টুকরো খবর |
বেলদার ঘটনায় ফের জামিন নাকচ ধৃতদের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জামিনের আবেদন খারিজ করে বেলদার ঘটনায় ধৃত ৩৫ জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন মেদিনীপুরের সিজেএম কল্লোল দাস। ফের ২২ জানুয়ারি এঁদের আদালতে হাজির করা হবে। ঘটনাটি ঘটে গত ২৪ ডিসেম্বর। বেলদার এক হোটেলে খাবার নিয়ে বচসা হয়েছিল। পিকনিক দলের সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন হোটেল কর্মীরা। মুহুর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই সময় মাথায় চোট পান সুনীল কর (৪৬) নামে এক হোটেল কর্মী। ভারী কিছু দিয়ে পিকনিক দলের সদস্যরা তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুরুতর জখম হন আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পিকনিক দলের ৩৫ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ২৫ ডিসেম্বর আদালতে হাজির করা হলে এঁদের ৮ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ হয়েছিল। সেই মতো মঙ্গলবার ধৃত ৩৫ জনকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। অভিযুক্তপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে বিচারক তা খারিজ করে ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। |
শেষ হল যুব সংসদ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পশ্চিম মেদিনীপুর জেলা যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা শেষ হল বুধবার। এবার জেলায় যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম হয়েছে চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুল। এই স্কুলই আবার প্রশ্নোত্তর প্রতিযোগিতাতে দ্বিতীয় স্থান পেয়েছে। প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে জামবনি ব্লকের চিচিড়ি হাইস্কুল। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, জেলার মধ্যে যুব সংসদে সেরা স্কুল ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী স্কুল কলকাতায় রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। চন্দ্রকোনা রোড সারদাময়ী হাইস্কুল দু’টি বিভাগেই সাফল্য অর্জন করায় ওই স্কুলের সঙ্গে চিচিড়া স্কুলও এ বার রাজ্য স্তরের প্রতিযোগিতায় যোগ নেবে বলে পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক সংঘমিত্র মাকুড় জানিয়েছেন। মেদিনীপুর কলেজে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল রবিবার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৭০টি স্কুলের ছাত্রছাত্রীরা প্রশ্নোত্তর এবং ৩৭টি স্কুলের ছাত্রছাত্রীরা যুব সংসদ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। |
স্কুলের প্রতিষ্ঠা দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আনন্দপুর হাইস্কুলের ১৬৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল মঙ্গলবার। এই উপলক্ষে আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ওই স্কুল ছাড়াও সাহসপুর, পাকুড়িয়া ও তেঘোরি স্কুল যোগ দেয়। জিতেছে তেঘোরি। প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ নানা আয়োজন ছিল। দুঃস্থ-মেধাবী আট জন ছাত্রছাত্রীকে পাঠ্যবই দিয়ে সাহায্য করা হয়। অনুষ্ঠানে ছিলেন স্কুল পরিচালন সমিতির সম্পাদক তপন চক্রবর্তী ও প্রধান শিক্ষক সুবীর হান্দল। সোমবার শালবনির নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের ৪৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, পত্রিকা প্রকাশ ছাড়াও নবনির্মিত প্রধান শিক্ষকের অফিস ও টয়লেট ব্লকের উদ্বোধন করা হয়। ছিলেন প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায়। |
গ্রেফতার রেশন ডিলার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রেশনের চাল-গম বিলি না করে মজুত রাখার অভিযোগে এক রেশন ডিলারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অশোক পালের বাড়ি নারায়ণগড়ের শীতলি গ্রামে। সোমবারই একাংশ গ্রামবাসী তাঁকে ঘেরাও করে রেখেছিলেন। অভিযোগ, ওই ডিলার রেশনের চাল-গম বিলি না করে গুদামে মজুত করে রাখেন। পরে পাচার করেন। অভিযোগ পেয়ে ডিলারকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ধৃতের ২২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। |
তিরন্দাজি প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
|
তিরন্দাজি প্রশিক্ষণ হল কেশপুরের ঘোষডিহা হাইস্কুলে। উদ্যোক্তা যুব কল্যাণ দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, ও দুই মেদিনীপুরের ৬০ জন কিশোর যোগ দেয়। মঙ্গলবারই ছিল শিবিরের শেষ দিন। নির্বাচিত ১৫ জন জাতীয়স্তরের শিবিরে যোগ দেবে। |
|