, টুসু, ঝুমুর, আদিবাসী নৃত্য, রণপা নাচ। সেই সঙ্গে থাকছে আদিবাসী নাটক, বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান।

দুর্ঘটনায় মৃত্যু
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। জখম হলেন ওই মোটরবাইকের দুই আরোহী। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে পাড়া থানার পলমা মোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতার নাম সারদা কৈবর্ত্য (৫০)। বাড়ি স্থানীয় মহুলা গ্রামে। আনাড়ায় মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন সারদাদেবী। পলমা মোড়ে বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় একটি মোটরবাইক তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি মারা যান। মোটরবাইকের দুই জখম আরোহীও ওই হাসপাতালে ভর্তি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.