টুকরো খবর |
বিদ্রোহীরা সরকারি সাহায্য পাবেন না
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিদ্রোহী খেলোয়াড়দের সোজা রাস্তায় আনতে ফের চাপ সৃষ্টির পন্থা অবলম্বন করতে শুরু করল সর্বভারতীয় টেনিস সংস্থা। এ বার তাদের হুমকি, ডেভিস কাপে ভারতের হয়ে কোর্টে না নামলে সরকারি আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হবে। বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা ২০০-য় থাকা খেলোয়াড়দের প্রত্যেকের জন্য ১৫ লক্ষ টাকা, ২০১ থেকে ৩০০-য় থাকা খেলোয়াড়দের জন্য ১২ লক্ষ এবং ৩০১ থেকে ৫০০-য় থাকা ২৮ বছর বয়সি খেলোয়াড়দের জন্য আট লক্ষ টাকা করে সরকারি সাহায্যের আবেদন করেছিল টেনিস সংস্থা। ডাবলসের সেরা ৫০-এ থাকা খেলোয়াড়দেরও সাত লক্ষ টাকা করে অনুদান পাওয়ার কথা। কিন্তু যারা ভারতীয় য দলের হয়ে ডেভিস কাপে খেলতে রাজি নন, তাঁদের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য চাইবেন না তাঁরা, সাফ জানালেন এআইটিএ সিইও হিরন্ময় চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সরকারও পুরো বিষয়টার ওপর নজর রেখে চলেছে। যারা দেশের হয়ে খেলতে রাজি, তারা সবরকম সাহায্য পাবে।” ফেডারেশনের দেওয়া রফাসূত্র মানতে রাজি নন বিদ্রোহী খেলোয়াড়রা। ফলে তাঁদের বাইরে অন্য খেলোয়াড়দের নিয়ে দল গড়ার কথা ভাবতে শুরু করে দিয়েছে সর্বভারতীয় টেনিস সংস্থা। মহেশরা না খেললে দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়েই দল গড়বে এআইটিএ। সেক্ষেত্রে দল যদি শেষ পর্যন্ত কোরিয়ার মতো দলের কাছে টাই হেরে যায়, তা হলে বিদ্রোহীদের বিরুদ্ধে ফের কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। যেমন নেওয়া হয়েছিল অলিম্পিকের আগে।
|
টিটিতে হার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কোয়ার্টার ফাইনাল থেকে হেরে দলগত বিভাগ থেকে বিদায় নিল উত্তরবঙ্গ টেবল টেনিস দল। মঙ্গলবার উত্তরবঙ্গের ছেলেরা দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠে কর্ণাটককে হারিয়ে। কোয়ার্টার ফাইনালে উত্তরবঙ্গের শুভজিৎ সাহা, অর্নব দাস, অভীক দাসরা পেট্রোলিয়াম স্পোর্টস প্রমোশন বোর্ডের কাছে ৩-০ গেমে হেরেছেন। মেয়েদের বিভাগেও প্রিকোয়ার্টার ফাইনালে জেতে নন্দীতা সাহা, সুকন্যা বসুরা। কোয়ার্টার ফাইনালে তাঁরা তামিলনাড়ুর কাছে ৩-১ গেমে হারেন।
|
বিষ্ণুপুরের ঋষভ |
|
ঋষভ বন্দ্যোপাধ্যায়। |
১০০ ও ২০০ মিটার দৌড়ে অনূর্ধ্ব ১২ বালক বিভাগে প্রথম হল বিষ্ণুপুরের ঋষভ বন্দ্যোপাধ্যায়। ২-৪ জানুয়ারি সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল কাউন্সিলের এই প্রতিযোগিতায় ঋষভের এই সাফল্যে খুশি বিষ্ণুপুরবাসী। ষষ্ঠ শ্রেণির এই পড়ুয়াকে নিয়ে গর্বিত বিষ্ণুপুর হাইস্কুলও। ঋষভের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ওই স্কুলের গেম টিচার। তিনি বলেন, “স্কুলেও ঋষভ স্পোর্টস চ্যাম্পিয়ন। খেলাধূলা ছাড়াও সে পড়াশোনাতে ভাল। বাড়িতে গান-বাজনার চর্চাও করে। অনেককে টপকে ওর এই সাফল্যে আমরা খুশি।”
|
সাইফুল মোল্লা |
৩৩তম জাতীয় স্কুল কবাডি প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে পাড়ুই থানার ভোলাগড়িয়া আহমেদিয়া হাই মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র সাইফুল মোল্লা। জেলার হয়ে রাজ্য দলে প্রতিনিধিত্ব করেছিল সাইফুল। গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর পঞ্চাবে এই প্রতিযোগিতা হয়েছিল। সাইফুলের বাবা আরহাম মোল্লা এক জন প্রান্তিক চাষি। ছেলের এ হেন সাফল্যে আপ্লুত গলায় বলেন, “স্কুল শিক্ষকদের উৎসাহে ছেলে সাফল্য পেয়েছে।” স্কুলের শিক্ষক নবকুমার মণ্ডলের কথায়, “সুযোগ পেলে সাইফুল আরও অনেক দূরে যেতে পারবে।”
|
নজর কাড়ল তিন খুদে |
|
মমতা মাঝি, পঞ্চানন কড়ামুদি ও পুতুল বাউরি। |
প্রাথমিক পড়ুয়াদের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় নজর কাড়ল পুরুলিয়ার তিন খুদে প্রতিভা। পুরুলিয়া জেলা শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, গত ১৭-১৮ ডিসেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় লংজাম্পে বালিকাদের ‘এ’ গ্রুপে স্বর্ণপদক পায় কাশীপুরের কাজরি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী পুতুল বাউরি। লংজাম্পে অন্য স্বর্ণপদকটি আসে বালকদের ‘সি’ গ্রুপে আড়শার কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চানন কড়া মুদির হাতে। বালিকাদের ‘সি’ বিভাগে মানবাজার ২ ব্লকের গোবরাডি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী মমতা মাঝি ১০০ মিটার দৌড়ে রৌপ্যপদক পায়।
|
শীর্ষ বাছাই আজারেঙ্কা |
|
এই পোশাকেই অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন সেরেনা উইলিয়ামস। ছবি: এএফপি |
আসন্ন অস্ট্রেলীয় ওপেনে পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই হিসাবে মনোনীত হলেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। রজার ফেডেরার দ্বিতীয় ও তৃতীয় বাছাই হিসাবে স্বীকৃত হয়েছেন সদ্য ব্রিসবেন ইন্টারন্যাশনাল জেতা অ্যান্ডি ম্যরে। যদিও সবাইকে হতাশ করে চোটের কারণে টুর্নামেন্ট থেকে আগেই নাম তুলে নেন রাফায়েল নাদাল। অন্যদিকে গতবারের অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই হিসাবে মনোনীত হয়েছেন। ২০১২’তে মারিয়া শারাপোভাকে হারিয়ে প্রথম গ্রান্ড স্লাম জিতেছিলেন আজারেঙ্কা। প্রসঙ্গত, আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলীয় ওপেন।
|
হেরেই চলেছে ইংল্যান্ড |
|
পিটারসেন অবশ্য নিরুদ্বেগ। |
অধিনায়ক শিখর ধওয়ানের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ছ’উইকেটে হারাল দিল্লি। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচের দুটোতেই হারল ইংল্যান্ড। এ দিন কোটলায় ২৯৪-৫ তাড়া করতে নেমে ন’বল বাকি থাকতেই জিতে যায় দিল্লি। ধওয়ানের ১১০-এর সঙ্গে ছিল মিলিন্দ কুমারের অপরাজিত ৭৮। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করলেন ইয়ান বেল (১০৮)।
|
আবার শাস্তি ওয়ার্নের |
সময়টা ভাল যাচ্ছে না শেন ওয়ার্নের। বিগ ব্যাশে নির্বাসনের পর এ বার আইন ভেঙে পুলিশের শাস্তির আওতায় অস্ট্রেলীয় স্পিনার। দক্ষিণ স্কটল্যান্ডের যে রাস্তায় ঘণ্টায় ৭০ মাইলের বেশি বেগে গাড়ি চালানোর নিয়ম নেই, সেখানে ওয়ার্নের গাড়ির গতি ছিল ঘণ্টায় ১০০ মাইল। আইন ভাঙার অপরাধে তাঁর লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে ওয়ার্নকে।
|
বাঙালির কীর্তি |
জয়ের জন্য ১১৩ রান তাড়া করতে নেমে সার্ভিসেস তখন ৫৪-৫। মনোজ তিওয়ারি, লক্ষ্মীরতন শুক্লদের শহর হওড়ার ছেলে দলনেতা সৌমিক চট্টোপাধ্যায় বাঁ হাঁটুতে গুরুতর চোট নিয়েই ক্রিজে ব্যাট করতে এলেন। খুচরো রান নেওয়ার উপায় নেই। তাই উত্তর প্রদেশের বোলারদের চার-ছয় মেরেই জয়ের লক্ষ্যে পৌঁছতে হবে। তাঁর করা ৩৪-এর মধ্যে ৩২ রানই, পাঁচটি চার ও এক জোড়া ছয়। মিড অনের ওপর দিয়ে ছয় মেরে দলকে জিতিয়ে সেমিফাইনালে তুলে দিলেন সৌমিক। সার্ভিসেস পাঁচ উইকেটে হারিয়ে দিল উত্তর প্রদেশকে। আর এক ম্যাচে মুম্বইয়ের (৬৪৫-৯ ডি.) সামনে বিপর্যস্ত বরোদা (১৬৭-৫)।
|
বাংলার ছেলেরা ফাইনালে |
গুজরাটকে হারিয়ে জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টের দলীয় বিভাগের ফাইনালে পৌঁছে গেলেন বাংলার সৌরভ সাহা, সৌগত সরকার এবং সৌভিক কররা। বৃহস্পতিবার ফাইনালে তাঁদের প্রতিপক্ষ পিএসপিবি। এ দিকে মঙ্গলবার বাংলার ছেলেরা আশার আলো দেখালেও হতাশ করলেন মেয়েরা। দলীয় বিভাগে কোয়ার্টার ফাইনালে দিল্লির কাছে হেরে ছিটকে গেলেন মৌসুমী পাল, সুতীর্থা মুখোপাধ্যায়রা। |
|
|