মঙ্গলবার থেকে পুরুলিয়া শহরের হিলভিউ মাঠে শুরু হল মানভূম ক্রীড়া সংস্থা আয়োজিত ‘এ’ ডিভিশন ক্রিকেট লিগ। সংস্থার ক্রিকেট সচিব হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উদ্বোধনী খেলায় পুরুলিয়ার প্যাসকো ৭ উইকেটে আরসিসি ভাটবাঁধকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে আরসিসি ১১৭ রান কবে। জবাবে প্যাসকো ৩ উইকেটে জয়ের জন্য রান তুলে নেয়। প্যাসকোর রোহিত মিত্র ছয় ওভার বল করে ৩৫ রান দিয়ে ৭টি উইকেট নিয়ে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হন। এই লিগে পুরুলিয়া মহকুমা এলাকার মোট ১২টি দল যোগ দিয়েছে। দলগুলিকে দু’টি বিভাগে ভাগ করে প্রথমে লিগ ও পরে নক আউট পদ্ধতিতে খেলাগুলি হবে বলে হিমাদ্রিবাবু জানিয়েছেন।
|
রূপসী বাংলা সঙ্ঘ আয়োজিত সারা বাংলা আমন্ত্রণমূলক ব্যাডমিন্টন (ডাবলস) প্রতিযোগিতা হয়ে গেল বিষ্ণুপুর স্টেশন পাড়ায়। উদ্বোধন করেন বিষ্ণুপুরের মহকুমাশাসক অদীপকুমার রায়। তৃতীয় বর্ষের এই প্রতিযোগিতায় এ বার ২২টি দল যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছে খড়্গপুরের সুমন মল্লিক ও মনোজিৎ চক্রবর্তী জুটি। রানার্স আপ খড়্গপুরেরই যোগেশ রাও ও সুরেশ রাও জুটি।
|
রবিবার আদ্রার সেরসা ময়দানে মহিলা ফুটবল হল। ঝাড়খন্ড একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে বাংলাকে পরাজিত করে। বহু ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। রেলের পার্সোনাল রিক্রিয়েশন ক্লাবের আয়োজিত ওই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন আদ্রার ডিআরএম অরবিন্দ মিত্তল।
|
কলকাতা ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন ও জি গ্রুপের উদ্যোগে সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশ ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট জার্নালিস্ট ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ হল বাঁকুড়া পুলিশ লাইনে। জেলা পুলিশ একাদশ ৩-০ গোলে জার্নালিস্ট ক্লাবকে পরাজিত করে। উদ্যোক্তাদের তরফে দু’টি দলকেই পুরস্কৃত করা হয়।
|
সাঁতুড়িতে ক্রিকেট ম্যাচ। |
বিকাশ স্মৃতি শিল্ড ক্রিকেট প্রতিযোগিতায় জিতল সাঁতুড়ি তরুণ সঙ্ঘ। একমাস ধরে সাঁতুড়ি গ্রামে ওই ক্রিকেট প্রতিযোগিতা চলে। যোগ দিয়েছিল বাঁকুড়া ও পুরুলিয়ার ৩২টি দল। রবিবার ফাইনাল ম্যাচে তরুণ সঙ্ঘ হারায় বাঁকুড়ার তিলুড়ি আঞ্চলিক সর্বজনীন দুর্গাপুজো কমিটিকে।
|
ময়ূরেশ্বরের লোকপাড়া ধর্মরাজ সঙ্ঘ পরিচালিত ১৬ দলীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের প্রথম দিনের খেলা হবে আগামী ১৩ জানুয়ারি। স্থানীয় সুরুলিয়া ক্রিকেট ক্লাবের মুখোমুখি হচ্ছে নওপাড়া ক্রিকেট একাদশ। ১৭ জানুয়ারি মাজিয়াড়া ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে পাঁচতারা ক্রিকেট একাদশ। ১৯ জানুয়ারি রায়হাট ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে দাঁড়কা ক্রিকেট একাদশ। পরের দিন ঢেকা ক্রিকেট বাহিনীর মুখোমুখি হবে পাঠানপাড়া ক্রিকেট ক্লাব। আগামী ২৭ জানুয়ারি ওই প্রতিযোগিতার ফাইনাল। গত ২২ ডিসেম্বর থেকে স্থানীয় কলেজ মাঠে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে।
|
জেলা যুব কল্যাণ দফতরের উদ্যোগে এবং জেলা কবাডি অ্যাসোসিয়েশনের পরিচালনায় ‘নবীন প্রতিভা’ অন্বেষণের জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ে। গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই শিবির আজ বুধবার শেষ হবে। ওই শিবিরে ৩০ জন ছেলে ও ৩০ জন মেয়ে যোগ দিয়েছে। তাদের মধ্য থেকে ১৫ জন করে বাছাই করে আন্তঃজেলা প্রতিযোগিতায় পাঠানো হবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থার কোষাধ্যক্ষ মহম্মদ মুকুলেশ্বর রহমান। |