নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডেম্পোর বিরুদ্ধে কার্লোস হার্নান্ডেজের একটা বিশ্বমানের গোলেই বদলে গিয়েছে পুরো ছবিটা।
১২ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে আই লিগ টেবলের দ্বিতীয় স্থানে থাকা ডেরেক পেরিরার পুণে এফসি বুধবার প্রতিপক্ষ সাতোরির দলের। পরপর ছ’ম্যাচ জিতে যারা স্বপ্ন দেখছে প্রথমবার আই লিগ পুণেতে নিয়ে যাওয়ার। তাঁদের বিরুদ্ধে নামার চব্বিশ ঘণ্টা আগে বেশ চনমনে মেজাজে র্যান্টি-সংগ্রামরা। এতটাই যে তাঁদের কোচ সাতোরি মঙ্গলবারের পড়ন্ত বিকেলে অনুশীলন সেরে ওঠার পর বলেই বসলেন, “কোনও সমস্যা নেই। দল ছন্দে রয়েছে। ঘরের মাঠে তিন পয়েন্টের জন্যই বুধবার ফের ঝাঁপাবে কার্লোসরা।” পরক্ষণেই ডেরেকের দলকে সমীহ করে অবশ্য বললেন, “ওঁদের বেশ কয়েকজন ফুটবলার কাউন্টার অ্যাটাকে যখন তখন ম্যাচের রঙ বদলে দেয়। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
১৩ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে এই মুহূর্তে ষষ্ঠস্থানে ইউনাইটেড স্পোর্টস। আঠারো দিন আগে একতরফা ভাবে হারতে হয়েছিল ডেরেকের এই দলের কাছেই। জোড়া গোল করে সে দিন নায়ক হয়েছিলেন জেমস মোগা। সংগ্রামদের কাছে সে ম্যাচ অতীত। প্রয়াগ গোলরক্ষক বলছেন, “লম্বা লিগে অনেক অঘটন ঘটবে। মোগার জন্য তৈরি আছে আমাদের দীপক-গৌরমাঙ্গীরা।”
প্রয়াগ রক্ষণে সুখেন দে-র হালকা চোট রয়েছে। তবে তাঁর খেলার সম্ভাবনা কম। ম্যাচের আগের দিন কোচের অনুশীলন থেকে পরিস্কার, গত ম্যাচের দলই নামবে ডেম্পোর পর প্রয়াগ বধে। রক্ষণে দীপক, গৌরমাঙ্গী, বেলো, ধনচন্দ্র। মাঝমাঠে শঙ্কর, আসিফ, লালকমল, বিনীথ। আর আক্রমণে র্যান্টি-কার্লোস যুগলবন্দি।
চলতি আই লিগে ১৫ গোল করে শীর্ষ রয়েছেন প্রয়াগের নাইজেরীয় গোলমেশিন র্যান্টি। আর অলৌকিক ভাবে ম্যাচের রং বদলে দেওয়ার জন্য ভারতীয় ফুটবলে কার্লোস ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন সব কোচেরই নোট বুকে। পুণে কোচও ব্যতিক্রম নন। বললেন, “কার্লোস ফ্রি-কিক মেরেই হারিয়ে দিতে পারে। আর র্যান্টি? কখন গোল করে যাবে কেউ জানে না। রক্ষণকে তাই সতর্ক থাকতে বলেছি।”
সাতোরির যেমন র্যান্টি, ডেরেকের হাতেও তেমন রয়েছে জেমস মোগা। আই লিগে ছ’গোল করার পাশাপাশি গোল করানোতেও যিনি নজর কেড়েছেন। সঙ্গে চিকা ওয়ালি, ডুহু পিয়েররা তো রয়েছেনই। ইউনাইটেড ফুটবলারদের খুঁটিনাটি মুখস্থ পুণে গোলকিপার অভ্র মণ্ডলেরও।
|
বুধবারে আই লিগ:
ইউনাইটেড স্পোর্টস-পুণে এফসি (কল্যাণী, ২-০০),
ইউনাইটেড সিকিম-মুম্বই এফসি (গ্যাংটক, ২-০০), চার্চিল ব্রাদার্স-অ্যারোজ। |