কংগ্রেসের বন্ধ শান্তিপূর্ণ ডোমকলে |
শান্তিপূর্ণ বন্ধ হয়েছে ডোমকল মহকুমায়। ছাত্র পরিষদের ডাকা ১২ ঘণ্টা বন্ধে মঙ্গলবার থমথমে রইল গোটা মহকুমা। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। অফিস কাছারিতেও হাজিরা ছিল কম। যদিও মহকুমা প্রশাসনের দাবি, ডোমকল ও ইসলামপুরের বিভিন্ন অফিসে উপস্থিতির হার স্বল্প হলেও রানিনগর ও জলঙ্গিতে অন্তত ৫০ শতাংশ কর্মী হাজির ছিলেন। ডোমকলের মহকুমাশাসক প্রশান্ত অধিকারীর অভিযোগ, “বন্ধ সমর্থকদের গাজোয়ারিতে মহকুমা প্রশাসনিক ভবনের কর্মীরা অফিসে ঢুকতে পারেননি।” এ দিন স্তব্ধ ছিল যান চলাচল। যন্ত্রচালিত ভ্যানগুলিও রাস্তায় নামেনি। ফলে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। এ দিন করিমপুর-বহরমপুরের মতও সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা ছিল সুনশান। মোটরবাইক ছাড়া কিছুই চলাচল করেনি। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “বন্ধকে কেন্দ্র করে মহকুমার কোথাও গোলমালের কোনও খবর নেই।” ইসলামপুরের মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সোমবার ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে গণ্ডগোল হয়। পরিস্থিতি সামাল দিতে তলব করা হয় পুলিশকে। পুলিশ ও ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। আহত হন ৫ জন পুলিশকর্মী। জখম হয়েছেন ২৫ জন পড়ুয়া। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেলও ফাটাতে হয়। গোটা ঘটনায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এ দিন মহকুমা জুড়ে বন্ধের ডাক দেয় ছাত্র পরিষদ। মহকুমা কংগ্রেসের সভানেত্রী শাওনি সিংহ রায় বলেন, “এ দিন বনধ হয়ে সর্বাত্মক, স্বতঃফূর্ত। কোথাও কোনও গন্ডগোল হয়নি। অফিস আদালতে হাজিরা ছিল না বললেই চলে।”
|
|
ব্যারাক স্কোয়ার ময়দানে পুলিশের উদ্যোগে ফুটবল। বহরমপুরে তোলা নিজস্ব চিত্র। |
|
ছাত্রকে মারধর, অভিযোগ কান্দিতে |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
একাদশ শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষক এবং দুই সহ-শিক্ষকের বিরুদ্ধে। পাশাপাশি ওই ছাত্রেরই বিরুদ্ধে শিক্ষকদের হুমকি ও মারধরের পাল্টা অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। স্কুল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে একাদশ শ্রেণির ছাত্র জুব্বারুল শেখ স্কুলে গিয়েছিল শংসাপত্র আনতে। প্রধান শিক্ষক তখন তাকে অ্যাডমিট কার্ড নিয়ে আসতে বলেন। ছাত্রের অভিযোগ, “স্যারকে বলি দূরে বাড়ি। এখন বাড়ি যাওয়া সম্ভব নয়। কিন্তু উনি আমাকে গালিগালাজ করেন। অফিস ঘরে নিয়ে গিয়ে মারধর করে হাতে জ্বলন্ত সিগারেট গুঁজে দেন।” খবর পেয়ে জুব্বারুলকে স্কুল থেকে নিয়ে যান তার বাড়ির লোক। রাতের দিকে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। জুব্বারুলের কাকা স্থানীয় পঞ্চায়েত প্রধান কালাম শেখ বলেন, “এমন ভাবে মারধর করার জন্য অভিযুক্ত শিক্ষকের শাস্তি হওয়া দরকার।” অন্য দিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্র ও তার পরিবারের লোকের অভিযোগ মিথ্যা। ওই ছাত্র তার নিজের সমস্যা নিয়ে স্কুলে যায়নি। শিক্ষকদের অভিযোগ, দশম শ্রেণির কাসাদ শেখ নামে এক ছাত্রের রেজিস্ট্রেশনে বাবার নাম ভুল ছিল। সেটা জানাতে এসে জুব্বারুল শিক্ষকদের গালিগালাজ করতে থাকে। প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, “আমি ওই ছাত্রকে বাইরে অপেক্ষা করতে বলি। তখন সে আমাকে মারধরের হুমকি দেয়। কিছুক্ষণ পর খেলার মাঠের দিকে গেলে জুব্বারুল ভাঙা কাঠ দিয়ে আমার হাতে আঘাত করে। গোটা ঘটনাটি পুলিশকে জানিয়েছি।” স্কুলের পরিচালন সমিতির সম্পাদক বাকবুল হোসেন বলেন, “ওই ছাত্রের অভিযোগ মিথ্যা।” কান্দির এসডিপিও সন্দীপ মণ্ডল বলেন, “দু’পক্ষই অভিযোগ করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”
|
মনোনয়ন জমা নিয়ে গন্ডগোল |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
নওদার যতীন্দ্ররাজেন্দ্র মহাবিদ্যালয়ে ছাত্র পরিষদ মিছিল করে নমিনেশন ফাইল করতে যাওয়ার সময় তৌসিফ শেখ নামে এক এসএফআই সমর্থককে মারধরের অভিযোগ উঠল। তাঁর মোটরবাইকও ভাঙচুর করা হয়েছে। এরপর ওই এসএফআই কর্মীর পরিবারের লোকজন ব্লক ছাত্র পরিষদ সভাপতি জমিরুল শেখের বাড়িতে চড়াও হয় বলে দাবি ছাত্র পরিষদের। জমিরুলকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এসএফআই-এর নওদা জোনাল কমিটির সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, “ছাত্র পরিষদের লোকজন আমাদের কর্মী তৌসিফকে মারধর করেছে। তৌসিফের পরিবারের সঙ্গে জমিরুলের কথা কাটাকাটি হয়েছে মাত্র। কোনও মারধরের ঘটনা ঘটেনি।” এ প্রসঙ্গে নওদার বিধায়ক আবু তাহের খান বলেন, “মিছিলের মধ্যে এক জন ঢুকে পড়ায় আমাদের কর্মীদের সঙ্গে তাঁর বচসা বাধে। তারপর ওই ব্যক্তির পরিবারের লোকজন জমিরুলের বাড়িতে হানা দিয়ে তাঁকে মারধরল করেছে।”
|
তরুণীর অপমৃত্যু, গ্রেফতার শাশুড়ি |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। নাম অর্চনা কর্মকার (২৩)। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে অর্চনার শাশুড়ি অতসী কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি রঘুনাথগঞ্জের ব্রাহ্মনটুলি এলাকার। পুলিশ জানিয়েছে, বছর চারেক আগে অর্চনার বিয়ে হয় অনজ কর্মকারের সঙ্গে। অচর্নার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে অনজ প্রায়ই অতিরিক্ত টাকা আনার জন্য চাপ দিত মেয়ের উপর। টাকা দিতে না পারায় শারীরিক অত্যাচার চলত ওই তরুণীর উপর। মৃতার বাবা অচিন্ত্য কর্মকার বলেন, “বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য বার বার মেয়ের উপর চাপ দিত ওর শ্বশুরবাড়ির লোক। কিন্তু ওদের দাবি মেটানোর সাধ্য আমাদের নেই। এ কথা মেয়ের শাশুড়িকে বলা সত্ত্বেও অত্যাচার বন্ধ হয়নি। এ দিন মেয়ে নিজেই গায়ে আগুন লাগিয়েছে, নাকি কেউ আগুন লাগিয়ে দিয়েছে বুঝতে পারছি না।” মঙ্গলবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
দাদুর শ্রাদ্ধানুষ্ঠানে এসে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বছর তিনেকের এক শিশুর। নাম সুনির্মাল্য বিশ্বাস। বাড়ি বর্ধমানের কালনায়। মঙ্গলবার দুপুরে তেহট্টের চিলাখালিতে ওই ঘটনার পর ঘন্টা দুয়েক বেতাই-পলাশি পথ অবরোধ করেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। পুলিশ জানিয়েছে, এ দিন দুপুরে বাড়ির লোকের অলক্ষে রাস্তার পাশে চলে গিয়েছিল শিশুটি। সেই সময় করিমপুরগামী পাথরবোঝাই একটি লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশুর। লরিটিকে আটক করা হয়েছে চালক পলাতক।
|
|
সেতুর শিলান্যাস অনুষ্ঠানে রেল প্রতিমন্ত্রী। কান্দিতে তোলা নিজস্ব চিত্র। |
|