বীজমন্ত্রের আন্তঃকক্ষ প্রদর্শন |
কমেডি কার্নিভালের প্রস্তুতি হিসেবে সোমবার হরিমাধব মুখোপাধ্যায়ের বীজমন্ত্র নাটকটির আন্তঃকক্ষ প্রদর্শন অনুষ্ঠিত হল রবীন্দ্রভবন মঞ্চে। ১৩ জানুয়ারি এই নাটক দিয়েই পাঁচদিনের কমেডি কার্নিভাল বা নাট্যোৎসবের সূচনা হবে। আয়োজক সংস্থা নাট্য অঙ্গনের কলাকুশলীরাই অভিনয় করেছেন বীজমন্ত্র নাটকে। দু’একটি ক্ষেত্র ছাড়া এই নাটকে নিছক হাস্যরসের দেখা মেলেনি। বরং নাটকে চলমান সামাজিক প্রেক্ষাপটকে কটাক্ষ করা হয়েছে। নাট্য অঙ্গনের কর্নধার মিলন মুখোপাধ্যায় বলেন, “জীবনে হাসির বড় অভাব। সে দিকে খেয়াল রেখে হাসির নাটকগুচ্ছ নিয়ে নাট্যোৎসব। বীজমন্ত্র তারই আন্তঃকক্ষ প্রদর্শন।” এই প্রদর্শনের উদ্দেশ্য প্রাথমিক পর্যায়ে উপস্থাপনার ক্রটি-বিচ্যুতির সংশোধন। মিলনবাবু বলেন, “আমন্ত্রিত দর্শকদের কাছ থেকে এ নিয়ে বহু মতামত পাওয়া গিয়েছে। সেগুলি গ্রহন করে বিচ্যুতিগুলি কাটানোর চেষ্টা করা হবে।”
|
একাদশতম নাট্যমেলা কৃষ্ণনগরে |
কৃষ্ণনগর রবীন্দ্রভবনে একাদশতম নাট্যমেলা গত বছরের ৩১ ডিসেম্বর শুরু হয়েছে। ১২ দিনের ওই নাট্যমেলা শেষ হবে আগামী শুক্রবার ১১ জানুয়ারি। আয়োজক সংস্থা ‘কৃষ্ণনগর পরম্পরা’। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় ‘শ্রীরঙ্গম’-এর দু’টি নাটক ‘তুমি কার?’ ও ‘সত্য ফিরে এসো’। পর দিন মঞ্চস্থ হয় ‘মুখোমুখি’র নাটক ‘প্রতিদিন তব গাথা’। ২ জানুয়ারির ছিল ‘রঙরূপ’-এর ‘অধরা মাধুরী’। গত বৃহস্পতিবার হয়েছে ‘নান্দীকার’-এর নাটক ‘হৃদ মাঝারে’। শুক্রবার মঞ্চস্থ হয় ‘স্বপ্ন সন্ধ্যনী’র নাটক ‘ম্যাকবেথ’। শনিবার অভিনীত হয় ‘থিয়েটার আর্ট ইউনিট’-এর নাটক ‘শেষের কবিতা’। রবিবার হয়েছে ‘নাটকওয়ালা’র ‘মরণ রে’। সোমবার ছিল ‘পরম্পরা’র নাটক ‘রবীন্দ্রজয়ন্তী’। মঙ্গলবার মঞ্চস্থ হয় ‘নাট্য আনন’-এর ‘সিজার’। আজ বুধবার রয়েছে ‘দৃশ্যপট’-এর ‘অয়দিপউস’। বৃহস্পতিবার অভিনীত হবে ‘নান্দীপট’-এর ‘ভ্রম’। আগামী শুক্রবার নাট্যমেলার সমাপ্তি সন্ধ্যায় রয়েছে ‘পিপলস্ লিটিল থিয়েটার’-এর ‘এ বার রাজার পালা’।
|
স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠান |
গত সোমবার রাত ১২টা বেজে ১ মিনেটে শাঁখ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে ‘লালগোলা মহেশ নারায়ন অ্যাকাদেমি’ উচ্চমাধমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করা হয়। মঙ্গলবার হয় প্রভাতফেরি বছর জুড়ে তিনটি পর্বে বিভক্ত শতবর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম পর্ব চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞান ও চিত্র প্রদশর্নী ছাড়াও রয়েছে ‘সার্ধশতবর্ষে স্বামী বিবকান্দ’ শীর্ষক আলোচনা। কলকাতার বিভিন্ন সংস্থা পরিবেশন করবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রয়েছে সংগীত, আবৃত্তি-সহ প্রতিযোগিতা মূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
‘নোবেল পুরস্কার ও রবীন্দ্রনাথ’ |
কৃষ্ণনগরে সৌমিত্র। নিজস্ব চিত্র। |
রবীন্দ্রনাথ ঠাকুরের নেবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর রবীন্দ্রসদন মঞ্চে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ‘নোবেল পুরস্কার ও রবীন্দ্রনাথ’ শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত উপাচার্য সুজিতকুমার বসু। শিশুশিক্ষার ‘সরস্বতী বিদ্যামন্দির’ নামে বেসরকারি একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানওই অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে প্রদর্শিত হয় মুর্শিদাবাদের ভূমিপুত্র মুজিবর রহমানের তৈরি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তথ্যচিত্র ‘রবীন্দ্রনাথ ঠাকুর ঃ জীবন ও সময়’।
|
চিত্রশিল্পীদের সংস্থা ‘নবদ্বীপ আর্ট গ্রুপ’-এর উদ্যোগে নবদ্বীপ রাধাবাজারে অনুষ্ঠিত হল প্রথম সম্মিলিত চিত্র প্রদর্শনী। তিন দিনের ওই চিত্র প্রদর্শনী চলে ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত। ১২ জন শিল্পীর আঁকা ছবি ও অনান্য শিল্প নিদর্শন এখানে প্রদর্শিত হয়। জল রঙ, তেল রঙ ও মিশ্র মাধ্যম-সহ কোলাজের কাজও ছিল।
|
বহরমপুরে পথনাটক। নিজস্ব চিত্র। |
নারী নিগ্রহ, ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে নাট্যসংস্থা ‘যুগাগ্নি’ অভিনয় করল পথনাটক ‘আমি মেয়ে’। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুরে মুর্শিদাবাদ জেলার কেন্দ্রীয় প্রশাসনিক ভবনের সামনে ওই পথনাটকটি দেখানো হয়। মূল নাটক সফদর হাসমির ‘আওরৎ’-এর ভাষান্তর (আমি মেয়ে) করেন আশিস গোস্বামী। নির্দেশনা অভিজিৎ সরকার। |